Honey's World

Honey's World Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Honey's World, Eity cottage, Kishoreganj.
(1)

খাঁটি ফ্রেশ টাটকা মধু খুজচ্ছেন! তাহলে আপনি ঠিক জায়গায়,এসেছেন। ❗কিশোরগঞ্জ❗ আমরাই প্রথম 🐝🐝মৌ চাক থেকে সরাসরি খাটিঁ ফ্রেশ পিউর মধু সংগ্রহ করে থাকি ✅✅ আপনারা যদি খাঁটি মধু নিতে চান তাহলে ইনবক্সে যোগাযোগ করুন♻️♻️অল বাংলাদেশ এ ডেলিবারি পার্সেল দিয়ে থাকি🔥

23/08/2025

আসসালামু আলাইকুম-🌼
🐝মৌ চাক থেকে কিভাবে মধু সংগ্রহ করা হয়।
বিডিও আপনাদের মাঝে নিয়ে আসা হলো।
💥আপনারা নিজ চোখে দেখে মধু নিন। খাঁটি ফ্রেশ পিউর মধু, আলহামদুলিল্লাহ ❣️

22/08/2025

🐝🐝মৌ চাক ভাঙা হবে।
কার কার চাক এর মধু লাগবে।
নিতে অর্ডার করুন-🌹

আসসালামু আলাইকুম 🌻🍯 পানিতে মধু মেশানোর পরীক্ষা — বিজ্ঞান কী বলে? 🔬🍀অনেকে বলেন, মধু পানিতে দিলে যদি তলায় বসে যায় তবে খাঁট...
14/08/2025

আসসালামু আলাইকুম 🌻
🍯 পানিতে মধু মেশানোর পরীক্ষা — বিজ্ঞান কী বলে? 🔬
🍀অনেকে বলেন, মধু পানিতে দিলে যদি তলায় বসে যায় তবে খাঁটি, আর মিশে গেলে ভেজাল!

🌡️কিন্তু বিজ্ঞান বলছে — এই ধারণা সবসময় সঠিক নয়।

✅ মধুর ঘনত্ব, আর্দ্রতা, এবং কোন ফুলের রস থেকে তৈরি
— এসবের উপর নির্ভর করে মধু পানিতে কেমন আচরণ করবে।
🥰 কখনো খাঁটি মধুও পানিতে দ্রুত মিশে যেতে পারে,
🐝 আবার ভেজাল মধুও তলায় বসে থাকতে পারে।

💡 তাই শুধু এই পরীক্ষায় ভরসা না করে,
🍯 সংগ্রহ করুন বিশ্বাসযোগ্য উৎস থেকে 🐝
🌱প্রাকৃতিক সিজন মৌসুম অনুযায়ী মধু সবসময় পাবেন আমাদের কাছে।

Honey's Worldসবসময় আপনাদের পাশেই রয়েছে। চাক থেকে সংগ্রহ খাঁটি মধু দিচ্ছে।🌻

🔥খাটিঁ,খাটিঁ,খাটিঁ✅🔥মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি ফ্রেশ পিউর মধু নিতে এখনি অর্ডার করুন- Honey's World পেইজ এ।
11/08/2025

🔥খাটিঁ,খাটিঁ,খাটিঁ✅
🔥মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি ফ্রেশ পিউর মধু নিতে এখনি অর্ডার করুন- Honey's World পেইজ এ।

05/08/2025

মৌ চাক ভাঙা হবে
খাঁটি পিউর ফ্রেশ মধু নিতে এখনি অর্ডার করুন- 🍀

আসসালামু আলাইকুম -🐝আজকের মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি মধু 🐝আজকের ডেলিবারি 4 কেজি মধু চলে যাবে ক্লায়েন্ট দের ঠিকানায় ✅ যাদের ...
24/07/2025

আসসালামু আলাইকুম -
🐝আজকের মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি মধু 🐝
আজকের ডেলিবারি 4 কেজি মধু চলে যাবে ক্লায়েন্ট দের ঠিকানায় ✅ যাদের লাগবে নিতে পারেন। ধন্যবাদ 💙

Alhamdulillah🌼 🧡আজকের ডেলিবারি 5kg খাঁটি মধু চলে যাবে ক্লায়েন্ট দের ঠিকানায় ✅সকলেই মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি মধু নিতে পার...
11/07/2025

