16/03/2022
বৈষম্য—এই শব্দটি লিখতে লিখতেই সারা বিশ্বব্যাপী অনেকেই বৈষম্যের শিকার হয়ে গেছেন। সে কথা নিশ্চিতভাবেই বলা যায়। আমাদের চারপাশের পরিবেশ শুরু করে যাবতীয় ঘটনাবলি পর্যালোচনা করলে দেখা যায়, বৈষম্য বহুমাত্রিক। কোনো নির্দিষ্ট মাত্রায় তাকে বেঁধে রাখা অসম্ভব। সমাজ, ধর্ম, বর্ণ, লিঙ্গসহ যাবতীয় মৌলিক চাহিদার ক্ষেত্রেও মানুষ বৈষম্যের শিকার হয়। বৈষম্যের এই বেড়াজাল থেকে মানুষের পুরোপুরি মুক্তি আদৌ সম্ভব কিনা সে ভিন্ন আলোচনা।
একটি সুস্থ সমাজের ক্যান্সাররুপী বৈষম্য দূরীকরণের বাসনা এবং যথাযথ কার্যপদ্ধতি আলোকপাত করার লক্ষ্যে আত্মপ্রকাশ ম্যাগাজিনের তৃতীয় সংখ্যার কাজ হাতে নিই আমরা। সারা বিশ্বব্যাপী ঘটে যাওয়া নানা বৈষম্য এবং আমাদের সমাজের উপর তার প্রভাবকে কেন্দ্র করে নানা গল্প, প্রবন্ধের মাধ্যমে এই সংখ্যাটিকে সাজানো হয়েছে—লেখকের দৃষ্টিতে বৈষম্যের আদ্যোপান্ত তুলে ধরে হয়েছে আত্মপ্রকাশ-৩ ফেব্রুয়ারি ২০২২ সংখ্যায়।
প্রিন্টগঠিত জটিলতায় কিছুটা দেরি হলেও অবশেষে আমরা সংখ্যাটি আপনাদের জন্য নিয়ে আসছি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এই সংখ্যার মূল্য ধরা হয়েছে ১০০ টাকা, যা গতো দুই সংখ্যা থেকে ৩০ টাকা বেশি। সব কিছুর খরচ বৃদ্ধি পাওয়ায়, ইচ্ছা না থাকা সত্ত্বেও দাম বাড়ানো হয়েছে।
মূল্য: ১০০ টাকা।
কুরিয়ার চার্জ: ৩০ টাকা
যাদের লেখা থাকছে:
#অন্তরালের_জ্যোতিষ্মান
শান্তা নাজনীন
সিঙ্গাপুর: অনেক বিস্ময়, কিছু কষ্ট - মাইনুল এইচ সিরাজী
ছাপাইনগর কিংবা মোহাম্মদবাদ শহরের কথা - মৌসুমি মৌ
বেলা ফুরায় পদ্মায় - মাসুদ রানা তাসিন
#আত্মচিন্তন
বিষমতার সাতকাহন - অমল বড়ুয়া
স্বপ্ন দেখার মহড়া - তানজিলা চৌধুরি
লিঙ্গ-বৈষম্যের দুর্লঙ্ঘ্য গোলকধাঁধা ও শিশু - শতাব্দী দাশ
আদ্যোপান্তে বৈষম্য - নীলেশ মজুমদার
#গালগপ্পো
ধিঙ্গিপনা - হাসনাত সৌরভ
এপয়েন্টমেন্ট লেটার - আরিফ মিলন
ঝরা ফুলের ঘ্রাণ - কমল উদ্দিন
বৈষম্যের বৃত্ত - বিনিয়ামিন পিয়াস
ঘুমভাঙানির গান - সাদিয়া সুলতানা
ইচ্ছেডানায় মোহনা - সবুজ আহমেদ মিজান
#ছন্দ_অছন্দ
মিতালী রায়ের অন্তর্ধান - রিফাত হায়াত তপতী
কবি বলেই লিখছি - মোঃ ওয়ালীউল্লাহ অলি
নির্বাচন - আমিনুল ইসলাম সেলিম
আহুরা মাজদা - অনিমেষ প্রাচ্য
আমি সার্বজনীন পুরুষ হতে চাই - অপরাজিতা অর্পিতা
জীবন-বৈষম্য - ফরিদ উজ্-জামান পলাশ
অনার্য - মোঃ রিয়াদ হোসেন (রাজু)
কৃষ্ণবর্ণ প্রেমিকা - নোমান আব্দুল্লাহ
দানু মিয়ার অনুদিন - গিয়াস গালিব
এক পশলা মেঘ আর কয়েকটি ধূসর রঙা অনুভূতি - জারা রহমান
েক্ষণ
বৈষম্যের বৃত্তে "আঙ্কল টমস কেবিন" - ফেরদৌস আহমেদ
মূল্য: ১০০ টাকা
স্কেচ: সানজিদা সাথী, উম্মে হাবিবা জলি, সামিউল রাম্মি
প্রচ্ছদ: সাগর ইসলাম
বেটা রিড ও প্রুফ: সাদিয়া সুলতানা
সম্পাদনা: মোঃ ওয়ালীউল্লাহ অলি
প্রকাশনী: আত্মপ্রকাশ পাবলিকেশন