ShuvoX Creation

ShuvoX Creation নিঃস্বার্থ ভালোবাসা বা সদয় আচরণ আমাদের প্রাপ্য নয়!

রাত প্রায় ২টা। শহরের সব আলো নিভে গেছে অনেক আগেই। আমি একা বাইক নিয়ে ফিরছি বাড়ির পথে। ধানমণ্ডি থেকে উত্তরা—সাধারণত ৩০ মিনি...
26/04/2025

রাত প্রায় ২টা। শহরের সব আলো নিভে গেছে অনেক আগেই। আমি একা বাইক নিয়ে ফিরছি বাড়ির পথে। ধানমণ্ডি থেকে উত্তরা—সাধারণত ৩০ মিনিটের রাস্তা, কিন্তু আজ অদ্ভুত একটা কিছুর টান অনুভব করছি।

রাস্তা ফাঁকা, বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু বারবার মনে হচ্ছে যেন কেউ আমার পেছনেই বসে আছে। গায়ের লোম কাঁটা দিয়ে উঠল।

আমি স্পিড বাড়িয়ে দিলাম।

বনানীর দিকে আসতেই একটা কালো শাড়ি পরা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে। এমন নির্জন রাস্তায় একজন মেয়ে? অস্বাভাবিক। পাশ কাটিয়ে যেতে যেতেই মেয়েটা হঠাৎ হাত বাড়িয়ে বাইকের হ্যান্ডেল ধরল।

বাইক থেমে গেল।

আমি কিছু বলার আগেই সে নিচু গলায় বলল,
"এই রাস্তা দিয়ে আজ তুমি ফিরতে পারবে না…"

আমি ঘামতে শুরু করলাম। মেয়ে মুখ তুলে তাকাল… চোখ দুটো জ্বলছে আগুনের মতো। আমি বুঝে গেলাম—এটা মানুষ না।

হঠাৎ সব অন্ধকার হয়ে গেল… আমার বাইকের হেডলাইট নিভে গেছে। আবার জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ। পেছন ফিরে দেখি, কেউ নেই। সেই মেয়ে… উধাও।

আমি পুরো গা ঠান্ডা করে কোনো মতে বাইক ঘুরিয়ে উল্টো পথে রওনা হলাম। আজও জানি না, সেদিন আসলে কী ঘটেছিল। কিন্তু এর পর থেকে আমি রাত ১২টার পর বাইক নিয়ে আর বের হই না।

#রহস্য #সাস্পেন্স
#রাতেররাইড

22/04/2025

সম্মান, অবস্থান, ভালবাসা, মূল্যায়ন সব টাকা দিয়ে কেনা যায়। যারা বলে যায়না তাদের মুখেও এক বান্ডিল ছুড়ে মারুন, মুখ বন্ধ হয়ে যাবে।

সময় আমাদের শিখিয়ে দেয়, কল্পনার চেয়ে বাস্তবতা কত কঠিন। কল্পনা করা সহজ, কল্পনা সদা-সুন্দর! কল্পনা সাময়িক তৃপ্তি দিতে শেখায়, আর বাস্তবতা সংকটকালীন প্রতিটা মুহুর্ত উপলব্ধি করতে শেখায়।

মানুষ বদলায়, পরিস্থিতি বদলায়, স্বপ্ন বদলায়।
সময় বলে দেয়, কে সত্যিকারের আপন, আর কে শুধু প্রয়োজন ফুরোলেই ভুলে যায়।

যদি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে না পারি, তাহলে বাস্তবতা আমাদের শিখিয়ে দেবে কিভাবে উঠে দাঁড়াতে হয়! জীবনে হুচট আসবে, অনাক্ষাঙ্খিত অনেক পরিস্থিতির মুখোমুখি হতে হবে। যা আপনি কখনো কল্পনাই করেন নি কিন্তু বাস্তবে সেটাই হয়েছে। হ্যা এজন্যই তো বলা হয় বাস্তবতা কঠিন শুধু কঠিন না,বাস্তবতা বড্ড কঠিন!

সময়ের সাথে বদলাও - সময় বদলে দেবে সবকিছু—এমনকি তোমাকেও!- তাই যেকোনো পরিস্থিতি মেনে নাও, বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে শেখো। "জীবন তখনই সাবলীল, যখন তুমি বাস্তবতাকে জয় করার চেয়ে বোঝার চেষ্টা করবে!

#জীবনের_সত্য #সময়ের_শিক্ষা #বাস্তবতা_কল্পনা

আপনার ফেভারিট আম কোনটা? কমেন্টে জানান দেখি, কোন আম এর জনপ্রিয়তা বাংলাদেশে সব চাইতে বেশি! 🧡   #আমেরমৌসুম
22/04/2025

আপনার ফেভারিট আম কোনটা? কমেন্টে জানান দেখি,
কোন আম এর জনপ্রিয়তা বাংলাদেশে সব চাইতে বেশি! 🧡

#আমেরমৌসুম

Address

Chuadanga Sadar
Khulna
7200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShuvoX Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share