Alhamdulillah🌼
🧡আজকের ডেলিবারি 5kg খাঁটি মধু চলে যাবে ক্লায়েন্ট দের ঠিকানায় ✅সকলেই মৌ চাক থেকে সংগ্রহ খাঁটি মধু নিতে পারেন 🔥🔥
📜 _বিশ্বাসের ছোঁয়ায় খাঁটি পণ্য — আপনার হাতে,
(হালাল, বিশ্বস্ত ও ১০০% খাঁটি চাক এর প্রাকৃতিক মধু🐝🐝
> قال رسول الله ﷺ:
-রাসুল (সা:) বলেছেন :“যে ব্যক্তি মধু খাবে, আল্লাহ তার জন্য এক হাজার রোগের ওষুধ বানিয়ে দেবেন”
(বায়হাকী)

🌱আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!

☑️ হাদিসে আছে,

> “সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী নবীদের, সিদ্দিকদের ও শহীদদের সাথে হাশর হবেন” — (তিরমিজি)
আমরা এই মর্যাদা অর্জন করতে চাই — সৎভাবে।

🥄 মধুর উপকারিতা:

✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ পেটের গ্যাস, আলসার ও হজমে উপকারী
✅ ওজন কমাতে ও ত্বক উজ্জ্বল করতে সহায়ক
✅ সর্দি-কাশিতে দারুণ কার্যকর
✅ কুরআনে মধুকে ‘আরোগ্য’ বলা হয়েছে —

> "তাতে মানুষের জন্য আছে রোগের নিরাময়..." – (সূরা নাহল ১৬:৬৯)"

08/07/2025

_🌼আসসালামু আলাইকুম🌼 -
🌱চাক থেকে সংগ্রহ খাঁটি মধু সবসময় পাবেন আমাদের কাছে ✅১০০% ফ্রেশ পিউর।
আলহামদুলিল্লাহ 💛

08/07/2025

আগামীকাল মৌ চাক ভাঙা হবে।
ফ্রেশ খাঁটি মধু নিতে অর্ডার করুন- 🍀

❌মধু ফ্রিজে রাখলে জমে যাওয়ার প্রধান কারণ হলো এতে থাকা প্রাকৃতিক শর্করা, বিশেষ করে গ্লুকোজ। গ্লুকোজ ঠান্ডা পরিবেশে কেলাস...
26/06/2025

❌মধু ফ্রিজে রাখলে জমে যাওয়ার প্রধান কারণ হলো এতে থাকা প্রাকৃতিক শর্করা, বিশেষ করে গ্লুকোজ। গ্লুকোজ ঠান্ডা পরিবেশে কেলাসিত হয়ে দানাদার আকারে জমাট বাঁধে, ফলে মধু ঘন বা জমাটবদ্ধ হয়ে যায়। ❗

এখানে আরও কিছু বিষয় আলোচনা করা হলো:

📌মধুর গঠন:
মধু মূলত গ্লুকোজ এবং ফ্রুক্টোজ নামক দুটি প্রধান শর্করা দিয়ে গঠিত।

📌ঠান্ডার প্রভাব:
ফ্রিজে কম তাপমাত্রায় গ্লুকোজ কেলাসিত হতে শুরু করে এবং মধুর মধ্যে দানাদার গঠন তৈরি করে।

📌প্রাকৃতিক প্রক্রিয়া:
এটি মধুর একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং ভেজালের সাথে এর কোনো সম্পর্ক নেই।

📌অন্যান্য উপাদান:
মধুর মধ্যে থাকা অন্যান্য উপাদান, যেমন অ্যামাইনো অ্যাসিড, খনিজ পদার্থ এবং ভিটামিনও এই জমাট বাঁধার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।

📌সংরক্ষণ:
মধু সাধারণত ঘরের স্বাভাবিক তাপমাত্রায় রাখাই ভালো। তবে, যদি জমাট বেঁধে যায়, তবে হালকা গরম পানিতে কিছুক্ষণ রাখলে এটি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

📌মধু ফ্রিজে রাখলে অন্নান্য খাবারের মতো এর মধ্যে পরিবর্তন দেখা দেয়, সব থেকে বড় কথা হলো মধুর এনজাইম পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, এখন আপনার মন চাইলে ভালো মধু ফ্রিজে রাইখা নষ্ট কইরা খাইয়েন, আমার কি? উপকার পাইবেন্না পরে বলবেন মধু খারাপ।
Honey's World অর্ডার করুন- পেইজ এ খাটিঁ মধু নিন ✅

Address

Eity Cottage
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Honey's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share