সামাজিক ভাই

সামাজিক ভাই যাকে কেউ শোধরাতে পারে না, তাকে সময়-ই শুধরে দেয়।!

16/07/2025

তারা ভূলে গিয়েছে যে এইটা তাদের মারা খাওয়ার মাস ।

16/07/2025

আমার একটা দাবি ,,!
আরো একবার চুটিয়ে লাল করে দেওয়া হৌক ।

16/07/2025

ব্রেকিং..!
গোপালগঞ্জে পুলিশ-সেনাবাহিনী-গ্রামবাসীর সংঘর্ষে এক ছাত্রলীগ কর্মী নিহত। এই মুহুর্তে মুক্তিযুদ্ধের শহীদ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ লক্ষ ১ জন।

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।১- ডোনারের যাতায়াত খরচ২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খ...
13/06/2025

কাউকে ব্লাডের জন্য কল দেওয়ার আগে কয়েকটা জিনিস মাথায় রাখবেন।

১- ডোনারের যাতায়াত খরচ
২- যে বেলায় ব্লাড দিবে ঐ বেলার খাওয়ার খরচ
৩- ডাব, স্যালাইন পানি, কিছু ফলমূল কিনে দেওয়ার খরচ দেয়াটা কমনসেন্সের ব্যাপার এবং পরবর্তী ২৪ ঘন্টা ডোনারের খোঁজ খবর রাখবেন।

পারলে কোন এক সময় বাসায় দাওয়াত দিবেন। 💕
ব্লাড দেয়ার আগে অনেকে ডোনার কে বলে ব্লাড দেয়া একটা কমন বেপার এগুলো না বলা। 🥺
অনেকে ভালবাসা নিয়ে আসে ব্লাড দিতে, কিন্তু এগুলা শুনে মন খারাপ করে ফেলে। যারা ব্লাড দেয় তারা বেশিরভাগই স্টুডেন্ট, মেসে থেকে পড়াশুনা করে। তারা প্রতিনিয়ত ব্লাড দেয়। অনেক সময় দেখা যায় পরের দিন এক্সাম, তবুও ব্লাড দেয়।

আবার, যারা ব্লাড খুঁজে দেয় তারাই জানে ১ ব্যাগ ব্লাড খুঁজে বের করা কতটা কষ্টের। সময়, শ্রম দিয়ে ডোনারকে খুজে বের করতে হয়। অনেকেই তো সেগুলা জানেনই না। এগুলা হাইড স্টোরি থাকে।

কিন্তু রোগীর রিলেটিভদের ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রেই বিবেকহীনতার পরিচয় দেয়। কোনো খোজ খবরই নিতে চায়না যে চরম এই বিপদের সময় এই রক্ত কোথা থেকে এলো। একজনকে বলে দেয়, তারপর মনে হয় সব দায়ভার ঐ বেচারার। নিজের সম্মান রক্ষার জন্য হলেও ঐ বেচারা ডোনারকে কেয়ার করে। অনেক ডোনার জবও করেনা। হয়তো আত্মীয় স্বজন, না হয় পরিচিত, নতুবা মানবতার জন্য মানুষের বিপদে এগিয়ে যায়।

নামীদামী হাসপাতালে ভর্তি করাতে পারেন,একদিনে ৩/৪ হাজার টাকা করে কেবিন ভাড়া দিতে পারেন। কিন্তু যে মানুষটা তার সবথেকে মূল্যবান জিনিস দিয়ে আপনাকে হেল্প করছে,তার কদর করবেন না, তা হতে পারেনা।

যে দেশে ২৫০মিলি গ্রাম পানির বোতল কিনে খেতে হয়,সে দেশে বিনা টাকায় ৪৫০ মিলি গ্রাম রক্ত দাতাকে সম্মান করা আপনার কর্তব্য।

©

মেহেদী রাঙানো হাতের ছবি দেখতে চাই  🖤
08/06/2025

মেহেদী রাঙানো হাতের ছবি দেখতে চাই 🖤

হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় 😬
04/06/2025

হারিয়ে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় 😬

কুলিয়ারচর আই এফ আই সি ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি। ব্যাংকের সকল কর্মকর্তা অজ্ঞান।
01/06/2025

