TASA TORI

TASA TORI Life is hard but not impossible.
জীবনটা কঠিন কিন্তু অসম্ভব নয়।

01/06/2024

😅বেকারত্ব😂😬
অনার্স পাস করে এক যুবক
দীর্ঘদিন ধরে চাকরি
পাচ্ছে না। হঠাৎ একদিন
চিড়িয়াখানায় তার একটা
চাকরি
হয়ে গেল🙂। চিড়িয়াখানার
বাঘটা হঠাৎ করে মারা
যাওয়ায়
খাঁচাটা শূন্য পড়ে আছে।

কর্তৃপক্ষ বললঃ তুমি যদি
খাঁচার ভেতর একটা বাঘের
পোষাক পরে বাঘের মত
তর্জন গর্জন দিতে
পারো তাহলে মাসে
৮হাজার টাকা পাবে।🫡

বেকার
ছেলেটা তাতেই রাজি হলো।🫤
রোজ চিড়িয়াখানা
খোলার
আগে সে বাঘের পোষাক
পরে খাঁচায় ঢুকে
পড়ে।😐

দর্শক এলে তাদেরকে
তর্জন- গর্জন ও
আরো নানা কায়দা-কসরত
দেখিয়ে ভীষণ
আনন্দ দেয়।
দেখতে দেখতে চিড়িয়াখানার
দর্শক বেড়ে গেল। বাঘের
খাঁচার সামনে বিরাট
ভিড়। 🫠চিড়িয়াখানা
কর্তৃপক্ষও খুশি হয়ে বেতন
বাড়িয়ে
দিল।🫠🤩

ভালোই চলছিল দিন.......
হঠাৎ একদিন হলো
বিপত্তি...!!!
বাঘের খাঁচার পাশেই ছিল সিংহের
খাঁচা। দুই খাঁচার মাঝে
একটা
লোহার জালের বেঁড়া।😷
একদিন সেই বেঁড়া ধরে
লাফিয়ে নেচে- নেচে মজা
দেখাতে গিয়ে
পুরনো বেঁড়া ভেঙ্গে সে
গিয়ে পড়লো
সিংহের খাঁচার ভেতর। এখন
কী হবে?🫡😝

পৈতৃক প্রাণটা বুঝি আজ
সিংহের হাতেই গেল...!
ভয়ে জুবু থুবু হয়ে খাঁচার এক
কোনে বসে
প্রার্থনা করতে লাগলো
বেচারা।এদিকে সিংহটাও
কিছুক্ষণ চুপকরে বসে থেকে
ধীরে
ধীরে উঠে দাঁড়ালো।😪
তারপর আস্তে আস্তে
এগিয়ে যেতে লাগলো তার
দিকে। ভয়ে তো
তার প্রায় হার্ট এটাক হবার
যোগাড়।😬

এদিকে সিংহটা
এক্কেবারে কাছে চলে
এসেছে। প্রাণের মায়া
ছেড়ে দিয়ে ছেলেটা যখন
সৃষ্টি কর্তাকে ডাকতে শুরু
করলো....🫣
ঠিক তখন সিংহটা বলে
উঠলো . . . 🥴.

ভাই, এত ভয়
পাবেন না, আমিও অনার্স
পাশ বেকার। 😬😬😐😐

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when TASA TORI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share