Mujib-71

Mujib-71 “ আমি মানুষকে মানুষ হিসাবেই দেখি।রাজনীতিতে আমার কাছে মুসলমান,হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান বলে কিছু নাই। সকলেই মানুষ।”

-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

23/05/2025

Iron Lady😎

Honourable Prime Minister♥️
Our Myth HPM Sheikh Hasina Wazed ♥️

23/05/2025

গত নয় মাসে একজন নোবেল বিজয়ীর হাতে নাকি নিরাপদ ছিলো দেশ😅

আপনারা নিজেরাই বিবেচনা করুন।
বাংলাদেশ শেখের বেটির কাছেই একমাত্র নিরাপদ♥️
জয়তু শেখ হাসিনা🤍

শিক্ষকদের গণহারে অপদস্ত করা হলো,তিনি পদত্যাগের কথা ভাবলেন না৷ মব ভায়োলেন্স করে বিচারবিভাগ দখল করা হলো,তিনি পদত্যাগের কথা...
23/05/2025

শিক্ষকদের গণহারে অপদস্ত করা হলো,
তিনি পদত্যাগের কথা ভাবলেন না৷

মব ভায়োলেন্স করে বিচারবিভাগ দখল করা হলো,
তিনি পদত্যাগের কথা চিন্তাও করলেন না।

শিল্প কারখানা বন্ধ লাখলাখ শ্রমিক বেকার হয়ে গেল,
পদত্যাগের প্রশ্নই আসেনা।

মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলো ধ্বংস করা হলো,
পদত্যাগের কোনো চিহ্ন দেখলাম না।

সারাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হলো,
পদত্যাগ নিয়ে নড়াচড়া হলো না।

জাতীয় সংগীত অবমাননা করা হলো,
কেন পদত্যাগ করবেন উনি?

সচিবালয়ের কচিকাঁচার মেলায় আগুন ধরলো,
পদত্যাগ নিয়ে কোনো আলাপ হলো না।

উপদেষ্টা সমন্বয়ক দুর্নীতিতে জড়িয়ে পড়লো,
পদত্যাগের কোনো লক্ষণ দেখা গেলো না।

পাঁচ মাসেও বই পেলো না শিক্ষার্থীরা,
পদত্যাগ? না।

কিন্তু যে মুহূর্তে সেনাবাহিনী জানালো "নো ব্লাডি করিডোর",
তখনই তিনি জানালেন পদত্যাগ করার খায়েশ হয়েছে উনার।

উনি আসলে কিসের সংস্কার করতে এসেছেন? কার জন্য এসেছেন? কারা তাঁর পাশে দাঁড়িয়ে আছে? তিনি কাদের দিয়ে দেশ চালাতে চান? কাদের হাতে তুলে দেবেন দেশকে? গত ৯ মাসে দেশের জন্য তার অবদান টা কি? ভবিষ্যতে কি?

এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার এখনো না জানা থাকে, বেস্ট উইশেস৷ আরো অনন্তকাল ধরে রাখেন উনাকে মসনদে, নির্বাচন গণতন্ত্র এগুলো সবই অর্থহীন।

23/05/2025

কাঁদো তোমার পিতা জিন্নাহর নামে যিনি তোমাকে রাজাকার বানিয়েছেন।

কিতাবুল রাজাকার
-অধ্যায় ৩৬

23/05/2025

স্যার নাকি নিয়োগকর্তাদের "তোমরা সংযত হও, নইলে আমি পদত্যাগ করবো" বলে হুমকি দিয়েছেন। ভাগ্যিস ঠোঁটকাটা কেউ ছিলো না, যে মুখের উপর বলতে পারতো-

"স্যার, সবার আগে আপনি সংযত হোন। মাত্র ৯ মাসের ব্যবধানে --

১. শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলাসহ নিজের নামে থাকা সকল মামলা অনৈতিকভাবে দ্রুত খারিজ করিয়েছেন।

২. ক্ষমতা অপব্যবহার করে জনগণের প্রাপ্য গ্রামীণ ব্যাংকের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করিয়েছেন।

৩. গ্রামীণ ব্যাংকের সকল মুনাফার উপর আগামী ৫ বছরের জন্য অনৈতিক কর মওকুফ সুবিধা নিয়েছেন।

৪. গ্রামীণ ব্যাংকে থাকা সরকারের মালিকানা শেয়ারের পরিমাণ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশে এনেছেন।

৫. গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন নিয়েছেন।

৬. গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসেসের জনশক্তি রপ্তানির লাইসেন্স নিয়েছেন।

৭. গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমোদন নিয়েছেন।

৮. সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা ফান্ডের ৭০০ কোটি টাকা Single Source Selection (SSS) এর মাধ্যমে গ্রামীণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছেন।

৯. নিজের এনজিও সহকর্মী, আত্মীয়স্বজন আর এলাকার মানুষ দিয়ে রাষ্ট্রযন্ত্র ভরে ফেলেছেন।

-- এগুলো তো কেবল প্রকাশ্যে, আর গোপনে যে কত কি করেছেন, কত অনৈতিক সুবিধা নিয়েছেন ও দিয়েছেন, সেগুলোও আস্তে-ধীরে বের হবে। আমরা প্রচন্ড বিব্রত স্যার, আরো সংযত হোন!"

Golam Rabbani ভাইয়ের দেয়াল থেকে নেওয়া।

22/05/2025

আমরা তো আছি ভয় কি বন্ধু!
জেগে উঠো পদাতিক...

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujib-71 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share