কিশোরগঞ্জ জেলা - Kishoreganj District

কিশোরগঞ্জ জেলা - Kishoreganj District কিশোরগঞ্জ জেলার ইতিবৃত্ত ও সমসাময়িক খবরাখবর।

পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না, ঘটে ভালো মানুষের সাথেই! যারা কোমল হৃদয়ের মানুষ, সরল মন, বেছে বেছে ত...
22/11/2025

পৃথিবীতে খারাপ কিছু কখনোই খারাপ মানুষের সাথে ঘটে না, ঘটে ভালো মানুষের সাথেই! যারা কোমল হৃদয়ের মানুষ, সরল মন, বেছে বেছে তাদের সাথেই খারাপ কিছু ঘটে।

পৃথিবীর যত যন্ত্রণা– বঞ্চনা, দুঃখ–কষ্ট আর বেদনা, সবই কেবল ভালো এবং নরম মনের মানুষগুলোর জীবনেই থাকে! হতাশা, একাকিত্ব আর নিঃসঙ্গতায় জীবন হয়ে ওঠে তাদের দুর্বিষহ!

বারবার একইভাবে আঘাত পেতে পেতে বেঁচে থাকার ইচ্ছে তারাই হারায়, যারা পৃথিবীতে সরল মনের মানুষ।আপন মানুষ হোক কিংবা পর, সবাই কেবল সবচেয়ে যে নরম স্বভাবের, তাকেই বেছে নেয়।

যারা প্রতিবাদ করতে জানে না, যারা প্রতিশোধ নেয় না, যারা কারো ক্ষতি করে না, যারা কাউকে কষ্ট দিতে জানে না, ঠিক তারাই পৃথিবীতে সবচেয়ে বেশি যন্ত্রণা ভোগ করে! চতুর মানুষ কখনো অন্য আরেকজন চতুর মানুষকে ঠকাতে পারে না।

পৃথিবীতে খারাপ মানুষের অভাব নেই, অভাব তো কেবল ভালো মানুষের। আর এই ভালো এবং সরল মানুষগুলোই নির্মম পৃথিবীতে সবচেয়ে বেশি অপমান–অপদস্ত হয়, সবচেয়ে বেশি কষ্টভোগ করে, আর সবচেয়ে বেশি অসুখী হয়!

Kishoreganj Beauty Hacks

# #সংগৃহীত

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন...
20/11/2025

মেক্সিকো ভ্রমণে গেছেন এক পর্যটক। ঘুরতে ঘুরতে তিনি গেলেন সমুদ্রের পাড়ে। সেখানে জেলেদের মাছ ধরা দেখে তিনি দারুণ মজা পেলেন। তাদের কাছে গিয়ে পর্যটক বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জানতে চান।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চায়।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্ট করতে যাব কেন?"
Kishoreganj Beauty Hacks

#সংগৃহীত #সংগৃহীত

বিদায় জেলা প্রশাসক কিশোরগঞ্জ  "যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবুও চলে যায়।Kishoreganj Beauty Hacks 🥰   #  #সংগৃহী...
18/11/2025

বিদায় জেলা প্রশাসক কিশোরগঞ্জ
"যেতে নাহি দিব হায় তবু যেতে দিতে হয় তবুও চলে যায়।

Kishoreganj Beauty Hacks
🥰

# #সংগৃহীত

18/11/2025

সফল হতে চাইলে—সবার আগে নিজেকে ডেভেলপ করুন।

হয়তো দেখছেন আশেপাশের মানুষগুলো এগিয়ে গেছে, বন্ধু-বান্ধব সবাই কিছু না কিছু করছে…
আর আপনি যেন একই জায়গায় থেমে আছেন।
এটার মানে এই না যে আপনি দুর্বল—বরং আপনার পরিবেশটাই আপনার গ্রোথ আটকাচ্ছে।

---
মনে রাখুন:

বড় গাছের নিচে ছোট গাছ কখনো বেড়ে ওঠে না।
কারো ছায়া ধরে থাকলে নিজের রোদ পাওয়া যায় না।
তাই চাইলে নিজের শহর ছাড়ুন, না হলে অন্তত সেই সার্কেলটা ছেড়ে দিন—
যেখানে বছরের পর বছর থেকেও আপনাকে এগোতে সাহায্য করেনি।

