Era's World- ইরাবতী

Era's World- ইরাবতী A heart full of kindness

26/02/2025

শুভ দুপুর

21/02/2025

Good morning

13/02/2025

সিটি এখন হাতের মুঠোয়...!
10/02/2025

সিটি এখন হাতের মুঠোয়...!

08/02/2025

Good Night

নারী কেন এত দামী? কারণ পুরুষের কাম আছে বলে।যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর লাল ঠোঁট, তার দীপ্তিময় আবেদন নিয়ে পুরুষ ক...
06/02/2025

নারী কেন এত দামী?
কারণ পুরুষের কাম আছে বলে।
যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর লাল ঠোঁট, তার দীপ্তিময় আবেদন নিয়ে পুরুষ কবিতা লিখতো না।

কিংবা যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর স্ফিত বক্ষ, বুকের খাঁজ, আর সুডৌল নিতম্ব পানে আগ্রহ ভরে তাকাতো না।

যদি পুরুষের কাম না থাকতো, তবে নারীর দু উড়ুর মাঝে, ফোলা,মাংসল গিরিপথ নিয়ে গোপন চর্চা হতো না।

যদি পুরুষের কাম না থাকতো,
তবে নারীর প্রতিটি অঙ্গের প্রেম রূপ বিকশিত হতো না।
যদি পুরুষের কাম না থাকতো,
তাহলে নারীর চুল, চুলের বেণীর সৌন্দর্য নিয়ে নজরুল লিখতো কি আলগা করো খোঁপার বাঁধন, দ্বিল ওহি মেরা ফাঁস গেয়ি।

সুতরাং নারী তুমি অহংকারী নয়, প্রেমিকা হও।
আর হে পুরুষ, তুমি কামুক থেকে প্রেমিক হয়ে আসো, তখন তোমাকে সাদরে অভ্যর্থনা জানাবে নারী, তার গোপন অন্দরমহলে।

06/02/2025

90' এর প্রেম
--------------------------------
ঠোঁটে ঠোঁট লাগিয়ে দীর্ঘ চুম্বন নয়,
বরং লজ্জাজড়ানো একটা আলতো চুমুই-- যথেষ্ট ছিল সে প্রেমে।
বুকে জড়িয়ে দীর্ঘক্ষণ আঁকড়ে থাকা নয়,
বরং ওই হাতের কোমল মিষ্টি ছোঁয়া টুকু ছিল যথেষ্ট।
মন ও শরীর সকল জুড়াত তাতে।

শরীরের রক্তচাপকে ভীষণ ভাবে বাড়িয়ে, ঘন্টাখানেক রাস্তায় ধারে দাঁড়িয়ে, অনেক অপেক্ষার পর অবশেষে তার একটুখানি দেখা পাওয়াকে, বিধাতার আশীর্বাদ বলে মনে হতো।
মনে হতো দীর্ঘ বিরতির পর যেন একপশলা বৃষ্টি, এক যেন অন্য রকম অনুভূতিও বলতে পারেন।

টাইম মেশিন থাকলে হয়তো, আজও পাড়ি দিতাম অতীতের সে পারে, বারে বারে।
❤️🌸🌼❤️

05/02/2025

নীল শাড়ি লাল টিপে উড়াবে যখন চুল
কাশ ফুল হয়ে লুটোপুটি খাবো
হোকনা কিছু ভুল।

বাতাসে যখন উড়বে আচল
মনে লাগবে দোলা,
তোমার প্রণয়, এই হৃদয়ে
সযতনে তোলা।

𝑭𝒐𝒍𝒍𝒐𝒘𝒆𝒓𝒔.

04/02/2025

Address

Dhaka
Khulna
9100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Era's World- ইরাবতী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share