
03/07/2025
অবতরনিকা ২১-২২
Hope Polytechnic Institute খুলনা
এত দ্বারা সকল ভাই ও বোনদের অবগতির জন্য জানানো হচ্ছে যে, আগামী ৫ জুলাই, ২০২৫ রোজ শনিবার আমাদের বিদায় অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে। সকলকে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হলো 🎉।
📅 অনুষ্ঠানের সময়সূচি:
1. সকাল ৮:৪৫ — সকলকে ক্যাম্পাসে উপস্থিত হওয়ার অনুরোধ
2. সকাল ৯:০০ - ১০:৩০ — টি-শার্ট বিতরণ ও প্রথম সেশনে আনন্দ আয়োজন
3. ১০:৩০ - ১১:৩০ — বিরতি ও প্রস্তুতির সময় (ফ্রেশ হয়ে ফুল ইউনিফর্ম পরে আসবে)
4. ১১:৩০ - ২:৩০ — কলেজের ফর্মাল অনুষ্ঠান
5. ২:৩০ — দুপুরের খাবার
6. ৩:৩০ — কালচারাল প্রোগ্রাম (এই সময় সবাই নিজের পছন্দমতো পোশাক পরে আসতে পারবে)
ধন্যবাদ সবাইকে,💖।