---

সাফল্যের জন্য মাঝে মাঝে লুকিয়ে যেতে হয়।

যেমন ফাস্ট বোলার রানআপ নিতে পিছিয়ে যায়—
পিছিয়ে যাওয়া তার দুর্বলতা নয়, বরং শক্তভাবে ফিরে আসার প্রস্তুতি।
আপনাকেও তেমনভাবে কিছুদিন আড়ালে যেতে হবে—নিজেকে গড়তে হবে।

হয়তো আপনাকে নিয়ে কথা হবে, সমালোচনা হবে…
কিন্তু চুপ থাকুন, সহ্য করুন।
কারণ সফল হওয়ার পর সেই একই মানুষই আপনাকে বাহবা দেবে।

---

এখন আপনার কাজ—একটা স্কিল মাস্টার করা।

ভিডিও এডিটিং
গ্রাফিক্স ডিজাইন
কোডিং
ইউটিউবিং
রান্নাবান্না
— কিছু একটা ধরুন এবং ৬ মাস আগুনের মতো লেগে থাকুন।

মনে রাখবেন—
একটা ডিগ্রির চেয়ে একটা স্কিল অনেক বেশি প্রোডাক্টিভ।

একজন মেন্টর ধরুন, কোর্স করুন, ইউটিউবে শিখুন—
নিজের উপর খরচ করতে শিখুন।
কারণ নিজের ভেতর বিনিয়োগই জীবন বদলে দেয়।

---

ভ্রমণ করুন, দৃষ্টিভঙ্গি বদলান।

অযথা খরচ না করে ছোট ছোট সেভিংস করুন—
এক-দুইটা দেশ ঘুরে আসুন।
এতে আপনার প্রোফাইল আপগ্রেড হবে, চিন্তাভাবনা বড় হবে,
আর বিদেশে যাওয়ার পথ আরও সহজ হবে।

---

প্রোডাক্টিভ মানুষদের সাথে মিশুন।

যেখানে উন্নয়ন নেই, সেই সার্কেল ছেড়ে দিন।
আপনি যাদের সাথে সময় কাটান, আপনি ঠিক তাদের মতোই হয়ে যান।
তাই উদ্যমী, পরিশ্রমী, সৎ মানুষের সাথে নিজেকে যুক্ত করুন।

---

স্বাস্থ্য = আত্মবিশ্বাস

জিম করুন বা বাসায় ব্যায়াম করুন—
মাত্র ৬ মাসেই শরীরের গঠন পাল্টে যাবে।
শক্তিশালী হাত, দৃঢ় বুক, ভালো ফিটনেস—
এগুলো আপনার ভেতরের আত্মবিশ্বাসকে বহুগুণে বাড়াবে।
মানুষের মাঝে গেলেও নিজেকে আর ছোট মনে হবে না।

---
ইংরেজি শিখুন—সুযোগের দরজা খুলে যাবে।

এখন AI-এর যুগ—
ইংরেজি না জানলে অনেক জিনিস থেকেই আপনি বঞ্চিত হবেন।
ধীরে ধীরে হলেও, কথোপকথন শুরু করুন—
এক বছর পর নিজেকেই চিনতে পারবেন না।

---
পরিকল্পনা নিন—আর টাকার অপচয় বন্ধ করুন।

আগামী ৬ মাসের জন্য একটা স্ট্র্যাটেজি ঠিক করুন—
কি শিখবেন, কি করবেন, কি বাদ দেবেন—সব লিখে নিন।
৬ মাসই যথেষ্ট আপনার জীবনকে নতুন পথে নেওয়ার জন্য।

---

চেষ্টা মানুষের, ফল সৃষ্টিকর্তার।
আমরা পরিকল্পনা করি, কিন্তু আমাদের জন্য
সবচেয়ে সুন্দর পরিকল্পনা করেন তিনিই।
তাই পরিশ্রম করুন, শিখুন, বদলান—
বাকি পথ খুলে যাবে।

এরকম তথ্যবহুল পোস্ট পেতে পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে থাকুন Kishoreganj Beauty Hacks

#সংগৃহীত

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়...
12/11/2025

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!

কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই, পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে! লাল পিঁপড়ারা ধারণা করবে, কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে, লাল পিঁপড়াগুলো তাদের শত্রু! অথচ, প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল, সে।

মানব সমাজেও ঠিক এটিই ঘটে! পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ।

তাই, পরস্পরকে মারতে ছোটার আগে, আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত, বয়ামটি ঝাঁকাচ্ছে কে!
Kishoreganj Beauty Hacks

ভোটের দামামা: কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অ...
05/11/2025

ভোটের দামামা: কিশোরগঞ্জ-৪ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট রোকন রেজা শেখ।

Kishoreganj Beauty Hacks

শিম আর আলু দিয়ে কৈ মাছে পাতলা ঝোল!🥰❤️🥰Kishoreganj Beauty Hacks
03/11/2025

শিম আর আলু দিয়ে কৈ মাছে পাতলা ঝোল!

🥰❤️🥰

Kishoreganj Beauty Hacks


মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক ...
02/11/2025

মানুষ কখনও পাহাড়ে হোঁচট খায় না, হোঁচট খায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট পাথরের টুকরাতে। পাহাড়ের মতো বিশাল কিছুর সামনে আমরা সতর্ক থাকি, প্রস্তুত থাকি। কিন্তু ইট পাথরগুলো আমাদের দৃষ্টি এড়িয়ে যায়, যে কারণে প্রায়ই আমরা ইট পাথরে পা হড়কে পড়ে যাই।

জীবনের মতোই, সম্পর্কের পথও এরকমই। একটি সম্পর্ক – সেটা প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য কিংবা পারিবারিক যাই হোক না কেন – কখনোই বড় কোনো ইস্যুতে ভেঙে পড়ে না। সম্পর্ক ভাঙে ছোট ছোট ভুল বোঝাবুঝি, অবহেলা, না বলা কথার ভেতরে জমে থাকা কষ্ট, কিংবা সময়মতো একটুখানি মনোযোগ না দেওয়ার কারণে। এই ছোট ছোট অপ্রাপ্তিগুলো প্রথমে হয়ত তেমন একটা গুরুত্ব পায় না, কিন্তু দিনে দিনে সেগুলো জমতে জমতে পাহাড়ের চেয়েও বড় হয়ে ওঠে। একটা সময়ে গিয়ে যখন আর বোঝাপড়ার কোনো রাস্তা খোলা থাকে না, বিচ্ছেদ হয়ে ওঠে একমাত্র সমাধান।

আমরা অনেক সময় ভাবি, “এতো ছোট একটা বিষয়, ও এতটা রাগ করল কেন?” কিন্তু ওই ছোট্ট বিষয়টাই হয়ত তার কাছে বড় ছিল। হয়ত সে প্রতিদিন একটু কথা বলে হালকা হতে চেয়েছিল, হয়ত ও একটুখানি বেশি সময় চেয়েছিল, হয়ত আপনার কোনো একটা বাক্য বা অভিব্যক্তি তার মনে অনেক গভীর ক্ষত তৈরি করেছে। একটি ক্ষতের জন্য সবসময় বড় অস্ত্র লাগে না, ক্ষত গভীর হয় তখনই যখন অনুভূতির জায়গায় আঘাত লাগে।

তাই একটি সম্পর্ক টিকিয়ে রাখতে হলে বড় কিছু করার প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়ে ছোট ছোট যত্নের, সামান্য খেয়ালের, একটুখানি বোঝাপড়ার।

সময়মতো একটি মেসেজ, ক্লান্ত দিনে এক কাপ চা, কষ্টে থাকা মানুষটার পাশে নীরব উপস্থিতি, কিংবা কেবল মন দিয়ে তার মনের কথাগুলো শোনা — এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আজীবনের বন্ধন গড়ে তোলে।

সম্পর্ক মানে একে অপরের জায়গায় নিজেকে কল্পনা করতে পারা। তার অনুভূতিকে তার দৃষ্টিভঙ্গি থেকে উপলব্ধি করার চেষ্টা করা। একটুখানি কেয়ার, একটুখানি সম্মান, একটুখানি গুরুত্ব দেওয়া, একটুখানি সহানুভূতি — এগুলোই একটি সম্পর্কের মেরুদণ্ড।

