27/03/2024
বাংলাদেশই মনে হয় একমাত্র দেশ যেখানে মানুষ টাকা ধার চেয়ে টাকাটা হাতে পাওয়ার পর খুব বিনয় সহকারে বলবে, "ভাই, আমার আবার সবকিছু মনে থাকে না, ভুলে যাই। টাকাটা আপনি মনে করে চেয়ে নিয়েন।" হ্যাঁ, টাকা ধার দিয়ে যে ভুলটা করতে চলেছেন সেটা আবার মাথা খাটিয়ে মনে রেখে তার মাশুল দিতে হবে।
সম্ভবত বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে আপনার কাছে কোনো বন্ধু বা আত্মীয় টাকা ধার চাইলে তাকে শুধু 'না' বলা যথেষ্ট নয়। আপনার ব্যক্তিগত আর পারিবারিক হাজারটা সমস্যা খুলে বলে সেই বন্ধু বা আত্মীয়কে বোঝাতে হবে- আপনি নিজেই আসলে অর্থকষ্টে আছেন।
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে কাউকে একবার টাকা ধার দিলে, সেই টাকাটা ফেরত চাওয়ার সময় দেনাদারের হাতে-পায়ে ধরে বোঝাতে হবে- টাকাটা আপনার কেনো দরকার।
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে টাকা ধার নেয়ার পর দেনাদারের মনেই হয় না যে আপনি তার থেকে পাওনা আছেন। আপনার কাছে যে দেনা আছে সেটা সে ভুলেই যাবে মত অবস্থা?
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে দেনাদারের কাছে পাওনা টাকা চাওয়াটাও বড় ধরনের অপরাধ। টাকা নিয়ে কি কোথাও চলে গেছে নাকি! টাকা হাতে আসলেই তো দিয়ে দিবে। তাহলে চাওয়ার কি দরকার!!!
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে টাকা ধার দেয়ার পর দীর্ঘদিন যাবত ফেরত না চাইলে দেনাদার মনে করবে টাকাটা আর দেয়া লাগবেনা। অথবা দেনাদার মনে করবে যে আপনাকে টাকা দিয়ে দিছে।
বাংলাদেশই বিশ্বের একমাত্র দেশ, যেখানে ১ মাসের জন্য টাকা ধার দিয়ে ২ বছর পর দেনাদারের সঙ্গে আলোচনায় বসতে হয়, টাকাটা কি আসলেই 'ধার' ছিলো, নাকি 'অনুদান'?
©লেখাটি সংগৃহীত