Arham

Arham আলো ছড়াক ইমানের, ছুঁয়ে যাক হৃদয়।
গল্পে থাকুক অনুপ্রেরণা, শেখায় থাকুক গভীরতা,
আর মাঝে মাঝে থাকুক একটু হালকা হাসির রসদ!

12/04/2025

12/04/2025 - MARCH FOR GAZA

05/04/2025

হুজুর: কিয়ামতের আগে ১০টা আলামত হবে।
ভাই: বিয়ে তো কইরা ফেলছি, এখন আর কয়টা বাকি?

04/04/2025

মুখের কথা মানুষকে জান্নাতে পৌঁছাতেও পারে, আবার জাহান্নামেও।
তাই নিজের বাক্যকে নিয়ন্ত্রণে রাখা একজন মুসলিমের সৌন্দর্য।

(ইমাম নববী রহ.)

04/04/2025

বন্ধু ১: ভাই, বিয়ে করলে কী হয়?
বন্ধু ২: সার্টিফিকেট পাওয়া যায়।
বন্ধু ১: কিসের?
বন্ধু ২: “লাইফটাইম সাবধানে চলুন”!

31/03/2025

🎉 ঈদ মোবারক! 🌙

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস রোজা রাখার পর রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাসকে বিদায় জানিয়ে আমরা পেলাম খুশির দিন ঈদুল ফিতর!

✨ আজকের দিন আমাদের জন্য একটি পুরস্কার, আমাদের তাকওয়ার সম্মাননা!
🤲 আসুন, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি, গরিব-দুঃখীর পাশে দাঁড়াই এবং একে অপরকে ক্ষমা করে ঈদের আনন্দ ভাগাভাগি করি।

💖 আপনার হৃদয়ে প্রশান্তি, পরিবারে সুখ এবং জীবনে বরকত নেমে আসুক—এই প্রার্থনা রইল।
🌟 তাকবীর, তাহলিল, দোয়া ও ভালোবাসায় পরিপূর্ণ হোক আপনার ঈদ!

🎊 ঈদ মোবারক! 🤲💛

োবারক

30/03/2025

✨ চাঁদ রাতে হৃদয় থেকে শুভেচ্ছা ✨

আলহামদুলিল্লাহ! রহমত, মাগফিরাত ও নাজাতের মাস বিদায় নিচ্ছে, ঈদের আনন্দ দরজায় কড়া নাড়ছে! ❤️

এই চাঁদ রাত শুধু ঈদের আগমনী বার্তাই নয়, বরং এক মাসের আত্মশুদ্ধির পর নতুনভাবে শুরু করার সুযোগ। তাই আসুন, কৃতজ্ঞ হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করি—
তিনি যেন আমাদের রোজা, দোয়া ও ইবাদতগুলো কবুল করেন এবং আমাদের জীবনকে শান্তি, রহমত ও বরকতে পরিপূর্ণ করেন।

সবাইকে আগাম ঈদ মোবারক! ✨
আপনার ঈদের প্রস্তুতি কেমন চলছে? কমেন্টে জানাতে ভুলবেন না! ☺️

#চাঁদরাত #ঈদের_আনন্দ ে

29/03/2025

"মানুষ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, কিন্তু আল্লাহর রহমত কখনো কমে না। তাই নিরাশ হয়ো না, বরং দোয়া করতে থাকো।"

28/03/2025

🌿 হতাশা নয়, আশা রাখো! 🌿

জীবনে কষ্ট আসবে, কঠিন সময় আসবে, কিন্তু মনে রেখো—অন্ধকার রাতের পরই সূর্য ওঠে।

💖 নিজের প্রতি বিশ্বাস রাখো।
💖 ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও।
💖 আজকের কষ্ট হয়তো আগামী দিনের সাফল্যের ভিত্তি।

✨ আল্লাহ সবসময় আমাদের পাশে আছেন, শুধু তার উপর ভরসা রাখো!

#আশার_আলো #ধৈর্য #নতুন_শুরু #সফলতা

27/03/2025

গল্প: "শেষ শবে কদর"

#ইসলামিক_প্রেরণা #সফলতার_পথ #রমজান

25/03/2025

গল্প: "একটি ভুল,সারা জীবনের অনুশোচনা"

#নতুন_যাত্রা #সফলতার_পথ

দুপুর দুইটায় আসতেছে,,,,,,,,, ইনশাআল্লাহ
25/03/2025

দুপুর দুইটায় আসতেছে,,,,,,,,, ইনশাআল্লাহ

23/03/2025

গল্প: "এক টুকরা রুটি"

#দান #ইসলামিক_প্রেরণা #সফলতার_পথ #রমজান

Address

Satkhira
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arham posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share