মনে রাখবেন, সম্পর্ক একটি সুন্দর বাগানের মতো। প্রতিদিন সেখানে একটু করে পানি দিতে হয়, আগাছা পরিষ্কার করতে হয়, খেয়াল রাখতে হয় সূর্যের আলো পড়ছে কিনা। অবহেলা করলেই তা শুকিয়ে যায়। তাই সম্পর্কের ছোট ছোট বিষয়গুলোকে অবহেলা নয়, বরং যত্নে আলিঙ্গন করা উচিত। কেননা, জীবনের সবথেকে বড় সুখ লুকিয়ে থাকে ওই ছোট ছোট খুঁটিনাটিতেই!

Kishoreganj Beauty Hacks


গ্রাম বাংলায় এই পদ্ধতিতে মাছ ধরাকে কি নামে ডাকা হয়?❤️🥰❤️Kishoreganj Beauty Hacks  🥰❤️🥰
01/11/2025

গ্রাম বাংলায় এই পদ্ধতিতে মাছ ধরাকে কি নামে ডাকা হয়?
❤️🥰❤️

Kishoreganj Beauty Hacks

🥰❤️🥰


একটু গভীরভাবে ভাবুন— আজ থেকে ঠিক ১০০ বছর পর, এই পৃথিবীতে আজ যারা আছি, তাদের কেউই থাকবে না। আমরা সবাই চলে যাবো সেই অনন্ত ...
01/11/2025

একটু গভীরভাবে ভাবুন— আজ থেকে ঠিক ১০০ বছর পর, এই পৃথিবীতে আজ যারা আছি, তাদের কেউই থাকবে না। আমরা সবাই চলে যাবো সেই অনন্ত অজানায়, যেখানে রাজা-গরিব, ধনী-দরিদ্র, জ্ঞানী-অজ্ঞানী—সবাই সমান। কিন্তু এই সাময়িক জীবনের মধ্যেই আমরা কেমন ব্যস্ত হয়ে পড়ি অহংকারে, হিংসায়, প্রতিযোগিতায়! যেন এই পৃথিবীটাই আমাদের চিরস্থায়ী ঠিকানা।

আমরা ভুলে যাই— সময় কাউকে ছাড় দেয় না। যে মানুষ আজ ক্ষমতায়, কাল সে হয়তো কবরের মাটিতে। যে আজ অহংকারে ভাসছে, কাল হয়তো নীরবতার মাঝে হারিয়ে যাবে। অথচ একটু বিনয়, একটু ভালোবাসা, আর একটু ক্ষমা—এগুলোই হতে পারত জীবনের আসল গৌরব।

জীবন আসলে খুবই ক্ষণস্থায়ী এক সফর। আমরা এসেছি পরীক্ষার জন্য, কিন্তু এখানে স্থায়ী হয়ে যাওয়ার মতো আচরণ করছি। যে মানুষ সত্যিই বুদ্ধিমান, সে জানে— মৃত্যুর পরে থাকবে না সম্পদ, না গর্ব; শুধু থাকবে ভালো কাজের স্মৃতি আর মানুষের দোয়া।

তাই অহংকার নয়, বিনয়কে বেছে নিন। হিংসা নয়, সহানুভূতিকে বেছে নিন। কারণ এই অল্প হায়াতের পৃথিবীতে, সবকিছুই ক্ষণিকের অতিথি মাত্র।

Kishoreganj Beauty Hacks


নিজের উন্নতি আর মর্যাদা ধরে রাখার ২০টি জীবনের পাঠ :একসময় আসে, যখন তুমি বুঝে ফেলো—সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজের মর্যা...
01/11/2025

নিজের উন্নতি আর মর্যাদা ধরে রাখার ২০টি জীবনের পাঠ :

একসময় আসে, যখন তুমি বুঝে ফেলো—সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজের মর্যাদা হারাচ্ছো।
তখনই শুরু হয় আসল পরিবর্তন।
এই গল্প সেই মানুষটার, যে শিখে নিয়েছে নিজের প্রতি শ্রদ্ধা কেমন জিনিস।

1. যারা তোমাকে খোঁজে না, তাদের খুঁজে বেড়ানো বন্ধ করো।
তুমি কারও পিছনে নয়, নিজের পথে হাঁটার জন্যই জন্মেছো।

