
21/07/2025
ফুল কেন সবার প্রিয় হয়??
কারন ফুল কখনো ভুল করেও স্বার্থপর হয় না। তার সৌন্দর্যের সবটুকু-ই আপনার জন্য।। ফুল কখনো নিজের প্রশংসা কুড়ানোর জন্য ফুটে না। সে ফোটে সৃষ্টির নিয়মে। আপনার ক্লান্ত -শ্রান্ত চর্মচক্ষু, দেহ ও মনকে অশান্ত থেকে শান্ত -প্রশান্ত করতে।।
ভুল করি আমরা। অন্যায় করি আমরা। নিজেদের সাময়িক অসুস্থ সুখের জন্য ফুল-কে তার অবস্থান থেকে বিচ্ছিন্ন করি।। পরক্ষণেই তার মলিনতার কারন হই, তার অপমিত্যুর কারন হয়।
চলুন, আল্লাহর এই সৃষ্টিকে ভালোবাসি, ভালোবাসি তার উপস্থাপনা কে এবং তার অবস্থান কে।
#ছোটপরিবর্তন