কুলিয়ারচর আই এফ আই সি ব্যাংকে দিনে দুপুরে ডাকাতি।
ব্যাংকের সকল কর্মকর্তা অজ্ঞান।

31/05/2025

সকল আনুষ্ঠানিকতা শেষ করে আকাশে উড়াল দেওয়ার অপেক্ষায় আছি। আল্লাহ চাহে তো রাতের শেষ প্রহরে হেজাজের পবিত্র মাঠি স্পর্শ করব ইনশাআল্লাহ।

হৃদয়ের সমস্ত তড়প, আবেগ, ভালবাসা অনুভূতি একত্রিত করে পড়ছি লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক।

শুভ্রতার এ মিছিল আমাদের কলুষিত হৃদয় আলোকিত করুক। ইসলামের আলোকিত রাজপথে আল্লাহ আমাদের কবুল করুন।

মুফতি রেজাউল করিম আবরার সাহেবের টাইম লাইন থেকে

31/05/2025

যাদের রবি ও এয়ারটেল সিম আছে তারা ফ্রিতে ২৫০ mb ও ২০ মিনিট নিয়ে নিন দুই দিন মেয়াদ থাকবে।

ডায়াল : *212*01 #

১২ বছরের ক্য|ন্সার অ|ক্র|ন্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়...
27/05/2025

১২ বছরের ক্য|ন্সার অ|ক্র|ন্ত মেয়েটিকে ডাক্তার জিজ্ঞেস করলেন, “বড় হয়ে কী হতে চাও মা?” মেয়েটি হেসে বলল, “শুধু বড় হওয়া পর্যন্ত বাঁচতে চাই…”

যার হাত নেই, সে ভাবে “যদি আমার দুটো হাত থাকতো!”
যার পা নেই, তার একটাই স্বপ্ন—“একদিন স্বাভাবিকভাবে হাঁটতে চাই।”
অন্ধের ইচ্ছা—“একটাবার পৃথিবীটাকে দেখতে চাই।”
বোবার আকাঙ্ক্ষা—“একটাবার কথা বলতে পারলেই হতো!”

আর আমরা… সব কিছু পেয়ে বলি, “ভালো লাগছে না, ডিপ্রেশন যাচ্ছে না!”

তুমি যে চোখে এই লেখাটা পড়ছো, অনেকে সে চোখের আলোই পায়নি।
তুমি খেতে পাচ্ছো, চলতে পারছো, কথা বলতে পারছো—এই সবই কারো স্বপ্ন!

শিক্ষা: জীবনে যা নেই, শুধু সেটাই দেখলে কখনো সুখী হতে পারবে না।
একবার ভাবো—তোমার যেটা আছে, অনেকের সেটা কল্পনারও বাইরে।
কৃতজ্ঞ হও, কারণ তুমি এখনো বেঁচে আছো।

এ ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেয়েছেন?

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হ...
25/05/2025

এক ব‍্যক্তি তার ছেলেকে ডেকে বললেন, যাও, আমাদের পুরাতন গাড়িটা বিক্রি করে এসো!
ছেলে ফিরে এসে বলল, বাবা, গাড়ির দাম বলছে ৩০ হাজার টাকা!
বাবা বললেন, অন‍্য দোকানির কাছে যাও।
ছেলে ফিরে এসে বলল, বাবা উনি তো আরো কম বলছেন, ২০ হাজার।
বাবা বললেন, অন্য কোনো দোকান দেখো না!

ছেলে এবার গেল একটা এন্টিকের দোকানে। দোকানি গাড়ি দেখে হতবাক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার গাড়ি! তিনি গাড়ির দাম দিতে চাইলেন ৩০ লাখ টাকা!

বাবা সব শুনে বললেন, শোনো বাবা, জীবনে তোমাকে সবাই সমান দাম দেবে না! নিজের দাম বাড়াতে হলে তোমাকে সঠিক জায়গা খুঁজে বের করতে হবে। হয়তো এমন কাউকে পাবে যে তোমার আসল মূল্য বুঝবে! যে বুঝবে সেই তোমার প্রকৃত বন্ধু। আর বাকিরা হলো দরকারের সঙ্গী! দরকারের সঙ্গীসহ সবাইকেই সঙ্গ দিও, বিশ্বাস করো কেবল তাকে যে তোমার মূল্য বোঝে।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when সামাজিক ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share