Muk ta

Muk ta Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muk ta, Digital creator, Khulna.
(1)

05/07/2025

আমি গত সপ্তাহে আমার একটি পোস্টে 10টির বেশি প্রতিক্রিয়া পেয়েছি! এই সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ! 🎉

আসসালামু আলাইকুম ❤️💚
05/07/2025

আসসালামু আলাইকুম ❤️💚

🩵আসসালামু আলাইকুম 💜        💝শুভ সন্ধ্যা 💝
16/03/2025

🩵আসসালামু আলাইকুম 💜
💝শুভ সন্ধ্যা 💝

রোজা শেষ,,,, পড়া শুরু 🤣😂
14/03/2025

রোজা শেষ,,,,
পড়া শুরু 🤣😂

13/03/2025

তোমাকে যখন আমি পেয়েছিলাম, তখন সালটা ছিলো 2022 এর শেষ শেষ। আমার মনে হয়েছিলো আমি যেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম, হয়...
09/03/2025

তোমাকে যখন আমি পেয়েছিলাম, তখন সালটা ছিলো 2022 এর শেষ শেষ। আমার মনে হয়েছিলো আমি যেই শখের পুরুষের জন্য অপেক্ষায় ছিলাম, হয়তো তাকেই পেয়ে গেলাম !
ওহে শখের পুরুষ, তোমাকে পাওয়ার পর তোমাকে আমি যতটা যত্ন করে ভালোবেসেছি, ততটা যত্ন আমি আমার আম্মুকেও করি নি, নিজের কথা তো একদম বাদই দিলাম।
সব নারী টাকা- পয়সা, বাড়ি-গাড়ি চায় না, নারী চায় তার শখের পুরুষ তাকে যত্ন সহকারে ভালোবাসুক, তাকে বুঝুক, তাকে সম্মান করুক।
সবকিছু ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য, সবকিছু উজাড় করে দিয়ে তোমাকে ভালোবাসলাম।
তুমি চাইলেই পারো ছোট নীরে আমাদের একটা সংসার করতে। তোমার ওপর সবকিছু আমি ছেড়ে দিয়েছি। আফসোস! তোমার ও সময় হইলো না, আর
আমার ও অপেক্ষা ফুরাইলো নাহ!

তোমার জন্য আমি পুরো পৃথিবীর কাছে লড়াই করতে রাজি ছিলাম, আর তুমি?
জানো!
তুমি আমার সেই শখের পুরুষ যাকে আমি অসম্ভব ভালোবেসেছি। যাকে পাওয়ার জন্য আমি অসম্ভব কেঁদেছি। দিন রাত সমান হয়ে গেছে না ঘুমাতে ঘুমাতে।
তুমিই আমার সেই সখের পুরুষ যাকে আমি এত করে চাইলাম!
আমি ভাবতেও পারিনি ২০২৫ সালটার মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে! তোমার মধ্যে সব গুনই ছিলো শুধু আমাকে বোঝার মতো গুন ছিলো না! এত করে চেয়েও তোমাকে আমি পাইলাম না।
এখন আর আগের মতো তোমাকে বিরক্ত করি নাহ্। তাই বলে যে ভালোবাসি না! এমনটা না, তোমাকে আমি ভালোবেসে যাবো প্রথম দিনের মতো সারাজীবন।

তোমার মনে আছে আমাদের দেখা করার প্রতিটা দিনের কথা? তোমাকে মনে করার ভয়ে আমি অলস মেয়েটাও এখন সব কাজে ব্যস্ত থাকতে চেষ্টা করি, কিন্তু আমি ব্যর্থ হয়ে যাই। প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মনে করি।
তুমি জানো, রাতে যখন আমি কান্না করতে করতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি, হঠাৎ ঘুম ভাঙলে তোমার কথা মনে পড়ে, তখন মোবাইলটা চেক করে দেখি কোনো মেসেজ বা কল নেই। তখন আরও হাহাকার লাগে। মনে হয় কই গেলো এত খোঁজ খবর নেওয়া মানুষটা, এসব মনে হইলে বুকের ভিতরটা কেমন করে উঠে। বিশ্বাস করো তখন আর আমি ঘুমাতে পারি না, চোখের পাশ দিয়া গড়াইয়া পানি পড়তেই থাকে!
কত রাত ঠিক মতো ঘুমাই না, কত দিন ভালো করে খাই না। তুমি কি জানো, চোখের পানির সাথে ভাত খাওয়ার তৃপ্তি কতটুকু?
সবাই বলে তোমাকে ভুলে যেতে, আসলেই কি সম্ভব? বোকা পুরুষ! তুমি আমার সাথে যোগাযোগ কম করে দুরত্ব বাড়তে ঠিকই পেড়েছো, কিন্তু মন থেকে তো মুছতে পারলে না!
মাঝে মাঝে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হয়, এটা ভাবলে যে তুমি আমার হবা না!
তোমাকে না পাওয়ার ব্যথা বুকের মধ্যে সারাজীবন রাখতে হবে।
এই শূন্যতা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরন হবে না..!😅❤️‍🩹

07/03/2025

পু*রুষ টাকা*য় আ*টকা*য় না, রু*পে আট*কায় না, ভালোবা*সায় আট*কায় না, মাম*লায় আট*কায়, এবার বুঝ*লাম😅

05/03/2025

ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে যদি ২৪ ঘন্টার জন্য পৃথিবীতে কোন পুরুষ না থাকে তাহলে আপনি কি করবেন! তিনি উত্তর দিয়েছিল, রাতভর একাকি রাস্তায় হাঁটবেন।

আহারে মেয়েদের কত ক্ষুদ্র ইচ্ছে তবে কিছু মানুষ নামক কাপুরুষের জন্য এসব ইচ্ছে, ইচ্ছেই রয়ে যায় 🙂

নিজের দোষ লুকিয়ে, অন্যের বদনাম করা কিছু মানুষের,জন্মগত অভ্যাস!
04/03/2025

নিজের দোষ লুকিয়ে,
অন্যের বদনাম করা কিছু মানুষের,
জন্মগত অভ্যাস!

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muk ta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share