Md Foysal Hossain

Md Foysal Hossain “যতবারই হত্যা করো জন্মাবো আবার
দারুণ সূর্য হবো, লিখবো নতুন ইতিহাস।”

শুভ জন্মদিনবাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।
18/10/2025

শুভ জন্মদিন
বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল।
জন্মদিনে বিনম্র শ্রদ্ধা।

30/09/2025

কথিত ব্যারিস্টার ফুয়াদ টাকলা বলেছিলো, “কোন হুজুর নাকি আওয়ামী লীগের লোকজনের জানাজা পড়াবেনা,
কবর দেওয়ার জন্য নাকি মাটি পাওয়া যাবেনা। ”

অথচ বাস্তবতা.....

কারাগারের নির্যাতন, চিকিৎসার নামে অবহেলা—মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো যাকে,তাকে শেষ বিদায় জানাতে নেমেছে জনতার স্রোত।

জানাজার সময়টুকু জানানোর জন্য মাইকিং করতে দেওয়া হয়নি। তবুও লাখো মানুষের ভালোবাসায় সিক্ত সাবেক শিল্পমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

—সব বাধা ভেঙে শেষবারের মতো দেখতে আসছে তারা..

শুভ জন্মদিন জাতির জনকের কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
27/09/2025

শুভ জন্মদিন
জাতির জনকের কন্যা
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।

"ইধার সো রাহাহে এক গাদ্দার"!কথাটা পাকিস্তানের এক কবরস্থানের কবরের ফলকে লেখা ছিলো!জানেন কার কবরে? কেন জানেন?হয়তো অনেকেই জ...
20/08/2025

"ইধার সো রাহাহে এক গাদ্দার"!

কথাটা পাকিস্তানের এক কবরস্থানের কবরের ফলকে লেখা ছিলো!জানেন কার কবরে? কেন জানেন?হয়তো অনেকেই জানেন না, জানার কথাও নয়! বাঙালি জাতির শ্রেষ্ঠ বীর সন্তান, বাংলার সূর্য সন্তান,আমাদের গর্ব আর ভালবাসার এক উজ্জ্বল নাম - বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবরের নাম ফলকে স্পষ্ট অক্ষরে লেখা ছিল এটা।
আসলেই আমরা গাদ্দার! আমরা বেঈমান এক জাতি! এই মহান বীর মুক্তিযোদ্ধা দেশকে স্বাধীন করার জন্য পাকি জারজদের যুদ্ধবিমান ছিনিয়ে নিয়ে উড়িয়েছিলেন স্বপ্নের পাখা! স্বপ্নটা তার সত্যি হয়েছিল তবে তা দেখে যেতে পারেন নি, ফুয়েল শেষ হয়ে যাওয়ায় যুদ্ধবিমানটি ভূপতিত হয়- শ্রেষ্ঠ বীরের সমাধী রচিত হয় বিষন্নতায়!
চরম ঘৃণা ভরে পাকি জারজরা অত্যন্ত অসম্মানজনক ভাবে সেই বীরশ্রেষ্ঠকে সমাহিত করে জানাজা ছাড়াই! তিনি কিন্তু মুসলমান ছিলেন!
পাকিস্তানের এই এক জায়গায় আমি একমত, কারন তারা বেঈমান কে বেঈমান বলে।
আসলেই আমরা গাদ্দার, ঘৃন্য বেঈমান এক জাতি!
কারন আমরা দেশদ্রোহী বেঈমান রাজাকারদের কবরের নাম ফলকে লিখতে পারি নি
-"এখানে পুতে রাখা আছে বেঈমান রাজাকারের লাশ!"
লিখতে পারি নি
- "এখানে শুয়ে আছে বাংলার মীরজাফর!"
লিখতে পারি নি
- এখানে সমাহিত আছে ঘৃণ্য জারজ পাকি দালালের দেহ!"
লিখতে পারি নি
- "এখানে শুয়ে আছে পাকি বীর্যের জারজ সন্তান!"

কারণ আমরা অমানুষ!আমরাই বেজন্মা!
আজ ওদের সবার কবরের ফলকে শোভা পায়
"শহীদ!"

