
26/04/2025
রাত প্রায় ২টা। শহরের সব আলো নিভে গেছে অনেক আগেই। আমি একা বাইক নিয়ে ফিরছি বাড়ির পথে। ধানমণ্ডি থেকে উত্তরা—সাধারণত ৩০ মিনিটের রাস্তা, কিন্তু আজ অদ্ভুত একটা কিছুর টান অনুভব করছি।
রাস্তা ফাঁকা, বাতাসের শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। হঠাৎ পেছনে তাকিয়ে দেখি কেউ নেই, কিন্তু বারবার মনে হচ্ছে যেন কেউ আমার পেছনেই বসে আছে। গায়ের লোম কাঁটা দিয়ে উঠল।
আমি স্পিড বাড়িয়ে দিলাম।
বনানীর দিকে আসতেই একটা কালো শাড়ি পরা মেয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে। এমন নির্জন রাস্তায় একজন মেয়ে? অস্বাভাবিক। পাশ কাটিয়ে যেতে যেতেই মেয়েটা হঠাৎ হাত বাড়িয়ে বাইকের হ্যান্ডেল ধরল।
বাইক থেমে গেল।
আমি কিছু বলার আগেই সে নিচু গলায় বলল,
"এই রাস্তা দিয়ে আজ তুমি ফিরতে পারবে না…"
আমি ঘামতে শুরু করলাম। মেয়ে মুখ তুলে তাকাল… চোখ দুটো জ্বলছে আগুনের মতো। আমি বুঝে গেলাম—এটা মানুষ না।
হঠাৎ সব অন্ধকার হয়ে গেল… আমার বাইকের হেডলাইট নিভে গেছে। আবার জ্বালানোর চেষ্টা করছি, কিন্তু ব্যর্থ। পেছন ফিরে দেখি, কেউ নেই। সেই মেয়ে… উধাও।
আমি পুরো গা ঠান্ডা করে কোনো মতে বাইক ঘুরিয়ে উল্টো পথে রওনা হলাম। আজও জানি না, সেদিন আসলে কী ঘটেছিল। কিন্তু এর পর থেকে আমি রাত ১২টার পর বাইক নিয়ে আর বের হই না।
#রহস্য #সাস্পেন্স
#রাতেররাইড