29/08/2025
নিজের দিকে একটু শান্ত হয়ে তাকালে মনে হয় এত ভাঙন, এত ক্ষয়, এতটা অসহায় যেন কোনো নদীর কূলেও নেই। চোখের নিচে ঘুমের অভাব, ঠোঁটে জমে থাকা না বলা কত প্রশ্ন, আর মনে এক বিশ্রী শূন্যতা।
যেখানে সবাই নিজের মতো করে বুঝে চলে আমাকে, কিন্তু কেউই জানতে চায় না ভিতরের যুদ্ধ গুলো কেমন। আমি হাসি মুখে দিন কাটাই, অথচ প্রতিদিন নিজের ভেতরে একটা যুদ্ধ জিততে হয় , যাতে কেউ না টের পায় আমি হেরে যাচ্ছি ।
আমার ভাঙা ভেতরটা কেউ দেখে না দেখে শুধু সোশ্যাল মিডিয়ার স্টোরি আর মুখে হাসি। আমি কি সত্যিই ভালো আছি, নাকি অভ্যাস হয়ে গেছে কষ্ট চেপে রাখার জানি না শুধু জানি, একটা সময় আসে, যখন মানুষ আর নিজের কোনো দুঃখ কারো সাথে ভাগ করে নিতে চায় না। 💔
কারণ ক্লান্তি তখন কথা বলে না, শুধু কাঁদে। আমিও কাঁদি - শুধু নিরবে, ভিতরে।