16/08/2025
❤️বৃষ্টি তে ভিজে সর্দিকাশি হলে - রাসটক্স।না ভিজেও বাদলা দিনে সর্দিকাশি রোগ হলে - ডালকামরা বিবেচনা করবেন।
🌍চক্ষুপল্লবে ঘুসির আঘাতে - লিডাম। ফাইসিসটিগমা ও বিবেচ্য।
🌐আঙুল হাড়ায়- মাইরিষ্টিকা। Q বাহ্য প্রয়োগ।
🪵শুষ্ক গ্যাংগ্রিনে- সিকেলি কর।
🔦বৃদ্ধদের গ্যাংগ্রিনে( পায়ের) কার্বভেজ।
🏞️ডাঃ ক্লার্ক বলেছেন, ঠোঁটের ক্যানসার রোগীকে এন্টিম মিউর দিলে চমৎকার ফল মিলবে।
🪨শিশুর তোতলামিতে- বোভিষ্টা।অনেক সময় - স্ট্রামোনিয়াম।
🏔️ডিম খাওয়ার পর জলবৎ পায়খানা হলে -চিনিনাম আর্স খুব ভাল।
🏰দন্তের ফিস্টুলা রোগে- অ্যাসিড ফ্লোর। হেকলা লাভাও ভালো ওষুধ।
🏝️শুধুমাত্র খাবার সময় দন্তবেদনা হলে -কেলি কার্ব।
🏟️ভারি জিনিস তুলতে গিয়ে পেশীতে টান লাগলে রাস টক্স অগ্রে ব্যবহার করুন।
❤️সমস্ত রোগই ঝড় বা ঝঞ্ঝাপূর্ণ আবহাওয়ায় বাড়লে- রডোডেনড্রন অব্যর্থ।
🏖️রোগীর সবকিছু কেটে ফেলা বা ছিঁড়ে ফেলার প্রবৃত্তি। সে কাপড় কেটে ফেলে কিংবা ছিঁড়ে দেয়। রোগীর এই চমৎকার মানসিক লক্ষণটি আছে ভেরেট্রাম অ্যালবাতে।
🌋হেফিভার আর্সেনিক অ্যালবা।
🌍পুনঃপুনঃ টনসিলের আক্রমণে - সোরিনাম ১ এম।
ডাঃ অ্যালেন তার চিকিৎসা ধারায় সোরিনামকে হাজার শক্তিতে ব্যবহার করেছেন।
🌎স্কারলেট ফিভার- বেল।
😈মনীষী কেন্ট অঞ্জনীতে প্রকৃত ফল পেতে স্ট্যাফিসেগ্রিয়া এবং প্রয়োজনে সালফার ১০ এম ব্যবহারের নির্দেশ দিয়েছেন।
🇧🇩পীতজ্বরে – ক্রোটেলাস হরিডাস।
🏜️উত্তেজিত হয়ে অথবা ভয়ভীতির কারণে গর্ভপাতের আশঙ্কায়- অ্যাকোনাইট।
🗾গলাব্যথার জন্য (recurrent sore throat), ডাঃ H.C. Allen ব্যারাইটা কার্ব বা সোরিনাম ১ এম দিতে বলেছেন।
🛖ইরিসিপেলাস - গ্রাফাইটিস ১ এম।
⛰️গর্ভপাতের আশঙ্কায়
দ্বিতীয় মাসে কেলি কার্ব ১ এম
তৃতীয় মাসে - স্যাবাইনা ১ এম
সপ্তম মাসে সিপিয়া ১ এম।
সংগ্রহ : গ্রন্থ :
হোমিওপ্যাথি ম্যাজিক কিওর অফ ডাঃ হাসান মীর্জা