
16/06/2025
🌅 আকাশে আগুন লেগেছে, কিন্তু পৃথিবী এখনো সবুজ... 🌿
জীবনের প্রতিটা সন্ধ্যাই আমাদের শেখায়—অন্ধকার আসবেই, কিন্তু তার আগে আলো রঙ ছড়ায়।
যেখানে আকাশ নিজেই নতুন ছবি আঁকে, সেখানে হাল ছেড়ে দেওয়া মানায় না।
🌾 যত কাঁদা জমিতেই থাকুক পা, স্বপ্নগুলো যেন ডুবে না যায়।
কারণ সূর্য ডোবে ঠিকই, কিন্তু পরদিন আবার উঠে আসে!
✨ চেষ্টা থেমে গেলে, গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে।
তাই সামনে হাঁটো… হয়তো ঠিক এই রকম একটা আলো তোমার দিকেই আসছে।
🌅💚