Md Forhad Ahmad Kamrul

Md Forhad Ahmad Kamrul Assalamuaikum, I m, kamrul islam, how can i help you?

25/04/2025

যদি সময় কাটানো যায় ঐ নির্জন স্থানে,
হারিয়ে যাওয়া যাবে কোনো এক
কল্পনার রাজ্যে।
অতীতের বেদনা দায়ক স্মৃতিগুলি কিছু সময়ের জন্য উড়াল দিত আকাশে,
না বলা ইচ্ছেগুলি ভাবনার দোয়ার খোলে মুক্ত পাখির মতো মিশে যেত শীতল বাতাসে।💘💖💗❤️❤️‍🩹💔
ভলবাসার অফুরান্ত এক সময় যাকে গিরে অনেক সৃস্তি ঘিরে তাকে।

17/02/2025

ফ্রিল্যান্সিং হলো এমন একটি কাজের পদ্ধতি যেখানে একজন ব্যক্তি নিজের সময় ও ক্যাপাসিটির সাথে কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট নয় এবং স্বপ্রয়োজনে বিভিন্ন প্রকল্পে কাজ করে টাকা উপার্জন করে। এই পদ্ধতিতে ব্যক্তিরা অনলাইন প্ল্যাটফর্ম বা মাধ্যমে কাজ পেতে পারে, যার মধ্যে উদাহরণ হিসেবে ওয়েবসাইট ডিজাইন, সফটওয়্যার উন্নতি, সামগ্রিক প্রকল্প ব্যবস্থাপনা, ডিজিটাল মার্কেটিং, লেখার জন্য লেখক, প্রোগ্রামিং ও ডেটা এন্ট্রি অন্তর্ভুক্ত থাকে।
এই পদ্ধতিতে ফ্রিল্যান্সার স্বয়ং বসে কাজ করার সুবিধা পায় এবং নির্দিষ্ট প্রকল্প বা কাজের জন্য সময়সীমা নেওয়া হতে পারেন। ফ্রিল্যান্সার আপনার জন্য কাজ পেতে বিভিন্ন সাইট ও প্ল্যাটফর্মে আবেগ করতে পারেন যেমন Upwork, Freelancer, Fiverr, ইত্যাদি।
ফ্রিল্যান্সিং একটি উপযুক্ত পদ্ধতি হতে পারে যেটি উপলব্ধ সময় ব্যবহার করার সুবিধা দেয় এবং আপনার কাজের নির্দিষ্ট দক্ষতা অনুভব ও সুযোগ প্রদান করে। এই পদ্ধতির মাধ্যমে ব্যক্তি নিজের স্বাধীনতা অনুভব করতে পারে এবং লাভবান ক্যারিয়ার উজ্জীবিত করতে পারে।

31/01/2025

বাণিজ্য মেলা কিশোরগঞ্জ

24/01/2025
24/01/2025
ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা যে পেশা কে কাজে  লাগিয়ে পথ চলা যায়
24/01/2025

ফ্রিল্যান্সিং একটা মুক্ত পেশা যে পেশা কে কাজে লাগিয়ে পথ চলা যায়

01/06/2024

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি মুক্ত পেশা। যেখানে কারো জবাবদিহি করতে হয় না। নিজের ইচ্ছার স্বাধীন কাজ করে আর্নিং করা যায়।

Address

Kishoregonj
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Md Forhad Ahmad Kamrul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share