Tona Tuni Vibes

Tona Tuni Vibes Welcome to Tona Tuni Vibes, where everyday life meets inspiration and joy!"

26/06/2025

Kushtia to Cox's Bazar

19/06/2025

রাতের চাঁদের আলো যেন তোমার সব ক্লান্তি ভাসিয়ে নিয়ে যায়, শান্তি আর স্বপ্নে ভরিয়ে রাখে মনটা।
শুভ রাত্রি 🌙

শুভ রাত্রি
18/06/2025

শুভ রাত্রি

রুদ্র আর রুহির ভালোবাসার গল্প❤️🏵️❤️ পর্ব ১: "ফলো রিকোয়েস্ট"সন্ধ্যার নরম আলো আর হালকা বাতাস বয়ে যাচ্ছে রুহির বারান্দায়। এ...
18/06/2025

রুদ্র আর রুহির ভালোবাসার গল্প

❤️🏵️❤️ পর্ব ১: "ফলো রিকোয়েস্ট"
সন্ধ্যার নরম আলো আর হালকা বাতাস বয়ে যাচ্ছে রুহির বারান্দায়। এক হাত চায়ের কাপ ধরে, আর এক হাত স্ক্রিনে। মনটা আজ অদ্ভুত খুশি না, আবার কোনো একটা উত্তেজনাও লুকিয়ে আছে। ইনস্টাগ্রামে এলোমেলো স্ক্রল করতে করতে তার চোখ আটকে গেল এক অচেনা প্রোফাইলে — রুদ্র ইফতেখার।

প্রোফাইলটা খুবই সাদামাটা, অথচ একটা আলাদা ধ্রুবতারার মতো কিছু যেনো সেখানে ছিল। দুইটা ছবি — একটায় বই হাতে ডুবে থাকা এক ছেলের ছবি, আর অন্যটায় ছাদের কোণে বসে আকাশের দিকে তাকিয়ে থাকা তার প্রতিচ্ছবি। কিন্তু ক্যাপশনটাই যা রুহির মন ভিজিয়ে দিল:
"চোখে নয়, হৃদয়ে দেখে যাকে চেনা যায়… সে-ই আপন।”

রুহি অজান্তেই বার বার সেই ক্যাপশন পড়ছিল। অচেনা হলেও যেনো তার ভেতর একটা অজানা টান কাজ করছিল। দেরি না করে সে Follow বাটনে হাত দিল।

কয়েক মিনিটের মধ্যে তার ইনবক্সে মেসেজ এল—
“তুমি কি রুহি? নীল রঙটা এখনও তোমার প্রিয়?”

হঠাৎ রুহির হৃদস্পন্দন বেড়ে গেল।
কে এই রুদ্র? কীভাবে জানলো তার এমন এক ছোট ছোট জিনিস?
সে উত্তরে লিখল,
“তুমি কে? আমি তোমাকে চিনি?”

তাহার পর মেসেজ আসলো,
“অনেক দিন আগে একবার দেখা হয়েছিল। হয়তো তুমি ভুলে গেছো, কিন্তু আমি ভুলিনি।”

এই শব্দগুলো রুহির মনে এক ঢেউ তুললো। কি হলো এই যে এক অচেনা মানুষের কথা এতটা পরিচিত লাগছে? একটা পুরনো স্মৃতির ঝলক? নাকি জীবনের নতুন কোনো অধ্যায় শুরু হওয়ার আগাম সংকেত?

তার আগেই মেসেজে লেখা আসলো—
“শুধু একবার কথা বলবে আমার সাথে? একবার, রুহি?”

রুহি জানতো না কেনো, কিন্তু মনে হচ্ছিল, এই ফলো রিকোয়েস্ট শুধু সামাজিক মাধ্যমের নয়, বরং তার জীবনের হৃদয়ের এক দরজা খুলে দিচ্ছে।

তুমি কি ভাবছো, রুহির উত্তর কী হবে?
(চলবে…)

13/06/2025

ভালো থাকতে কতোটা টাকা লাগে জানো?
একটা ছাদের নিচে রাতটা কাটাতে পারলেই চলে,
দিনে দুইবেলা খেতে পেলে মনটা খুশি হয়ে যায়।
আর যদি পাশে থাকে একটা কেয়ারিং মানুষ—
যে তোমার হাসি-কান্না বুঝে, তাহলে তো রানীই তুমি!
জীবনে অনেক কিছু লাগে না ভালো থাকতে,
শুধু একটু শান্তি, কিছুটা ভালোবাসা আর নিরাপদ ঘুম।

#ভালোথাকারমূল্য #জীবনেরছোটছোটখুশি

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tona Tuni Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share