EduTripper Tuhin

EduTripper Tuhin Explore Knowledge. Experience Journeys. Discover the beauty of learning and traveling together with Edutripper Tuhin. Learn something new, see something amazing.

ফুল কেন সবার প্রিয় হয়??কারন ফুল কখনো ভুল করেও স্বার্থপর হয় না। তার সৌন্দর্যের সবটুকু-ই আপনার জন্য।। ফুল কখনো নিজের প্রশং...
21/07/2025

ফুল কেন সবার প্রিয় হয়??

কারন ফুল কখনো ভুল করেও স্বার্থপর হয় না। তার সৌন্দর্যের সবটুকু-ই আপনার জন্য।। ফুল কখনো নিজের প্রশংসা কুড়ানোর জন্য ফুটে না। সে ফোটে সৃষ্টির নিয়মে। আপনার ক্লান্ত -শ্রান্ত চর্মচক্ষু, দেহ ও মনকে অশান্ত থেকে শান্ত -প্রশান্ত করতে।।

ভুল করি আমরা। অন্যায় করি আমরা। নিজেদের সাময়িক অসুস্থ সুখের জন্য ফুল-কে তার অবস্থান থেকে বিচ্ছিন্ন করি।। পরক্ষণেই তার মলিনতার কারন হই, তার অপমিত্যুর কারন হয়।

চলুন, আল্লাহর এই সৃষ্টিকে ভালোবাসি, ভালোবাসি তার উপস্থাপনা কে এবং তার অবস্থান কে।

#ছোটপরিবর্তন

নদির স্রোত আর জীবনের গতি দুটোই প্রবাহমান। স্রোত যেমন তার সম্মুখ গতিবেগ পরিবর্তন করে কিছুটা ডানে-বামে করতে পারলেও তা আর প...
30/06/2025

নদির স্রোত আর জীবনের গতি দুটোই প্রবাহমান। স্রোত যেমন তার সম্মুখ গতিবেগ পরিবর্তন করে কিছুটা ডানে-বামে করতে পারলেও তা আর পেছনে ফিরে আসা সম্ভব নয়। তেমনিভাবে আমাদের জীবনও।

আমরা সামনে চলি, ধাক্কা খেয়ে পড়ে যায়, আমরা অনুসুচনায় ভুগি, আমরা ভুল করি। কিন্তু,১০০০ বালতি অনুসুচনা নিয়ে পুর্বে ফিরে গিয়ে ভুলটা সুধরানো বা নিজেকে সংশোধন করে ভুল করা কাজটা পুনরায় ভালোতে রুপান্তর করার সুযোগ নেই।

আমরা মায়ায় পড়ি, আমরা মায়া থেকে বঞ্চিত হই। আমরা ভালোবাসি, আমরা ভালোবাসা থেকে বঞ্চিত হয়। আমরা সপ্ন দেখি, আমরা সপ্ন থেকে বঞ্চিত হয়।

স্রোত আর জীবন!
পার্থক্যটা এখানেই। আমরা থমকে যেতে পারি, আমরা প্রয়োজনে স্থীর হতে পারি। আমরা স্থীর হয়ে থমকে গিয়ে পুর্বের করা ভুলটাকে নিজের শক্তিতে পরিণত করতে পারি।

আমাদের করা ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা মূলে আসতে পারি।

তুহিন✍️

(চিন্তা পরাগ) চিন্তা হয়! মায়া হয়!ভয় লাগে!এতগুলো ঋণাত্বক অনুভুতিগুলোর চাপা বল।মাঝেমাঝে সংকোচন অথবা অনুভুতির প্রসারণ। বিকৃ...
27/06/2025

(চিন্তা পরাগ)
চিন্তা হয়! মায়া হয়!ভয় লাগে!
এতগুলো ঋণাত্বক অনুভুতিগুলোর চাপা বল।মাঝেমাঝে সংকোচন অথবা অনুভুতির প্রসারণ। বিকৃতি ঘটতে পারে অথবা সরন।

চিন্তাগুলো অহেতুক, অযৌক্তিক এমনটা কি? প্রশ্ন তার প্রশ্নবিদ্ধ!

অভিজ্ঞতা কথা বলে, অভিজ্ঞতা শক্তিতে রুপ নেয়, অভিজ্ঞতা নি:স্ব করে দেয়।

যে মানুষটা দীর্ঘ নদিপথ সাতড়াতে গিয়ে মাঝপথে মিত্যুপ্রায় তবুও কিনারার নাগাল পায়। পরবর্তীতে তার অভিজ্ঞতা শক্তি তাকে দ্বিতীয়বার দীর্ঘ নদিপথ পাড়ি দিতে ভাবায়, তার সাহস সঞ্চার হয়, সাহস উন্মচিত হয়।

অপরদিকে যে মানুষটা দীর্ঘ নদিপথ সাতড়াতে গিয়ে নদির মাঝে তার অস্তিত্ব ঝাপসা হয়।।তার আর দ্বিতীয়বারের সাহস কই!!?