আমাদের ক্ষমা করবেন হে বীরশ্রেষ্ঠ!
আমরাই গাদ্দার!
আমাদের ১৬ কোটি অমানুষগুলোই গাদ্দার!
আসলে জন্মই আমাদের আজন্ম পাপ!

আজকে আপনার মৃত্যুবার্ষিকীতে জানাই অতল শ্রদ্ধা ۔۔۔ অসীমে ভালো থাকবেন۔۔

©

১৫ই আগস্টজাতীয় শোক দিবসজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...       ...
14/08/2025

১৫ই আগস্ট
জাতীয় শোক দিবস

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা...

#শোকদিবস

16/07/2025

কারফিউতে যারা নিরব ছিল আজকে তাদের ভূমিকা!

21/06/2025
19/06/2025

👉 আওয়ামী লীগ...
এটি কেবল একটি রাজনৈতিক দল নয়।
এটি হলো এক অমোঘ শক্তি...
একটি চেতনা...
একটি স্বপ্ন...
যে স্বপ্নে বাংলাদেশ জন্ম নিয়েছিলো।

👉 আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মীর মাথায় কেউ যদি পিস্তল ঠেকিয়েও বলে,
“বল, আর কখনও আওয়ামী লীগের রাজনীতি করবো না!”
তাহলে জানেন, সেই কর্মী কী উত্তর দেয়?

💥 সেই কর্মীর কণ্ঠে উচ্চারিত হয় একটাই শব্দ...
“জয় বাংলা!”

👉 ভয় দেখিয়ে, জীবননাশের হুমকি দিয়ে—এই চেতনাকে দমিয়ে রাখা যায় না।
কারণ আওয়ামী লীগ মানে মুক্তির সংগ্রাম, স্বাধীনতার শপথ, বাঙালির আত্মমর্যাদা।

🌟 জয় বাংলা! জয় বঙ্গবন্ধু!

19/06/2025

আওয়ামী লীগ: আদর্শ, আনুগত্য ও আত্মত্যাগের প্রতীক

আওয়ামী লীগ এমন এক রাজনৈতিক দল, যার কর্মীদের হৃদয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার চেতনা গভীরভাবে প্রোথিত। এই দলের প্রকৃত কর্মী বা আদর্শিক সৈনিক কখনো সুবিধাবাদ, ভয় বা হুমকির কাছে মাথা নত করে না।

যদি কারও মাথায় বন্দুক ঠেকিয়েও বলা হয় —
"বলে দাও, তুমি আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবে না!"
তখন সেই সাহসী কর্মীর উত্তর হবে —
"জয় বাংলা!"

কারণ, আওয়ামী লীগের রাজনীতি শুধু ক্ষমতার রাজনীতি নয়; এটি হলো একটি সংগ্রামের নাম, একটি স্বপ্নের নাম — যে স্বপ্নের মূলকেন্দ্র বাঙালি জাতির মুক্তি, মর্যাদা আর প্রগতির অঙ্গীকার।

১৯৪৯ সালে জন্ম নেওয়া আওয়ামী লীগ উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দল, যা ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত প্রতিটি আন্দোলনে বাঙালির আশা-আকাঙ্ক্ষার ধারক-বাহক হয়ে ওঠে। তাই আওয়ামী লীগের আদর্শিক কর্মীর কাছে দল ত্যাগের প্রশ্ন আসে না; জীবন থাকতে সে উচ্চারণ করে যায় —
“জয় বাংলা”,
যা কেবল একটি স্লোগান নয়, বরং স্বাধীনতা আর চেতনাবোধের প্রতীক।

18/06/2025

আওয়ামী লীগ এমনই একটা দল, যেই দলের আদর্শিক কোনো কর্মীর মাথায় কেউ যদি পিস্তল ঠেকিয়েও বলে, বল আর কখনো আওয়ামী লীগের রাজনীতি করবো না, উত্তরে কি বলবে জানেন?
উত্তরে বলবে জয় বাংলা.....

এটাই হচ্ছে আওয়ামী লীগ।

Address

Khulna

Telephone

+8801913892059

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Foysal Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Foysal Hossain:

Share