Raj's Canvas of Life

Raj's Canvas of Life ❝জীবনের প্রতিটি অনুভূতি গল্প হয়ে মিশে আছে মনের ক্যানভাসে❞🖤

একটি সুন্দর সকাল, সারাদিনকে ভালো রাখে 🖤
02/11/2025

একটি সুন্দর সকাল, সারাদিনকে ভালো রাখে 🖤

27/10/2025

সেরা মানুষ অপ্ৰত্যাশিতভাবে আসে !তবে তাকে চিনে নিতে হয়।

27/10/2025

শুধু নিজের বলতে তোমায় চেয়েছি!!

25/10/2025
আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাথা 🌼
27/09/2025

আমরা ঘাসের ছোট ছোট ফুল
হাওয়াতে দোলাই মাথা 🌼

27/08/2025

বিড়ালের পায়ের থাবার গতি অসাধারণ 🧐

গতবছর ভাইয়ার বাসায় যাওয়ার সময় আমের মুকুল দেখেছিলাম, শৈশবে প্রকৃতির কোলে বেড়ে ওঠা দূরন্ত মন হঠাৎ ধূলোর নগরে আমের মুকুল দে...
27/08/2025

গতবছর ভাইয়ার বাসায় যাওয়ার সময় আমের মুকুল দেখেছিলাম, শৈশবে প্রকৃতির কোলে বেড়ে ওঠা দূরন্ত মন হঠাৎ ধূলোর নগরে আমের মুকুল দেখাটা ছিল অন্য রকম অনুভূতি। তখন মাথার ভিতর কিছু শব্দ খেলা করে, যা কিছু লাইনে রূপ নেয়। এবারও হঠাৎ আম্র মুকুলের দেখা। কবিতাটি আবারও বেজে ওঠে মনের সুপ্ত কোণে!!

#কখন যে আম্র মুকুল ফুটিয়াছে,তাহা হয়নি দেখা!
কখন যে তার সুগন্ধ ছড়িয়েছে,পায়নি তার সুভাস।
পত্র ঝরা বৃক্ষের সেই সৌন্দর্য হয়নি দর্শন,
তবে কি ধুলাবালির এই নগরে আম্রকানন নাই?
আছে বৈ কি! তবে তাহা সর্বত্র মেলে না,
এখানে বসন্ত আছে কিন্তু তার বাতাস নেই!
ফুল,বৃক্ষ আছে কিন্তু সুভাস নেই, এখানে মানুষ বেশি কিন্তু মনুষ্যত্ব কম,
এখানে কেউ আসে কর্মে কেউ শিক্ষা, ব্যবসা আবার কেউ আসে নগর বিলাসিতায়!
নিরন্তর ছুটে চলা এই রুদ্র প্রকৃতির ব্যস্ত নগরীতে তেমনি আমি একজন!!...

-
Raj's Canvas of Life
Raj Mohammad Gazi
রাজ মোহাম্মদ গাজী

ঝিনাইদহের তত্বীপুরে বেড়াতে গিয়ে যেন প্রকৃতির সাথে প্রেমে পড়ে গেলাম। শীতকালীন সেই যাত্রা ছিল এক অপূর্ব অনুভূতি। ট্রেনে বস...
27/08/2025

ঝিনাইদহের তত্বীপুরে বেড়াতে গিয়ে যেন প্রকৃতির সাথে প্রেমে পড়ে গেলাম। শীতকালীন সেই যাত্রা ছিল এক অপূর্ব অনুভূতি। ট্রেনে বসে যশোরের প্রান্তরের সৌন্দর্য চোখ ভরিয়ে দেখছিলাম—খোলা মাঠ, দিগন্ত ছোঁয়া তেপান্তর, সোনালি ফসলের ক্ষেত, সবুজ গাছপালা, মাঠে ঘুরে বেড়ানো গরুর পাল আর দৌড়ঝাঁপ করা ঘোড়া—সব মিলিয়ে যেন আঁকা ছবির মতো লাগছিল।

যে আত্মীয় বাড়িতে উঠলাম, সেখান থেকে তাকালেই চোখে পড়ত এক মরা নদী, যার বুক জুড়ে শীতের ফসলের চাষ। নদীর ওপারে বিস্তীর্ণ মাঠ—ভুট্টা, গম, শীতকালীন নানা সবজি আর সারি সারি খেজুরগাছ। নদীর উপর বাঁশের সেতু যেন গ্রামীণ জীবনের নিঃশব্দ সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছিল।

পাঁচটি দিন ছিলাম সেখানে। প্রতিটি সকাল শুরু হতো ভোরের কুয়াশা মাখা নদীর পাড়ে হেঁটে বেড়ানোর মধ্যে দিয়ে। সবুজ জমি, শিশিরভেজা ফসল আর গ্রামের শান্ত নীরবতা মন ভরে নিত। দুপুর হলে মরা নদীর হাঁটু-জলেই সঙ্গীদের সাথে খেলাধুলা আর গোসল—সে আনন্দ যেন শহরের কোলাহলে খুঁজে পাওয়া দায়।

রাত নামলে শুরু হতো অন্য রকম রোমাঞ্চ। ছোট্ট খেজুরগাছের পাশে পাটকাঠি হাতে নিয়ে গোপনে রস চুরি করার মজা ছিল অবর্ণনীয়। সামান্য আলো দেখলেই যেন বুক ধড়ফড় করে উঠত, আর বন্ধুরা একসাথে দৌড়ে লুকাত।

আহা, কত সহজ-সরল, কত নির্মল আনন্দ! প্রকৃতির এই টান আজও হৃদয় থেকে যায়নি। মাঝে মাঝে মনে হয়, যদি ঐখানে কয়েক বিঘা জমি কিনে একটি ছোট্ট বাড়ি বানাতে পারতাম—তাহলে হয়তো প্রকৃতির এই অপরূপ রূপের সাথে প্রতিদিনই মিশে যেত আমার জীবন।

স্মৃতির পাতায় থেকে যাবে দিনগুলো 🖤

Raj Mohammad Gazi
Raj's Canvas of Life

08/07/2025

খুলনার দাকোপ এলাকার সুন্দরবনের ভেতর দেখা মিলছে ডলফিনের 🐋

Address

Jessore
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Raj's Canvas of Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share