তার দেহ থেকে জন্ম নেয় অনেক দেহ। একসময় সব দেহ অস্তিত্ব বিলীন হয়ে পড়ে থাকে জড় অস্তিত্ব। স্মৃতির পাতায় স্মৃতি জমা থাকলেও কালের বিবর্তনে তা হারিয়ে যায়, সে পুরোপুরি মুছে যায়।

একটাই জীবন তার বিষে ভরা ভুল তার বিষে ভরা ফুল।

তুহিন✍️

25/06/2025

জীবন যেখানে যেমন!

একটি কণ্ঠস্বরের গল্পকখনো কন্ঠস্বর যে মানুষের মনে দাগ কাটতে পারে সেটা আমার জানা ছিলো না। কন্ঠস্বর যে এতটা কোমল হতে পারে, ...
31/05/2025

একটি কণ্ঠস্বরের গল্প

কখনো কন্ঠস্বর যে মানুষের মনে দাগ কাটতে পারে সেটা আমার জানা ছিলো না। কন্ঠস্বর যে এতটা কোমল হতে পারে, হতে পারে এতটা মাধুর্যময় ও শ্রুতিমধুর তা আমার জানা ছিলো না।

জেনেছিলাম সেদিন, যেদিন তার কন্ঠস্বর প্রথম আমার শ্রবণ ইন্দ্রিয় ভেদ করে পৌছেছিলো আমার অন্দরমহলে। প্রথমবার তার কণ্ঠস্বরধবনি শোনা মাত্রই আমি থমকে গিয়েছিলাম।তার কণ্ঠস্বর আমার নীরাবতার ভেতরে নেমে এসেছিলো নি:শব্দে। ঠিক জানিনা!! নাকি তার কণ্ঠস্বর নীরব আমাকে করেছিলো আরো নীরব? প্রথমবার এবং প্রতিবার-ই মনে হয় তার উচ্চারিত শব্দগুলি মুখনিশ্রিত হলেও এর উৎপত্তি তার হৃদয়ের গভীর থেকে। প্রতিটা শব্দ ছিলো এক একটা নরম ঢেও, যা আলপনার ন্যায় একে দিচ্ছিলো আমার ভেতরের প্রতিটা অঙ্গে প্রত্যঙ্গে।

কখনো তৃষ্ণান্ত হয়েছেন? পানি পিপাসায় কাতরিয়েছেন? আমি তার কন্ঠস্বরের তৃষ্ণায় পড়েছি। এবং, তার অন্তর থেকে নিসৃত কন্ঠস্বরের মুগ্ধতায় প্রতিবার-ই মুগ্ধ হয়েছি।

এ যেন এক অচেনা কণ্ঠ কিন্তু হটাৎ করে আপন হয়ে যাওয়া। মুগ্ধতার এক ত্রাস লাগিয়ে দেওয়া।

যদি কখনো এই কণ্ঠস্বর অনুপস্থিত হয়ে যায় তবে কি হবে???

কি হবে তখন??!

House corner.
27/05/2025

House corner.

17/05/2025

মন কি বেশি খারাপ? চলুন ঘুরে আসি।

শহরের সেই পুরোনো বারান্দা এবং আমিগোলাপবাগের সেই পুলিশ কোয়ার্টার পার হচ্ছি আজ—অজান্তেই মনটা আটকে গেল এক দশক আগের কোনো বিক...
22/04/2025

শহরের সেই পুরোনো বারান্দা এবং আমি

গোলাপবাগের সেই পুলিশ কোয়ার্টার পার হচ্ছি আজ—
অজান্তেই মনটা আটকে গেল এক দশক আগের কোনো বিকেলে।
জায়গাটা এখনো প্রায় একই রকম।
শুধু বদলে গেছে আমার ভেতরের মানুষটা,
আর পাল্টে গেছে পৃথিবীর বয়সের হিসাব।

যেখানটায় আগে ছিলো একটা ছোট্ট চায়ের দোকান,
সেই স্থান এখনও সেই একই—
কেন যেন জায়গাগুলো সময়ের সঙ্গে বদলায় না,
বদলে যাই আমরা, বদলে যায় চোখে দেখার দৃষ্টিভঙ্গি।

দৃষ্টিটা বারবার চলে গেল ১২ তলায় অবস্থানরত সেই পুরনো বারান্দায়।
সেই বারান্দা, যেখান থেকে একসময়
ঢাকার কোলাহল আর রংবেরঙের আলো আমাকে হাতছানি দিত।
আমি দাঁড়িয়ে থাকতাম, তাকিয়ে থাকতাম—
ভাবতাম, আমি তো কেবল ভ্রমণে এসেছি,
দুদিন পরেই ফিরে যাব নিজের শহরে।
তবে, এই মানুষগুলো কেমন করে থাকে এখানে প্রতিদিন?

