Md Jibon Hossain

Md Jibon Hossain পৃথিবী ঘুরে দেখো জানা ও শেখার অনেক কিছু আছে �

25/05/2025
প্রতারণার মত ভয়ংকর ধ্বংসযজ্ঞ আর কিছু নেই।আপনি স্ব-পরিচয়ে অথবা অপরিচয়ে, যেভাবেই মানুষের সাথে প্রতারণা করেন না কেন, এতে ...
20/05/2025

প্রতারণার মত ভয়ংকর ধ্বংসযজ্ঞ আর কিছু নেই।

আপনি স্ব-পরিচয়ে অথবা অপরিচয়ে, যেভাবেই মানুষের সাথে প্রতারণা করেন না কেন, এতে সে মানুষটার ভেতর থেকে ধ্বংস হয়ে যায়।

ভাববেন না প্রতারণা করে আপনি বেঁচে গেলেন, আপনার জন্য তো ভয়ংকর শাস্তি অপেক্ষা করেই আছে।

16/05/2025

#পানিরবতল 😃😀😃😃

13/05/2025

আসসালামু আলাইকুম,
আমরা বৈদ্যুতিক সাব-ষ্টেশন (ট্রান্সফরমার, এইচটি সুইচগিয়ার, এলটি সুইচগিয়ার, পি.এফ.আই প্ল্যান্ট)সহ অন গ্রীড সোলার সিস্টেম,অফ গ্রীড সোলার সিস্টেম, সকল ধরনের ডিজেল জেনারেটর, মিটারিং সিটি ও পিটি সহ সকল বৈদ্যুতিক মালামাল সরবরাহ ও স্থাপন কাজ করে থাকি।

ইঞ্জি: জীবন হোসেন
ব্যবসায়িক পার্টনার
সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং
মোবা: 01921-184486,01716-469103
ঢাকা অফিসঃ বাড়ী নাম্বার-৪১,রোড নাম্বার-০২,আদাবর,শ্যামলী,ঢাকা-১২০৭।
খুলনা অফিসঃ ২৬৩/১,শেরে-ই-বাংলা রোড,নিরালা,খুলনা।
ফ্যাক্টরিঃ ডগাইরবাজার মাঝপাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা।
E-MAIL:[email protected]

09/05/2025

এই দুনিয়ায় পারফেক্ট বলে কিছু নেই। মানুষ চাঁদেরও কলঙ্ক খোঁজে, খোঁজে সূর্যের অস্ত যাওয়ার ব্যাখ্যা। সময়ের দোষ দিয়ে নিজের ব্যর্থতা ঢাকে, অথচ নষ্ট সময় নয়, বরং তারই কর্মফল তাকে সেই জায়গায় দাঁড় করায়।

যে আমাকে খারাপ ভাবে, তার চোখে ভালো হতে গিয়ে আমি নিজের সময় নষ্ট করি না। ঘোড়া থেকে গাধা হতে চাই না। বরং চাই, যার চোখে আমি ঘোড়া, তার চোখে ঘোড়াই থেকে যাই।

যারা পেছনে থেকে সমালোচনা করে, তারা আসলে আমার অনেক পেছনে-এটাই তো প্রমাণ করে আমি তাদের থেকে এগিয়ে। আমার পারফেক্ট দিকগুলোই যখন তাদের আলোচনার বিষয় হয়, তখন বুঝি-সত্যিই আমি সুন্দর কোনো সংজ্ঞার নাম।

আমি দুনিয়াকে দেখি নিজের দৃষ্টিভঙ্গি থেকে-নিজেকে সচল রাখাই আমার লক্ষ্য। এই ভাবনাই আমাকে এগিয়ে যাওয়ার পথ দেখায়।

দিন শেষে, আমি মানুষ-কখনো মন্দ, আবার কখনো ভালো। আর মানুষ হিসেবে এটুকুই যথেষ্ট। তোমরা চষে বেড়াও, আমি শুধু দেখি-আর উপভোগ করি জীবন।

যখন কেউ থাকবেনা পাশে তখন একাই হাটতে হবে পথ যত দূরই হোক না কেন?
05/05/2025

যখন কেউ থাকবেনা পাশে
তখন একাই হাটতে হবে
পথ যত দূরই হোক না কেন?

04/05/2025

অপ্রাপ্তিতেই মুক্তি!!!
মানুষ চিরকাল চায়, পেতে চায়, ধরে রাখতে চায়।
কিন্তু সেই চাওয়ার আরাধ্য বস্তুটি অনেক সময় হয়ে ওঠে তার জীবনের বোঝা।
যখন আমরা বুঝতে পারি যে সব কিছু পাওয়ার দরকার নেই, তখনই মুক্তির পথ খোলে যায়।
না পাওয়ার মাঝেও এক ধরনের স্বাধীনতা থাকে, চাপহীন, ব্যাথাহীন, শূন্যতায় ভরা এক নির্মল প্রশান্তি।
প্রকৃত মুক্তি তখনই আসে!!
যখন আমরা চাওয়ার আগুন থেকে নিজেকে সরিয়ে নিতে পারি।
প্রত্যাশার ভার কমিয়ে দিলে জীবন হয়ে উঠে সহজ ও হালকা।
তাই বলা হয় অপ্রাপ্তিতেই মুক্তি।

কারণ প্রাপ্তির লোভে আমরা যে দাসত্বে আবদ্ধ হই অপ্রাপ্তি তা মুচনের এক নিঃশব্দ উপায়।

03/05/2025

XYZ

আসসালামু আলাইকুম,আমরা বৈদ্যুতিক সাব-ষ্টেশন (ট্রান্সফরমার, এইচটি সুইচগিয়ার, এলটি সুইচগিয়ার, পি.এফ.আই প্ল্যান্ট)সহ অন গ্রী...
21/04/2025

আসসালামু আলাইকুম,
আমরা বৈদ্যুতিক সাব-ষ্টেশন (ট্রান্সফরমার, এইচটি সুইচগিয়ার, এলটি সুইচগিয়ার, পি.এফ.আই প্ল্যান্ট)সহ অন গ্রীড সোলার সিস্টেম,অফ গ্রীড সোলার সিস্টেম, সকল ধরনের ডিজেল জেনারেটর, মিটারিং সিটি ও পিটি সহ সকল বৈদ্যুতিক মালামাল সরবরাহ ও স্থাপন কাজ করে থাকি।

ইঞ্জি: জীবন হোসেন
ব্যবসায়িক পার্টনার
সাউথ বাংলা ইঞ্জিনিয়ারিং
মোবা: 01921-184486,01716-469103
ঢাকা অফিসঃ বাড়ী নাম্বার-৪১,রোড নাম্বার-০২,আদাবর,শ্যামলী,ঢাকা-১২০৭।
খুলনা অফিসঃ ২৬৩/১,শেরে-ই-বাংলা রোড,নিরালা,খুলনা।
ফ্যাক্টরিঃ ডগাইরবাজার মাঝপাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাকা।
E-MAIL:[email protected]

19/04/2025

জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।

মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায় চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত সবই এক সময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।

এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ। তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।

অন্য একটি সত্য হলো, জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।

Address

নিরালা,খুলনা
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Jibon Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share