Muslims Ummah

Muslims Ummah Hi there Welcome to muslim ummah Story,,, welcome my Islamic story and motivation Islamic sort story.

03/04/2024

ধর্মের দিকে ফিরে এসো
দলের দিকে নয়,
মরলে যেন ইন্নালিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ নয়।

03/03/2024

দু’সন্তান নিয়ে সাজানো গোছানো চমৎকার একটা পরিবার নিমিষেই শেষ,কিছু ভালো মুহূর্ত কাটানো এতগুলো মানুষ,একসাথে একই জায়গায় কি নির্মমভাবে দম আটকে-দগ্ধে মারা গেল। আহারে! এই পৃথিবীতে তাদের আর কোনো চিহ্ন থাকলো না।

আমরা মোটামুটি দীর্ঘদিনের পরিকল্পনা মাথায় নিয়ে ঘুরি,দুচার বছর কিংবা অন্তত আগামীকাল! আমরা ভবিষ্যত নিয়ে স্বপ্ন সাজাই যা চোখের সামনে শেষ হয়ে যেতে পারে। আমরা বেঁচে আছি-মরে যাবো বলেই বেঁচে আছি।চলে যাবার জন্যই তো দুনিয়াতে আসা,অথচ প্রস্তুতি নেই।মৃত্যুর কথায় মুখ পানসে হয়ে যায়,বুক শুকিয়ে আসে।

কতগুলো পরিবার শেষ,একেবারে শেষ। কেউ দুদিন হলো চাকরিটা পেলো,কেউ বা বিদেশ পাড়ি জমাতো,কারো কোলে ছিল দুই শিশু,কারো ছিলো রোববার স্কুলে যাবার তাগাদা,মাসের শেষ দিনে কত হিসাব টানা হতো,কত টাকা লাভ হতো,কর্মচারীদের বেতন ভাতা,ঈদের বোনাস সব পুড়ে গেল,মানুষগুলোকে বাঁচানো গেল না। রব তাদের প্রশান্তি দিন! শহীদ হিসেবে কবুল করুন!!

পৃথিবীর কাছে এক আকাশ পরিমান অভিযোগ,এ পৃথিবী কাউকে মনে রাখেনা-ভুলে গিয়েই কাজকর্ম চলতে থাকে। এবারেও চলবে, সুন্দর এ পৃথিবী ছেড়ে যারাই গেছে তাদেরকেই মানুষ ভুলে গিয়েছে। তবে কেন এত আয়োজন,কার জন্য বুক ব্যথা হয়?

আমলশূন্য কবর যে আরো নিষ্ঠুর হয়,ভয়ংকর হয়,পৃথিবীর চাইতেও…॥ ভয় হয়,ভয়। ঈমান হারিয়ে শূন্য হাতে নিজ ঠিকানায় ফিরে যাবার ভয়!

আশফিকা

30/08/2023

‘শিক্ষক পিতার মতো’ কখনোই নয়৷ ‘বাবার মতো’, ‘মায়ের মতো’, ‘ভাইয়ের মতো’, ‘বোনের মতো’ বলে দুনিয়ায় কিছু হয় না৷ হয় সে আপনার বাবা, ভাই, স্বামী, সন্তান, শ্বশুর, দাদা, নানা, চাচা অথবা—নন মাহরাম তথা পরপুরুষ যার সামনে পর্দা অত্যাবশ্যক।

হয় সে আপনার মা, বোন, স্ত্রী, কন্যা, শ্বাশুড়ি, দাদী, নানী, খালা অথবা—নন মাহরাম তথা বেগানা নারী যার থেকে দৃষ্টিকে অবনমিত রাখা ফরয।

এর মাঝামাঝি কিচ্ছু নেই, যা আছে সব শয়তানি।

পর্দা তো এমনেই হওয়ার কথা। দেখে মনে হচ্ছে পাঁচটা চেয়ার। কিন্তু চেয়ারেই যে পাঁচ জন মানুষ বসে আছে সেটা সহজেই বুঝার সুযোগ নে...
20/06/2023

পর্দা তো এমনেই হওয়ার কথা। দেখে মনে হচ্ছে পাঁচটা চেয়ার। কিন্তু চেয়ারেই যে পাঁচ জন মানুষ বসে আছে সেটা সহজেই বুঝার সুযোগ নেই।পর্দা তো এমনেই হওয়ার কথা। দেখে মনে হচ্ছে পাঁচটা চেয়ার। কিন্তু চেয়ারেই যে পাঁচ জন মানুষ বসে আছে সেটা সহজেই বুঝার সুযোগ নেই।

17/06/2023

অভিমানী হওয়াটাই মেয়েদের ধর্ম। সৃষ্টিকর্তা নিজেই তাদের অভিমানী রূপে পৃথিবীতে পাঠিয়েছেন। ঢং করবে, ন্যাকামি করবে,চিল্লাবে, অযথা রাগ করবে, সামান্য কথায় চোখে জল চলে আসবে, হুটহাট অভিমানে গাল ফুলিয়ে বসে থাকবে।

রাগে ফুলে যাওয়া নাক, দিঘির মতো জলে টইটম্বুর চোখ, লাজে লাল হয়ে যাওয়া গাল, মোহনীয় দৃশ্য সামলে ভালোবেসে আগলে রাখতে পারলেই আপনি প্রকৃত পুরুষ 💙

Address

Tarail
Kishoreganj
2316

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslims Ummah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslims Ummah:

Share