2. কারও কাছে কিছু ভিক্ষা কোরো না।
প্রাপ্য জিনিস অর্জন করো নিজের যোগ্যতায়।

3. অযথা কথা বলে নিজের মান কমিয়ে ফেলো না।
নীরবতা অনেক সময় সবচেয়ে জোরালো উত্তর হয়।

4. কেউ অসম্মান করলে সীমা টেনে দাও।
কারণ আত্মসম্মান একবার হারালে, সেটা ফেরত পাওয়া কঠিন।

5. অন্যের জিনিসে নির্ভরশীল হয়ো না।
নিজের সামর্থ্য তৈরি করাই আসল স্বাধীনতা।

6. যারা শুধু নেয়, দেয় না—তাদের থেকে দূরে থাকো।
অসম সম্পর্ক একসময় তোমাকেই ক্লান্ত করে দেবে।

7. নিজের উপর বিনিয়োগ করো।
নতুন কিছু শেখো, নিজেকে উন্নত করো, নিজের সুখকে গুরুত্ব দাও।

8. অন্যদের নিয়ে গসিপ বন্ধ করো।
অন্যকে ছোট করে কেউ বড় হয় না।

9. বলার আগে ভেবে নাও।
তোমার কথাই তোমার চরিত্রের প্রতিচ্ছবি।

10. সবসময় নিজেকে সেরা ভার্সনে রাখো।
পোশাকে, আচরণে, ব্যক্তিত্বে—সব জায়গায় তোমার উপস্থিতি যেন সম্মানের প্রতীক হয়।

11. নিজের লক্ষ্য নিয়ে ব্যস্ত থাকো।
অন্যদের গল্পে সময় নষ্ট না করে নিজের গল্প লিখো।

12. সময়কে সম্মান করো।
সময় নষ্ট করার অভ্যাসই তোমাকে পিছিয়ে দেয়।

13. যেখানে সম্মান নেই, সেখান থেকে দূরে সরে আসো।
নিজের উপস্থিতি কাউকে বোঝানোর দরকার নেই—সম্মান না পেলে চলে আসো।

14. নিজের উপর খরচ করো।
নিজেকে ভালো রাখার অভ্যাসই তোমার মান তৈরি করে।

15. নিজেকে মাঝে মাঝে দুর্লভ করে তুলো।
সবসময় পাওয়া যায় এমন মানুষকে কেউ গুরুত্ব দেয় না।

16. দাতা হওয়ার চেষ্টা করো।
দেয়া শিখো—প্রতিদান আসবেই।

17. যেখান থেকে আমন্ত্রণ নেই, সেখানে যেও না।
আর যেখানেই যাও, সীমা বুঝে থেকো।

18. মানুষকে তাদের প্রাপ্য অনুযায়ী আচরণ করো।
সবাই একই সম্মান পাওয়ার যোগ্য নয়।

19. যদি টাকা ধার না থাকে, তাহলে কাউকে দু’বারের বেশি ফোন কোরো না।
যারা সত্যিই তোমাকে মূল্য দেয়, তারা নিজেরাই ফিরে আসবে।

20. যা করো, তাতে দক্ষ হও।
তোমার দক্ষতাই হবে তোমার পরিচয়।

---

জীবন মানে সবার সঙ্গে ভালো থাকা নয়—নিজের সঙ্গে ভালো থাকা।
একদিন তুমি বুঝবে, আত্মসম্মান হারিয়ে পাওয়

মানুষ নানাভাবে শেখে। ঠেকে শেখে, অভিজ্ঞতার আলোকে শেখে, পড়ে ও দেখে শেখে। জেনে নিন জীবনের এমন কিছু সত্য, যা আপনার জীবনের পথ...
28/10/2025

মানুষ নানাভাবে শেখে। ঠেকে শেখে, অভিজ্ঞতার আলোকে শেখে, পড়ে ও দেখে শেখে। জেনে নিন জীবনের এমন কিছু সত্য, যা আপনার জীবনের পথচলা সহজ করবে, সেখানে খানিকটা হলেও স্বস্তি আনবে।

