ভাগ্য-luck

ভাগ্য-luck 🤍🌸

22/07/2025

চোখের পানি ধরে রাখতে পারবেন না ভিডিও টা দেখে!😭

22/07/2025

বন্ধুত্ব তো এমনি হয়!❤️‍🩹

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফা*য়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।

💔🥺
21/07/2025

💔🥺

অথচ বয়সটা ছিল কাগজের প্লেন উড়ানোর......✈️😅
21/07/2025

অথচ বয়সটা ছিল কাগজের প্লেন উড়ানোর......✈️😅

21/07/2025

আহত ফুল গুলো, আল্লাহ আপনি তাদের হেফাজত করেন? আমিন 🤲

19/05/2025

Visca Barca Visca Catalunya ❤️💙

সাংবাদিক: আপনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন, আর রোনালদো জিতেছেন পাঁচবার। এখন তো আপনাদের মধ্যে তিনটি ব্যালন ডি'অরের ব্যবধান...
19/05/2025

সাংবাদিক: আপনি আটবার ব্যালন ডি’অর জিতেছেন, আর রোনালদো জিতেছেন পাঁচবার। এখন তো আপনাদের মধ্যে তিনটি ব্যালন ডি'অরের ব্যবধান। তাহলে কি সেই ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতার ইতি ঘটলো?

🗣️এমন প্রশ্নের জবাবে (লিওনেল মেসি বলেন): “না....এই প্রতিদ্বন্দ্বিতা সবসময়ই খেলাধুলার দিক থেকে খুবই সুন্দর ছিল। আমরা একে অপরকে প্রেরণা জুগিয়েছি, কারণ আমরা দুজনেই অত্যন্ত প্রতিযোগিতামূলক মানসিকতার খেলোয়াড় ছিলাম।

সে সবকিছুতেই জিততে চাইত, সবসময়। আমরা একসঙ্গে এমন এক সোনালি যুগ উপহার দিয়েছি, যা শুধু আমাদের জন্য নয়, বরং ফুটবল বিশ্ব ও সমর্থকদের জন্যও ছিল এক অনন্য অভিজ্ঞতা।

শীর্ষে পৌঁছানো যতটা সহজ, সেখানে বছরের পর বছর ধরে টিকে থাকা ততটাই কঠিন। আমরা ১০-১৫ বছর একসঙ্গে ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ছিলাম — এটা নিঃসন্দেহে একটি অবিশ্বাস্য অর্জন। এই স্মৃতি চিরকাল রয়ে যাবে সবার হৃদয়ে।"🐐 (সূত্র: ব্যালন ডি’অর)

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘ...
14/05/2025

হরিণ এক লাফে যায় তেইশ হাত, আর বাঘ যায় বাইশ হাত।

তাহলে অংকের হিসাবে বাঘের কখনো হরিণকে ধরতে পারার কথা না। কিন্তু বাস্তবে ঘটে উল্টোটা — বাঘের হাতে হরিণ হয় ধরাশায়ী।

এর কারণ কি?

কারণ আর কিছুই না, হরিণ দৌড়াতে দৌড়াতে মাঝে মাঝে পিছন ফিরে তাকায় — বাঘের চেয়ে সে কতটা এগিয়ে আছে বোঝার জন্য। আর এটাই হরিণের জন্য কাল হয়! পিছন ফিরতে গিয়ে এক লাফ কমলেই হরিণ একবারে তেইশ হাত পিছিয়ে পড়ে। ফলে হরিণ একসময় ধরা পড়ে যায় বাঘের হাতে।

এজন্য চলার পথে কখনো পিছনে তাকাতে নেই। ভুল-ভ্রান্তি যাই থাকুক দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবার নামই স্বপ্নের কাছাকাছি পৌঁছানো।

13/05/2025

এই জুলুমের শেষ কোথায়!
ক্ষমতার অপব্যবহার করে রিকশা চালকদের পেটে এভাবে লাত্থি মেরে খুব অন্যায় করেছে।
রিক্সাগুলো যদি এভাবেই ভেঙ্গে দেওয়া হয় তাহলে তারা খাবে কি?
আপনাদের তো সরকারি বেতন রয়েছে ধার্য করা, কিন্তু তারা তো একদিন রিক্সা না চালালে পরের দিন আর খেতে পারে না।
মাজলুমের দোয়া কখনো আল্লাহ ফেরত দিবেন না। অবশ্যই এর বিচার স্বয়ং আল্লাহ করবেন ইনশাআল্লাহ।

ভিডিও প্রচার করুন
এবং এর বিরুদ্ধে আওয়াজ তুলুন!

শুভ জন্মদিন দ্য লিভিং লিজেন্ড সাকিব আল হাসান! ❤️💥
23/03/2025

শুভ জন্মদিন দ্য লিভিং লিজেন্ড সাকিব আল হাসান! ❤️💥

23/03/2025

যেখানে যত বেশি গুরুত্ব দিয়েছি, সেখান থেকে ততবেশি মন খারাপ নিয়ে ফিরে এসেছি.!

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভাগ্য-luck posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category