11/07/2025
রাজধানীতে পাথর মেরে মানুষ হত্যা ও সারা দেশে চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
আজ শুক্রবার (১১জুলাই) রাতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি পুরানা পল্টন থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার ও টিএসসি এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ চত্বরে এসে শেষ হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নগর উত্তরের সভাপতি মাওলানা হাম্মাদ বিন মোশাররফের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারন সম্পাদক মুফতী রেজাউল করীম আবরার।
বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক মুফতী আবু বকর সিদ্দীক, প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ সাইফুল ইসলাম, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ তালুকদার ও নগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা নেছার উদ্দিন হুজাইফ।
বক্তব্যে নেতৃবৃন্দ ঢাকার মিটফোর্ডে পাথর মেরে হত্যাসহ সারাদেশে খুন, ধর্ষণ ও চাঁদাবাজীর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নেতৃবৃন্দ বলেন, বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে, নেতারা এসব দলীয় সন্ত্রাসদেরকে নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে।
চাঁদাবাজি ও খুন করার কারণে পতিত ফ্যাসিবাদের যেই পরিণতি হয়েছে, নব্য ফ্যাসিবাদেরও অভিন্ন পরিণতি হবে।
এই দেশে চাঁদাবাজ, গুন্ডাদের কোনো যায়গা হবে না।
নেতৃবৃন্দ প্রশাসনের নির্বিকার ভূমিকারও সমালোচনা করেন। তারা বলেন, দেশের মানুষের ট্যাক্সের টাকায় সুবিধা ভোগ করে প্রশাসন জনগণের নিরাপত্তা দিচ্ছে না। এটা জনগণের সাথে পেরতারণাক শামিল। অবিলম্বে সরকারের উচিত জনপ্রশাসনকে কার্যকর করার ব্যবস্থা নেয়া।