যিনি সবারই বন্ধু, তাঁর সঙ্গে বুঝেশুনে চলুন। এ রকম ব্যক্তির সঙ্গে হুট করে বন্ধুত্ব তো নয়ই; বরং নিরাপদ দূরত্বে থাকুন। আর কিছু কিছু মানুষ থেকে আপনি যত দূরে থাকবেন, ততই ভালো।

অন্যের দ্বারা কেবল ব্যবহৃত হওয়ার চেয়ে একা থাকা ঢের ভালো।

আপনার আশপাশে এমন কিছু মানুষ থাকেন, যাঁদের আপনি পছন্দ করেন না। মূলত সেই সব মানুষের জন্য আপনি এমন সব পরিস্থিতিতে পড়েন, যেসব আপনার জন্য অস্বস্তিকর ও বিরক্তিকর। যেসব আপনার ভেতরে আত্মবিশ্বাসহীনতা, দ্বিধার সংকট তৈরি করে। আর্থিক সচ্ছলতা আপনাকে এ ধরনের মানুষকে এড়িয়ে চলার স্বাধীনতা দেয়।

মানুষ যত ওপরে উঠতে থাকে, ততই একা হতে থাকে। কেননা, ওপরে কতজনই–বা উঠতে পারে? ওপরে উঠতে পারে গুটিকয় মানুষ। নিচের স্তরে মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। সবার ওপরের স্তরে মানুষের সংখ্যা সবচেয়ে কম। তাই একা হতে ভয় পাবেন না। আর সত্যি কথা বলতে কী, সত্যিকারের একজন বা দুজন ভালো বন্ধু, সৎ জীবনসঙ্গী বা দুঃসময়ে পাশে থাকার মতো পরিবার—একজীবনে এটুকুই যথেষ্ট।

সৎ, ভালো মানুষেরা পৃথিবীতে বিরল। তাই তাঁদের খোঁজ পেলে সম্ভব হলে জীবনের যাত্রাপথের সঙ্গী করে নিন।

আপনি মনে মনে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করেন? অন্যের সফলতায় ঈর্ষা বোধ করেন? এর একটাই মানে। আপন যথেষ্ট আত্মবিশ্বাসী নন। আপনি নিজেকে নিয়ে সুখী নন, বরং নিজের সক্ষমতা নিয়ে অনিশ্চয়তায় ভোগেন।

জীবনের পুরোটা সময় আপনার সুখে কাটবে না। তবে খারাপ সময়ও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। মূলত খারাপ সময়ই আপনার ভেতরের সেরাটা বের করে আনতে, ‘বেস্ট ভার্সন’ হয়ে উঠতে সাহায্য করে।

কোনো কিছুই চিরস্থায়ী নয়। আর এটাই জীবনের সৌন্দর্য। আপনার খারাপ সময়ও সব সময় থাকবে না।

ব্যর্থতা জীবনের অংশ। ব্যর্থ হওয়ার পরও আপনি নিজের সেরাটা ঢেলে সঠিক সময়ে সফলতার দেখা পান।

অন্যে আপনাকে নিয়ে কী ভাবল, সেটি আপনার ভাবনা নয়। তবে কোনো ঘটনায় বা পরিস্থিতিতে আপনি কী প্রতিক্রিয়া দেখাবেন, সেটা আপনার নিয়ন্ত্রণে।

আপনি এখন যে জীবনটা যাপন করছেন, একসময় এটাই ছিল স্বপ্ন। তাই কখনো সন্তুষ্টি জ্ঞাপন করতে ভুলবেন না।

তাৎক্ষণিক ফল না পেয়ে ভালো কিছু করার জন্য কখনোই অনুশোচনা করবেন না। মনে রাখবেন, ভালো কিছু বহু গুণে সঠিক সময়ে আপনার জীবনে ফিরে আসবে।

আপনি সবার ‘কাপ অব টি’ নন, এটিই স্বাভাবিক।

Kishoreganj Beauty Hacks
কিশোরগঞ্জ জেলা - Kishoreganj District

#সংগৃহীত

Address

Gurudayel College Road
Kishoreganj
2300

Alerts

Be the first to know and let us send you an email when কিশোরগঞ্জ জেলা - Kishoreganj District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কিশোরগঞ্জ জেলা - Kishoreganj District:

Share