10/07/2025
✅ শাকসবজি বাজারে ঢোকার সময় ২০টি বাংলা ও ইংরেজি বাক্য: চলুন শিখি
1. আমি বাজারে ঢুকছি।
👉 I am entering the market.
2. বাজারটা আজ অনেক ব্যস্ত।
👉 The market is very busy today.
3. চারপাশে অনেক মানুষ।
👉 There are many people around.
4. খুব ভিড় দেখাচ্ছে।
👉 It looks very crowded.
5. প্রথমে দেখি কী কী লাগবে।
👉 Let me first see what I need.
6. আজকে তাজা শাকসবজি কিনবো।
👉 Today I will buy fresh vegetables.
7. সবজি গুলোর মান কেমন দেখতে।
👉 Let's see the quality of the vegetables.
8. আমি পছন্দমতো দোকান খুঁজছি।
👉 I am looking for my preferred shop.
9. এই দোকানটা ভালো মনে হচ্ছে।
👉 This shop looks good.
10. আমি সবজির দাম জিজ্ঞেস করব।
👉 I will ask the price of the vegetables.
11. আগে একটু ঘুরে দেখি।
👉 Let me take a quick look around first.
12. মনে হচ্ছে আজ তাজা সবজি এসেছে।
👉 It seems fresh vegetables have arrived today.
13. কোথায় আলু পাওয়া যায়?
👉 Where can I find potatoes?
14. আমি একটা থলে এনেছি।
👉 I have brought a bag.
15. আমার লিস্ট অনুযায়ী কিনবো।
👉 I will buy according to my list.
16. দোকানদাররা খুব ব্যস্ত।
👉 The vendors are very busy.
17. বাজারে হাঁটা কঠিন আজ।
👉 It's hard to walk in the market today.
18. সাবধানে চলতে হবে।
👉 I have to walk carefully.
19. আজ বেশি সময় লাগবে মনে হয়।
👉 I think it will take more time today.
20. এবার কেনাকাটা শুরু করি।
👉 Let’s start shopping now.
লেখাটা ভালো লাগলে অবশ্যই Follow দিয়ে পাশে থাকুন। ❤️❤️❤️