
06/09/2025
𝑫𝒉𝒂𝒌𝒂 𝑴𝒂𝒕𝒄𝒉 𝑰𝒏𝒅𝒖𝒔𝒕𝒓𝒊𝒆𝒔 𝑺𝒆𝒄𝒐𝒏𝒅𝒂𝒓𝒚 𝑺𝒄𝒉𝒐𝒐𝒍, 𝑲𝒉𝒖𝒍𝒏𝒂.
ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।
অত্র বিদ্যালয়ে আজ শনিবার, ১২ রবিউল আউয়াল ১৪৪৭ হিজরি, ০৬.০৯.২০২৫ খ্রী., ২২.০৫.১৪৩২ বঙ্গাব্দ, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আলোচনা সভা, ইসলামী সংগীত, কুইজ প্রতিযোগীতা,পুরস্কার বিতরনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুফতী মাওলানা হাফেজ হাবিবুর রহমান, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক: বাবু কৌশিক কুমার বর্মন। পাশাপাশি উক্ত বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক_ জনাব মো: মাহিনুর রহমান শেখ সহ অন্যান্য সিনিয়র শিক্ষক_শিক্ষিকা ও সহকারী শিক্ষক_শিক্ষিকাবৃন্দ এবং অন্যান্য সহযোগীবৃন্দ(কর্মকর্তা ও কর্মচারী) উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ধন্যবাদ
বিপ্লব কুমার দাস Biplob Kumar
সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়, খুলনা।