Mohammad Naem 120

Mohammad Naem 120 পেইজে ফলো করে সাথে থাকুন, নতুন নতুন ভিডিও উপভোগ করুন। মনে রাখবেন আপনাদের প্রতিটা সাপোর্ট আমাকে সামনে নতুন কিছু তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।

01/07/2025

আফসোস মানুষের বিবেক বলে কোন জীনিস নাই,,জানি না পরের দিনা থেকে কি সুখ পান আপনারা,, তবে কি শান্তি তে ঘুমতে পারেন,,মনে হয় পারেন,,তবে হ্যা অই আল্লাহ একজন আছে এমন ভাবে কেরে নিবে ধারনাও নাই 😅😅

যাদের বাবা বেঁচে আছে তারাই বলি আলহামদুলিল্লাহ 🥹
30/06/2025

যাদের বাবা বেঁচে আছে তারাই বলি আলহামদুলিল্লাহ 🥹

আয়তুল কুরচি❤️❤️
30/06/2025

আয়তুল কুরচি❤️❤️

আমি ঘৃণা করি তাদের কাটা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেঁড়ে  নেয়
30/06/2025

আমি ঘৃণা করি তাদের কাটা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেঁড়ে নেয়

30/06/2025

পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জীবনের একটা ফিল্টার যেটা আমাদের সব সময় ক্লিন রাখবে ছোবা আল খায়ের,
এই দুনিয়ার সব ভালো কাজ আমার কোন কাজেই আসবে না যদি আমার পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না থাকে। আমাদের জীবনের সঠিক পথ পাঁচ ওয়াক্ত নামাজ-ই নির্ধারণ করে দিবে। ইনশাআল্লাহ্

একমাত্র আ**বা*লরাই এ ধরণের কাজ করে।অসুস্থ এবং লোভী জাতি আমরা🚫হ্যাকার ও প্রতারক রা খুব সহজেই লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ...
29/06/2025

একমাত্র আ**বা*লরাই এ ধরণের কাজ করে।অসুস্থ এবং লোভী জাতি আমরা🚫
হ্যাকার ও প্রতারক রা খুব সহজেই লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে আপনাকে নিঃস্ব করে দিচ্ছে।

🚫 সতর্কবার্তা সকলের জন্য! 🚫
🚨 সতর্ক থাকুন! এখনই না সচেতন হলে বড় ক্ষতি হতে পারে! 🚨

আজকে আমার ইনবক্সে এমন ৮-১০ টা লিংক এসেছে —
👉 "bKash ৳2000 Anniversary Fund to All Users"
দেখতে একদম আসল বিকাশের মতো, কিন্তু ভেতরে ভয়ংকর ফাঁদ! 😱

⛔ এই লিংকে ক্লিক করলেই আপনার মোবাইলের সবকিছু হ্যাকারদের হাতে চলে যেতে পারে।
📲 বিকাশ একাউন্ট, ফেসবুক, মেসেঞ্জার, ফোনের কন্টাক্ট — সবকিছু হ্যাক হয়ে যাবে!
🔓 এমনকি আপনার টাকা পর্যন্ত তুলে নিতে পারে আপনারই অজান্তে!

❗ একবার ক্লিক মানে জীবনভর আফসোস!

⚠️ কাউকে বিশ্বাস করবেন না! বন্ধুর পাঠানো হলেও যাচাই না করে ক্লিক করবেন না।
📢 যারাই এই লিংক পাঠাচ্ছে, তারা হয়ত নিজেরাও বুঝতে পারছে না — ওরাই এখন হ্যাকারদের হাতের পুতুল!

🔥 এখনই সবাইকে জানান, শেয়ার করেন — যেন কারো সর্বনাশ না হয়।

💀 এক ক্লিকেই আপনার সব শেষ হয়ে যেতে পারে!

#ফেকলিংক #হ্যাকিং #সতর্কতা Recovery Team

(Collected news)

29/06/2025

অভাবির অভাব একসময় দূর হয়, লোভী র অভাব কোনোদিন শেষ হয় না ❤️❤️

28/06/2025

প্রতি মিনিটে কত মানুষ মারা যায়, কিন্তু শুকরিয়া যে আল্লাহ্ আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, বলেন আলহামদুলিল্লাহ্❤️❤️

27/06/2025

এখন আর কাউকে বিশ্বাস করি না, এখন শুধু দেখি কে কতটা নাটক করতে পারে, আর কে কিভাবে ঠকায়💔🙂

27/06/2025

না পইড়া পরীক্ষা দেওয়ার সবচেয়ে উপকারি দিক হলো প্রশ্ন কঠিন হলেও বুঝা যায় না!'🙂

Address

Magura
Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Naem 120 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share