14/06/2025
অথচ মানুষ জীবন নিয়ে কতই না অহংকার করে
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মো: ঝন্টু আলী
সাবেক শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১৩-১৪ সেশনের মেধাবী শিক্ষার্থী।
কর্মকাল:
১/বেপজার পরীক্ষায় মেধা তালিকায় প্রথম হয়ে সহকারী সচিব।
২/ সহকারী পুলিশ সুপার, ৪০তম বিসিএস।
৩/ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর, ৪১তম বিসিএস।
ছোট্ট এই জীবনে কত অর্জন। ক্যান্সার আক্রান্ত হয়ে অনেক কষ্ট সহ্য করে ভারতের হায়দ্রাবাদে চিকিৎসাধীন অবস্থায় আজ ভারতীয় সময় রাত ১১:৩০ মিনিটে মারা গেছে আমার এই প্রিয় ভাইটি, আমার সহকর্মী।
মহান আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। সবাই ওর জন্য দোয়া করবেন।
জীবন নিয়ে অভিযোগ করে কোন লাভ নেই। যার জন্য যতটুকু বরাদ্দ এর বেশি কিছুই হবে না। সবকিছু অনিশ্চিত হলেও একমাত্র মৃত্যুই নিশ্চিত।
"প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে"।
"জীবন হলো মৃত্যুর কাছ থেকে চেয়ে নেওয়া কিছু সময় মাএ"
মৃত্যু ছাড়া মানুষের একান্ত নিজের কিছু নেই,
জীবন অন্যরা ভাগ করে নেয়—খুব প্রকাশ্যেই।
©️ Collected, copy_paste