ইন্দ্র

ইন্দ্র বুঝতে পারলে সব কিছুই সুন্দর

বাংলাদেশের কর্পোরেট অফিসে কাজ করা অনেক তরুণ-তরুণীর জন্য সবচেয়ে বড় দুঃখটা বেতন নয়। কারণ বেশিরভাগ প্রতিষ্ঠান সময়মতো বে...
08/09/2025

বাংলাদেশের কর্পোরেট অফিসে কাজ করা অনেক তরুণ-তরুণীর জন্য সবচেয়ে বড় দুঃখটা বেতন নয়। কারণ বেশিরভাগ প্রতিষ্ঠান সময়মতো বেতন দেয়। কিন্তু তারা চাকরি ছাড়ে অন্য এক কারণে—রেসপেক্টের অভাব।

★ অফিসে বসরা মনে করেন টাকা দিলেই সব শেষ।
★ মিটিং রুমে মেধাবী কর্মীকে সুযোগ না দিয়ে ছোট করা হয়।
★ ভুল হলে সবাই সামনে অপমান, কিন্তু ভালো কিছু করলে কোনো স্বীকৃতি নেই।
★ বছরের পর বছর খাটলেও "ভ্যালু" না পাওয়ার হতাশা জমতে জমতে একদিন কর্মীরা দরজা খোলার আগেই ঠিক করে নেন—"এবার বিদায় নিতে হবে।"

এক সাম্প্রতিক জরিপে দেখা গেছেঃ
---------------------------------------------------
বাংলাদেশের ৬৩% কর্পোরেট এমপ্লয়ি মনে করেন তারা তাদের কোম্পানিতে প্রাপ্য সম্মান পান না। আর ৭১% বলেছেন, তারা চাকরি পরিবর্তন করার মূল কারণ হলো বস বা ম্যানেজমেন্টের আচরণ।অফিসে দেখা যায়, জুনিয়র বা মিড-লেভেল কর্মীরা দিনরাত খেটে টার্গেট পূরণ করছে, কিন্তু ক্রেডিট যাচ্ছে শুধু বস বা সিনিয়রের নামে।ফলে কর্মীরা ভেতরে ভেতরে হতাশ হয়। এক পর্যায়ে তারা ভাবে—“আমার কাজের কোনো ভ্যালু নেই, আমি এখানে শুধু মেশিন!” আর তখনই তারা নতুন সুযোগ খুঁজতে শুরু করে।

উদাহরনঃ
--------------
এক বড় এফএমসিজি কোম্পানিতে কয়েক বছর আগে দেখা গেছে, বেতন তুলনামূলক ভালো হলেও কর্মী টার্নওভার রেট ছিল ৩০%।রিসার্চে বের হলো—মূল কারণ বেতন নয়, বরং ম্যানেজারের অভদ্র আচরণ, কাজের স্বীকৃতি না দেয়া, আর অসম্মানজনক টোন। যখন কোম্পানি “Employee Recognition Program” চালু করল (যেখানে মাসে একজন কর্মীকে সবার সামনে সম্মাননা দেয়া হতো), তখন টার্নওভার ১২%-এ নেমে আসে।

বসদের জন্য শিক্ষাঃ
---------------------------------------------------
টাকা দিয়ে কর্মী আনা যায়, কিন্তু রেসপেক্ট না দিলে ধরে রাখা যায় না।প্রফেশনালকে যদি "ভ্যালু" না দেন, তবে প্রতিযোগী কোম্পানি তাকে নিয়ে যাবে—আর সেইসাথে নিয়ে যাবে আপনার প্রতিষ্ঠান থেকে অভিজ্ঞতা, দক্ষতা আর ভবিষ্যৎ সম্ভাবনা।

বাংলাদেশের কর্পোরেট ম্যানেজারদের জন্য বার্তা হলো—এমপ্লয়িকে শুধু “সালারি স্লিপ” দিয়ে বেঁধে রাখা যায় না।এমপ্লয়িকে ধরে রাখতে হলে দিতে হবে Respect, Recognition আর Human Touch। কারণ—
“People don’t leave companies, they leave bad bosses.” বেতন না পেলে কর্মী কষ্ট পায়, কিন্তু রেসপেক্ট না পেলে কর্মী বিদায় নিয়ে যায়।
---------------------------------------------------------------------------------

Copy post

14/07/2025

মানুষ মূলত একা —
সব সম্পর্ক, ভালোবাসা, কথোপকথন এক সময় নিঃশব্দ হয়ে যায়। আশপাশে শত মানুষ থাকলেও অন্তরের গভীরতা কেউ বোঝে না। এই একাকিত্বই মানুষের প্রকৃত সঙ্গী, যাকে কেউ দেখেনা, তবু সে সবসময় পাশে থাকে।

#মানুষ #একা #নিঃসঙ্গতা #জীবনেরপ্রকৃতি #মনভুবন

02/06/2025

সবুজ পরিবেশ মানে জীবন। গাছপালা, নির্মল বাতাস ও পরিষ্কার পানি আমাদের সুস্থ জীবনের জন্য অপরিহার্য। গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশকে শীতল রাখে, বন্যা ও দূষণ রোধে সাহায্য করে। তাই আসুন, সবাই মিলে গাছ লাগাই, পরিবেশ রক্ষা করি এবং পৃথিবীকে বাসযোগ্য রাখি।

#সবুজ_পরিবেশ #গাছ_লাগান #প্রকৃতি_বাঁচান #পরিবেশ_বন্ধু #সবুজ_পৃথিবী

26/05/2025

অহংকার মানুষকে অন্ধ করে তোলে। এটি জ্ঞানকে আড়াল করে, সম্পর্ক নষ্ট করে আর হৃদয়ের সৌন্দর্য নষ্ট করে দেয়। সত্যিকারের শক্তি আসে বিনয় থেকে, যেখানে অহংকারের কোনো স্থান নেই।

#অহংকার #বিনয় #মানবতা #জীবনেরপাঠ

15/11/2024

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Md Milon Islam

14/11/2024

খারাপ মানুষের সঙ্গে থাকার চেয়ে একা থাকাও অনেক ভালো, কারণ তুমি ভালো হলেও খারাপ মানুষগুলো কখন যে তোমার ভালো চিন্তাগুলোকে খারাপ চিন্তায় পরিবর্তন করবে তা তুমি বুঝতেই পারবে না।

Address

Khulna

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share