এ শহরে নেই বিশুদ্ধ বাতাস,
নেই স্নিগ্ধ শীতল হাওয়ার মৃদু পরশ।
তবুও—সময় বলে একটা জিনিস আছে,
যেটা মানুষকে মানিয়ে নিতে বাধ্য করে।
দেখতে দেখতে আমারও দু’বছর কেটে গেছে এই ইট-কাঠের শহরে।

এখন আমি এক পুরনো অস্থায়ী নাগরিক।
একজন অভ্যস্ত হয়ে ওঠা পথচারী,
যে শহর তাকে যতটুকু দেয়,
তার চেয়ে বেশি কিছু নিঃশব্দে নিয়ে নেয়।

মাসী কি কখনো মা হয়? জেঠা কি কখনো বাবা হয়?মা, যার কাছে আপনি কখনো সাস্থ্যবান হতে পারবেন না। কারন, তিনি সর্বদা আপনার সুস্থত...
22/04/2025

মাসী কি কখনো মা হয়? জেঠা কি কখনো বাবা হয়?

মা, যার কাছে আপনি কখনো সাস্থ্যবান হতে পারবেন না। কারন, তিনি সর্বদা আপনার সুস্থতা কামনা করেই যাবে বিরামহীনভাবে। ফোনে কথার মাঝে একটু কাশি দিলে বলতে দেরি হবেনা যে, ঠান্ডা লেগেছে? কারন তিনি সর্বদা আপনার পরিপূর্ণ সুস্থতা চায়।

অপরদিকে বাবা!! ১০০০ টাকা হাতে দিয়ে বলবে সপ্তাহটা একটু কষ্ট করে চালিও। অথচ, ৫ম দিন না যেতেই বলবে পকেটের অবস্থা কি? টাকা লাগলে বলিও।

আর বাকিসব?? বাকিসব সম্পর্ক টিকে আছেই মনে হয় এই দুইকে ঘিরে।

আমেরিকান এমবাসির পেছনের পুকুরটা চিনেছিলাম মনে হয় বছরখানেক আগে।হয়তো হাতিরঝিল অনেকের পছন্দের জায়গা হবে—অজানা পরিসংখ্যান তা...
21/04/2025

আমেরিকান এমবাসির পেছনের পুকুরটা চিনেছিলাম মনে হয় বছরখানেক আগে।
হয়তো হাতিরঝিল অনেকের পছন্দের জায়গা হবে—অজানা পরিসংখ্যান তাই-ই বলে। তবে আমিই মনে হয় একমাত্র অথবা গুটিকয়েকজনের একজন, যে কিনা এই জায়গাটাকে খুব ভালোবাসে ও পছন্দ করে। পাশ বরাবর এমবাসির রাস্তাটা কিছুটা অন্ধকার, ভৌতিক লাগে। গভীর অন্ধকার গত কয়েক বছর ধরে ভালো লাগার কারণে, আমি সেটা অনুভবের সাথে উপভোগ করি।
এখানে বিশুদ্ধ বাতাস বয়ে চলে, অনুভূতিতে কিছুটা হিমশীতল। গোধুলির পর সন্ধ্যা গড়ালেই পানির রংটা গাঢ় কালো রূপ ধারণ করে। মামারা রঙ চা নিয়ে এপাশ-ওপাশ করে, হয়তো কেউ একজন চেয়ে বসবে—“মামা, এক কাপ রঙ চা দাও।”
আবার প্রেম ফল বিক্রেতারাও—বাদাম ফলের কথা বলছি—তাদের কদরও বেশ ভালো। বিক্রি করতে খুব একটা বেগ পেতে হয় না। এই তো, গত পরশু আরেকটা সন্ধ্যা সাক্ষী করে এলাম। আবার হয়তো মন চাইবে, আবার হয়তো হঠাৎই চলে যাবো।

নোট:
শান্তির মুহূর্তগুলো শক্তি দেয়, কিন্তু যদি এটাকে ধরে রাখা যেত, তাহলে চলমান ভ্রমণটা সত্যিই সুখের হতো। এটা চর্চার বিষয়।

13/04/2025

Welcome to Edutripper Tuhin!
A warm welcome to everyone joining this journey.
If you're someone who loves to learn new things, explore places, and grow through real-life experiences—this page is made for you.

I’m Tuhin—someone passionate about learning and in love with travel.
Here, you’ll find:

Educational content explained in simple language

Travel experiences that teach real-world lessons

And a touch of inspiration from everyday life

So stay with me—to learn more, to see more.
Like, Follow & Share to be a part of this journey of knowledge and adventure.

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when EduTripper Tuhin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share