H.M. Omar Faruk

H.M. Omar Faruk অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে।
https://www.facebook.com/hajjoomra.kafela?mibe

শুভ সকাল
25/09/2025

শুভ সকাল

কেমন আছেন সবাই?
20/09/2025

কেমন আছেন সবাই?

19/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
"তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে তার পরিবারের জন্য উত্তম। আর আমি তোমাদের মধ্যে পরিবারের জন্য সবচেয়ে উত্তম।"
(সুনান তিরমিজি, হাদিস: ৩৮৯৫)

👉 এখানে শিক্ষা হলো, প্রকৃত ভালো মানুষ সে-ই, যে নিজের পরিবার ও নিকটজনের সঙ্গে সুন্দর ব্যবহার করে।

19/09/2025

শুভ সকাল!
সকালের নরম রোদ, স্নিগ্ধ বাতাস আর পাখির মিষ্টি গান নিয়ে আসুক নতুন দিনের আনন্দ। প্রতিটি নতুন সূর্যোদয় আপনার জীবনে নিয়ে আসুক এক নতুন আশা, নতুন স্বপ্ন আর অফুরন্ত সম্ভাবনার আলো।
আজকের দিনটি আপনার জন্য হোক সাফল্যময় এবং আনন্দময়। শুভ সকাল!

18/09/2025

হাদিস:
"কিয়ামতের দিনে বান্দার প্রথম হিসাব হবে নামাজ থেকে। নামাজ ঠিক থাকলে তার অন্যান্য আমলও ঠিক থাকবে। আর নামাজ নষ্ট হলে তার অন্যান্য আমলও নষ্ট হবে।"
— (সুনান আত-তিরমিজি, হাদিস: 413)

👉 এই হাদিস থেকে বোঝা যায়, নামাজ ইসলামের মূল স্তম্ভ এবং বান্দার সাফল্য-অসাফল্য অনেকাংশে নামাজের উপর নির্ভর করে।

18/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“তোমার শরীরেরও তোমার উপর হক রয়েছে, তোমার চোখেরও তোমার উপর হক রয়েছে, আর তোমার স্ত্রীরও তোমার উপর হক রয়েছে।”
(সহীহ বুখারী, সহীহ মুসলিম)

17/09/2025

একদিন এক ব্যক্তি রাসূলুল্লাহ ﷺ এর কাছে এসে বলল,
“ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরিব, কিছুই নেই। আমি কী করলে আল্লাহর কাছে প্রিয় হবো?”

রাসূলুল্লাহ ﷺ বললেন,
“তুমি মানুষের উপকার করো, কারও কষ্ট দূর করো, ক্ষুধার্তকে খাবার দাও, আর গরিবদের সাহায্য করো। এ কাজগুলো আল্লাহকে খুবই প্রিয়।”

লোকটি বাসায় ফিরে গেল এবং যা অল্প খাবার ছিল, তা এক ক্ষুধার্ত মানুষকে খাওয়াল। পরের দিন সে এসে খুশি মনে বলল,
“ইয়া রাসূলুল্লাহ, আজ আমার মনে অনেক শান্তি পেয়েছি।”

রাসূলুল্লাহ ﷺ হাসিমুখে বললেন,
“মানুষকে সাহায্য করা আসলেই আল্লাহর পথে সবচেয়ে সুন্দর কাজ।”

16/09/2025

যে রব আমাকে আপনাকে ঘুম থেকে জাগ্রত করে আবার দুনিয়ার আলো-বাতাস ভোগ করার তাওফিক দিয়েছেন সেই রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।

কাউকে লাইক কমেন্ট করতে পারছিনা করলে এই লিখাটা আসে, কি করবো এখন?
15/09/2025

কাউকে লাইক কমেন্ট করতে পারছিনা করলে এই লিখাটা আসে, কি করবো এখন?

15/09/2025

উচিৎ কথা মনকে করে পরিষ্কার,
দুঃখের মাঝে আনে আশা অপরিস্কার।
বন্ধুত্ব থাকে দৃঢ় হয়ে,
সম্মান মেলে সবার চোখে।
এটাই মানুষকে করে সত্যিকার।

শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
15/09/2025

শুভ সকাল, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

14/09/2025

একদিন রাসূলুল্লাহ ﷺ সাহাবাদের সাথে বসে ছিলেন। হঠাৎ একজন সাহাবি এসে বললেন,
“ইয়া রাসূলুল্লাহ ﷺ, কোন আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়?”

রাসূলুল্লাহ ﷺ উত্তর দিলেন —
“সঠিক সময়ে নামাজ আদায় করা।”

তিনি আবার জিজ্ঞেস করলেন, “এরপর কোনটি?”
রাসূলুল্লাহ ﷺ বললেন —
“মাতাপিতার সাথে সদ্ব্যবহার।”

আবার জিজ্ঞেস করলেন, “এরপর কোনটি?”
রাসূলুল্লাহ ﷺ বললেন —
“আল্লাহর পথে জিহাদ।”
(সহিহ বুখারি ও মুসলিম)

Address

Baherbali, Bajitpur
Kishoreganj

Telephone

+8801855685785

Website

https://www.facebook.com/H.M.OmarFaruk24

Alerts

Be the first to know and let us send you an email when H.M. Omar Faruk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to H.M. Omar Faruk:

Share