আরাফের আম্মু

আরাফের আম্মু Simple lifestyle of villages
(1)

21/08/2025

পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়।পেয়ারা সহ পাতা খেয়ে নিচ্ছে🤣🤣

শুভ রাত্রি ❤️❤️
20/08/2025

শুভ রাত্রি ❤️❤️

20/08/2025

মানসিক শান্তির থেকে দামী পৃথিবীতে আর কিছু নেই।

18/08/2025

সেলফি জোন রেস্টুরেন্ট কিশোরগঞ্জ।

13/08/2025

Good Night Everyone

11/08/2025

২০ দিন বাসায় না থাকায় ছাদ বাগানের অবস্থা😢😢😢😢

11/08/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars – they help me earn money to keep making content that you love.

Whenever you see the Stars icon, you can send me Stars.

10/08/2025

মাটির চুলায় রান্না কার কার ভালো লাগে?❤️❤️❤️❤️

সবাই শেয়ার দিয়ে রাখুন যার বাড়িতে ৯মাস থেকে ১৫বছর বয়সী বাচ্চা আছে❤️❤️
09/08/2025

সবাই শেয়ার দিয়ে রাখুন যার বাড়িতে ৯মাস থেকে ১৫বছর বয়সী বাচ্চা আছে❤️❤️

08/08/2025

গরু সবচেয়ে ভদ্র পশু।তাই গরু আমার অনেক পছন্দের❤️❤️❤️❤️❤️🍀

স্বপ্ন যাবে বাড়ি আমার😭😭😢😢বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে কি অসহায় চাহনি লোকটার😢😢আল্লাহ উনাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিনড্রাইভ...
06/08/2025

স্বপ্ন যাবে বাড়ি আমার😭😭😢😢বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে কি অসহায় চাহনি লোকটার😢😢আল্লাহ উনাকে ধৈর্য শক্তি বাড়িয়ে দিন

ড্রাইভারকে বলতেছি, তুই লক খোল। জানালা খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে। গাড়ি জাহান্নামে যাক তুই আগে লক খুল। পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে। পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি। বাকি সবাই মা*রা গেছে।-----ওমান প্রবাসী

নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যাওয়ার ঘটনায় ওমান প্রবাসী বাহার উদ্দীনের পরিবারের সাত জন মা*রা গেছেন। গাড়ি ডুবে যাওয়ার আগের অবস্থা বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, গাড়ি খাদে পড়ে ডুবে যায়নি। নৌকার মতো ভাসছিল। আমি বারবার ড্রাইভারকে বলছিলাম, লক খুল। তবু সে খোলেনি।

প্রবাসী বাহার উদ্দীন বলেন, ‘ড্রাইভারকে বলতেছি, তুই লক খোল। জানালা খুলে দিলে সবাই সাঁতার কেটে বের হয়ে যাবে। গাড়ি জাহান্নামে যাক তুই আগে লক খুল। পরে সে আস্তে করে জানালা দিয়ে বের হয়ে গেছে। পরে আমরা জানালা ভেঙে কয়েকজন বের হয়েছি। বাকি সবাই মারা গেছে।’

তিনি বলেন, ‘যদি লক খুলতো তাহলে সবাই বেঁচে যেতো।’

বাহার উদ্দীন আক্ষেপ করে তার পরিবারের লোকদের সম্পর্কে বলেন, ‘আমি এদের সবাইকে নিষেধ করেছিলাম। এরা অল্পবয়সি, এরা যাতে না আসে। বলেছিলাম, আমি তো সকাল সকাল চলে যাব। এরা শোনেনি।’

ওমান প্রবাসী তিনবছর পর দেশে ফিরছিলেন। তাকে স্বাগত জানাতে লক্ষ্মীপুর থেকে ঢাকা গিয়েছিলেন তার পরিবারের লোকজন। কিন্তু ফেরত আসার সময় নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাসের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে ৭ জন নিহত হন। বুধবার (৬ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত সময় সংবাদকে জানান, লক্ষ্মীপুরের চৌপল্লী গ্রামের বাহার উদ্দিনকে ঢাকা বিমানবন্দর থেকে নিয়ে বাসায় ফিরছিলেন পরিবারের সদস্যরা। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ থানাধীন পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুরে হাইস মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে ডুবে যায়। কয়েকজন বের হতে পারলেও বাকিরা ভেতরে আটকা পড়ে মারা যান।

নিহতরা হলেন: ওমান প্রবাসী বাহার উদ্দিনের নানী ফয়েজ্জুনেছা (৮০), মা মোরশিদা বেগম (৫৫), স্ত্রী কবিতা বেগম (২৪), ভাবি লাবনী বেগম (৩০), ভাতিজি রেশমি আক্তার (৮), ভাতিজি লামিয়া আক্তার (৯) ও মেয়ে মীম আক্তার (২)।

প্রবাসী বাহার উদ্দীনের বাবা আব্দুর রহীম সময় সংবাদকে বলেন, ‘ড্রাইভার বারবার ঝিমাচ্ছিল। আমরা কয়েকবারই বলেছি, তুমি গাড়ি দাঁড় করিয়ে প্রয়োজনে ঘুমাও। সে বলে যে, না সমস্যা নেই; যাইতে পারব।’

তিনি বলেন, ‘যাইতে পারব বলার পর রাস্তায় কয়েকবার এমন হয়েছে যে ঘুমাতে ঘুমাতে আবার ঝটকা দিয়ে সজাগ হতো। চৌমুহনী আসার পরও আমরা বলেছি তুমি দরকার হলে কতক্ষণ ঘুমিয়ে নাও। আমাদের এভাবে যাওয়ার প্রয়োজন নেই। কারণ তোমার চোখে ঘুম বেশি। এভাবে বাংলাবাজার আসার পরও আমরা তাকে ঘুমাতে বলি। এরপর হঠাৎ ঘুম থেকে ঝটকা দিয়ে উঠে সে গাড়ি পাশের খালে ফেলে দেয়।’

আব্দুর রহীম বলেন, ‘গাড়িতে আমি, আমার ছেলে, আমার ছেলের বউ তিন জন, আমার শাশুড়ি, আমার স্ত্রী ও তিন নাতনী। এর মধ্যে আমরা ৪ জন বের হতে পেরেছি। বাকি সবাই মারা গেছে।’

Address

Kishoreganj

Telephone

+8801950305585

Website

Alerts

Be the first to know and let us send you an email when আরাফের আম্মু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share