21/04/2025
আজ-কাল খুব ভালো ভাবেই ফিল করতে পারছি, কাছে টাকা না থাকলে জীবনে কতটা অশান্তির হতে পারে। একটা সময় এগুলো বুঝতাম না-- কিন্তু এখন এসে বুঝতে পারতেছি, টাকা'বিহীন জীবন কতটা কঠিন আর দুঃশ্চিন্তাময় হয়।
আসলে টাকা থাকলেই দুনিয়াটা সহজ লাগে.!
আর টাকা না থাকলে এই পৃথিবীটা সত্যিই অনেক কঠিন। আজ সেই কঠিন সময়টা ফেস করতে হচ্ছে। খুব ভালো ভাবেই বুঝতে পারতেছি, জীবনে টাকা কতটা ইমপরটেন্ট একটা জিনিস।
কোথাও কোনো কিছুতে কোনো শান্তি নেই।
কোনো কিছুতেই মন বসছেনা। এই অসুখের একটাই সমাধান-- টাকা... যেটা এখন আমার টেনশন দূর করে- একটু শান্তি দিতে পারে।
লেখা - নূর রাকিব হাসান 📖♥️