Lyrics Of Rakib

Lyrics Of Rakib লিখতে পছন্দ করি। লিখতে ভালোবাসি।
সবসময় চেষ্টা করবো আপনার-আমার মনের কথাগুলো তুলে ধরার।
আশা করি; পেজটি'র সাথে থাকবেন।

আজ-কাল খুব ভালো ভাবেই ফিল করতে পারছি, কাছে টাকা না থাকলে জীবনে কতটা অশান্তির হতে পারে। একটা সময় এগুলো বুঝতাম না-- কিন্ত...
21/04/2025

আজ-কাল খুব ভালো ভাবেই ফিল করতে পারছি, কাছে টাকা না থাকলে জীবনে কতটা অশান্তির হতে পারে। একটা সময় এগুলো বুঝতাম না-- কিন্তু এখন এসে বুঝতে পারতেছি, টাকা'বিহীন জীবন কতটা কঠিন আর দুঃশ্চিন্তাময় হয়।

আসলে টাকা থাকলেই দুনিয়াটা সহজ লাগে.!
আর টাকা না থাকলে এই পৃথিবীটা সত্যিই অনেক কঠিন।‌ আজ সেই কঠিন সময়টা ফেস করতে হচ্ছে। খুব ভালো ভাবেই বুঝতে পারতেছি, জীবনে টাকা কতটা ইমপরটেন্ট একটা জিনিস।

কোথাও কোনো কিছুতে কোনো শান্তি নেই।
কোনো কিছুতেই মন বসছেনা। এই অসুখের একটাই সমাধান-- টাকা... যেটা এখন আমার টেনশন দূর করে- একটু শান্তি দিতে পারে।

লেখা - নূর রাকিব হাসান 📖♥️

20/04/2025

নারী-- আমি আপনাকেই বলছি; বিশ্বাস করেন, আপনি জোর করে কখনই একজন পুরুষকে বদলাতে পারবেন না। বিভিন্ন ভাবে দিনের পর দিন চেষ্টা চালিয়ে যাওয়ার পরেও- আপনি ব্যর্থ হবেন।

হাজার'টা যুক্তি দেখাবেন, তবুও পুরুষ বদলাবে না।
লক্ষ্য-কোটির টাকার লোভেও পুরুষ বদলায় না।

মোট কথা কোনো উক্তি-যুক্তি-চুক্তিতে পুরুষ কখনও বদলায় না। কখনও জোর করে বা ত্যাড়ামির মাধ্যমে পুরুষকে বদলানো যায়না।

তবে হ্যাঁ... একটা উপায় তো অবশ্যই আছে!!

পুরুষ বদলায় ভালোবাসায়। আর এমন করে বদলে যায়, যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যেটা আপনি জোর করে পারবেন না। অথচ শুধুমাত্র ভালোবাসা দিয়ে সেটা পারবেন।

হ্যাঁ নারী- পুরুষ বদলায়, তবে ভালোবাসায়।
হ্যাঁ নারী- আপনিই পারেন, শুধুমাত্র আপনার বিশুদ্ধ ভালোবাসা দিয়ে-- একজন এলোমেলো, ওলোট-পালোট পুরুষকে ঠিক করতে।

লিখেছেন - নূর রাকিব হাসান 📖♥️
ভিডিও - সংগৃহীত।

তাকে আমি মনোযোগ দিয়েই ভালোবেসেছিলাম। কিন্তু অতঃপর তাকে আর পাওয়া হয়নি।আজ-কাল তার স্মৃতিগুলো বড্ড পোড়ায়। আজ-কাল বুকের...
20/04/2025

তাকে আমি মনোযোগ দিয়েই ভালোবেসেছিলাম। কিন্তু অতঃপর তাকে আর পাওয়া হয়নি।
আজ-কাল তার স্মৃতিগুলো বড্ড পোড়ায়। আজ-কাল বুকের ভিতর অন্যরকম এক অনুভূতির সৃষ্টি হয়।

কত-শত স্বপ্ন ছিল, কত কথা দিয়েছি-- অথচ শেষ-মেষ দুঃখ উপহার দিলো।
আমাকে নিশ্চুপ, নিরব, একাকীত্ব করে চলে গেল। একবারও আর ফিরে তাকালোনা। অথচ আমি আজও বোকার মতো তার অপেক্ষায় থাকি।

সে কত সহজ-সাবলীলভাবে জীবনকে এগিয়ে নিলো। আর আমি হাজারও কোলাহলের মাঝেও তাকে কত আগ্রহ নিয়ে মনে করি। আজও তাকে বেহায়ার মতো এক তরফা ভালোবেসে যায়।
তবে এই ভালোবাসা তার অজানায় থাক-- তাকে পাইনি তাতে কি, সে সবসময় ভালো থাকুক-- আমি না হয় দূর থেকেই তাকে ভালোবাসবো।

লেখা - নূর রাকিব হাসান 📖♥️

সবাই জানতে চাই, আমি কেমন আছি.! কিন্তু কেউ আজও জানতে চাইলোনা, আমি কেনো এমন আছি! সবাই শুধু ভালো থাকাটাই জানতে চাইলো। কিন্ত...
19/04/2025

সবাই জানতে চাই, আমি কেমন আছি.! কিন্তু কেউ আজও জানতে চাইলোনা, আমি কেনো এমন আছি! সবাই শুধু ভালো থাকাটাই জানতে চাইলো। কিন্তু খারাপ থাকার কারণ কেউ শুনলোনা।

মানুষ আসলে ভালো দিনেই কাছে আসতে চাই।
তাই তাদের প্রশ্ন একটাই, আমি কতটা ভালো আছি! যদি তাদের প্রশ্নে মনে হয়- আমি সত্যিই ভালো আছি, তবেই তারা কাছে আসবে। আর যদি দেখে আমি ভালো নেই, তবে তারাও পাশে নেই।

সবাই আসলে বাহ্যিক দিকটাই দেখে। ভিতরে থাকা কষ্টগুলো কেউ বুঝতে চাইনা। নিজের সাথে যে প্রতিনিয়ত কতটা লড়াই করে বেঁচে থাকতে হয়, এসব কিছু দেখার সময় কারো নেই।

সবাই বলবে- ভালো থেকো, কিন্তু কেউ ভালো থাকার কারণ হবেনা। কেউ খারাপ সময়ে পাশে এসে বলবেনা, ভেঙে পড়োনা- আমি তোমার সাথে আছি। দুঃসময়ের পথ যতই কঠিন হোক না কেনো, একাকেই সেই পথ পাড়ি দিয়ে পৃথিবীতে টিকে থাকতে হয়।

সবাই আসলে সুঃসময়ে বন্ধু হয়ে হাত বাড়ায়-
তবে দুঃখের দিনে আর পাশে থাকেনা।

লেখক - নূর রাকিব হাসান 📖♥️

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lyrics Of Rakib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share