It's Urmi

It's Urmi সব সম্পর্কের শেষেই কান্না থাকে না, কিছু কিছু ডিভোর্স শ্বাস নেয়ার সুযোগ দেয়।

 #পরিচয়অনেকেই আমার ইনবক্সে বা কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেন। সবার উত্তর দিতে পারি না বা দিতে ভালোও লাগে না সবসময়। তাই একবা...
13/05/2025

#পরিচয়

অনেকেই আমার ইনবক্সে বা কমেন্টে বিভিন্ন প্রশ্ন করেন। সবার উত্তর দিতে পারি না বা দিতে ভালোও লাগে না সবসময়। তাই একবারেই নিজের সম্পর্কে কিছু তথ্য এখানে স্পষ্ট করে বলছি—

আমি অর্পিতা উর্মি।
বয়স: ২৭, ডিভোর্সি হিন্দু নারী।
৬ বছরের সংসার জীবনে মা হতে পারিনি—এটাই ছিল ডিভোর্সের মূল কারণ। ডাক্তাররা জানিয়েছেন, আমি মা হতে পারব না। প্রাক্তন স্বামীর কোনো ভাই ছিল না, ভবিষ্যৎ বংশ চিন্তা করেই সে আমাকে ছেড়ে দেয়।

বর্তমানে থাকি: গাজীপুর, লক্ষ্মীপুরা
বাপের বাড়ি: খুলনা, দাকোপ
বাবা-মা নেই, ভাই আছেন, কিন্তু সম্পর্ক নেই বহু বছর।

বর্তমানে যেখানে আছি:
আমি এখন আমার অতীতের এক বান্ধবীর সঙ্গে একই ফ্ল্যাটে থাকি।
এক রুমে সে, তার স্বামী ও তাদের ছোট্ট মেয়ে থাকে, আর অন্য রুমে আমি থাকি। তারা অত্যন্ত ভালো মানুষ—জীবনের সবচেয়ে বিপদে, যখন সব দরজা বন্ধ হয়ে যাচ্ছিল, তখন ওরাই আমাকে আশ্রয় দিয়েছে, সাহস দিয়েছে, পাশে থেকেছে।
এই দুনিয়ায় আজও এমন মানুষ আছে, এটা আমি ওদের কাছ থেকে শিখেছি।

শিক্ষা:
ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা শেষ করেছি, এরপর অনার্সে ভর্তি হলেও তা শেষ করা হয়নি।

চাকরি:
৪ বছরের বেশি সময় গার্মেন্টস বায়ারের কিউসি (QC) হিসেবে কাজ করেছি। দুই মাস হলো চাকরি ছেড়েছি, এখন সম্পূর্ণ ফ্রি।

বিয়ের বিষয়ে স্পষ্ট করে বলছি:
এই মুহূর্তে নতুন করে বিয়ের কোনো তাড়াহুড়া নেই। তবে ভবিষ্যতে যদি একজন ভালো মানুষ, বুঝদার সঙ্গী মিলে যায়—তাহলে অবশ্যই নতুন করে জীবন শুরু করতেও আমার কোনো দ্বিধা থাকবে না। কারণ, জীবন একা চলার জন্য না।

জীবনে হারার অনেক কিছু আছে, কিন্তু নিজের সাহস হারাইনি।
আমার পথ আমি নিজেই তৈরি করি।

অনুরোধ: অপ্রয়োজনীয় প্রশ্ন করে সময় নষ্ট করবেন না।

ধন্যবাদ।

13/05/2025

My Previous Account is disabled🥲
It's my new page🌺
follow my dear friend🥀

Address

Dacope
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Urmi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share