
26/04/2025
সবজি ওজন করার সময়
মাপার কাঁটায় যদি মাছি বসে,
ওজনে তেমন কিছু আসে যায় না।
কিন্তু সেই মাছি যদি স্বর্ণ মাপার কাঁটায় বসে,
তবে কয়েক হাজার টাকার হেরফের ঘটাতে পারে!
এখানে ওজন নয়,
বরং অবস্থানের গুরুত্বই বড় কথা।
তাই চেষ্টা করুন —
ভালো মানুষদের সঙ্গ নিতে,
উত্তম পরিবেশে নিজেকে রাখুন,
নিজের সম্মান আর মর্যাদা বজায় রাখুন।