
20/03/2024
আসসালামু আলাইকুম
আপনারা জেনে খুশি হবেন যে, আগামী ১২ই এপ্রিল ২০২৪ তারিখ রোজ শুক্রবার "৩য় তম হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪" অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, ২০১৮ সালে উপর্যুক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতা আরম্ভ হয়েছিল। এই বছরের প্রতিযোগিতায় ছাতিরচর গ্রাম এবং গ্রামের বাহিরের বিভিন্ন মাদরাসার হাফেজগণ প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করবেন। উক্ত হিফজুল কুরআন প্রতিযোগিতায় আপনারা সবাই আমন্ত্রিত।
হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪
------------------------------------------------------
#আয়োজক:
ছাতিরচর স্টুডেন্ট ডেভলপমেন্ট ফোরাম (CSDF)
#সার্বিক_ব্যবস্থাপনায়:
"ছাতিরচর ইসলামিক কালচারাল সেন্টার(CICC)"
#সহযোগিতায়:
"CSDF ও 02 F ব্যাচ"।
#স্থান:
ছাতিরচর মাদরাসায়ে ইমদাদিয়া দারুল উলুম
#হাফেজগণের_গ্রুপ:
পবিত্র কুরআন মাজীদের ১ থেকে ২০ পারা
#বয়স: অনূর্ধ্ব ১৬ বছর
আমি এই মহতী উদ্যোগের উত্তরোত্তর সফলতা কামনা করি এবং যারা এই উদ্যোগের পেছনে কাজ করেছেন, করছেন এবং করতে থাকবেন আল্লাহ তা'আলা তাদেরকে উত্তম প্রতিদান দিন- আমিন।
ছবি:
১। হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৪ এর পোস্টার
২। বিগত বছরের অনুষ্ঠানের ছবি সমূহ (২০১৮ & ২০২৩)
#ছাতিরচর