Al-hafiz

Al-hafiz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al-hafiz, Kishoreganj.
(11)

কালের সোনালি পাতায়
নিরবধি লেখে যায় কবি
শোক -দুখ বেদনার ছবি
জীবন -মরণ প্রেম -বিরহ সবি
সাহিত্যের নিশান উড়াতেই
পরিপক্ক হরফগুলো দেখি
বায়ুতে নাচে উদ্দাম শাড়ী
বিশুদ্ধ আন্দোলন নারী
যেন প্রস্ফুটিত গোলাপের পাপড়ি
একি! রক্তের পাশাপাশি প্রেয়সী

ইখলাছ মাহমুদ

07/04/2025

মজলুমের চোখের পানিতে তৈরি হয় বরফের প্রাচীর। ধ্বংসের ছাই থেকে রাই হওয়া স্ফুলিঙ্গ জ্বলে ওঠে আবারও। শেষ থেকে হয় শুরু- যার কোনো শেষ থাকে না।

উড়ে যাওয়া পাখিঝরে যাওয়া পালকের নাম করেস্মৃতি রেখে যায়।ঝরে পড়া পালকের প্রতিপাখির কোন টান থাকে না।অথচ পালকের নাম করেযার কা...
05/04/2025

উড়ে যাওয়া পাখি
ঝরে যাওয়া পালকের নাম করে
স্মৃতি রেখে যায়।
ঝরে পড়া পালকের প্রতি
পাখির কোন টান থাকে না।
অথচ পালকের নাম করে
যার কাছে স্মৃতি রেখে যায়
তার দুঃখের কোন অন্ত নাই!

বইঃ "বিষাদের ধারাপাত"
লেখকঃ Salman Habib

পতেঙ্গা প্রহর: প্রশান্তির প্রতিধ্বনিসূর্যের আলো সমুদ্রের জলরাশির উপর পড়ে যখন হাজারো সোনালি ঝিলিক তোলে, তখন মনে হয় প্রকৃত...
04/04/2025

পতেঙ্গা প্রহর: প্রশান্তির প্রতিধ্বনি

সূর্যের আলো সমুদ্রের জলরাশির উপর পড়ে যখন হাজারো সোনালি ঝিলিক তোলে, তখন মনে হয় প্রকৃতি আপন মহিমায় নিজের শিল্পকর্মের প্রদর্শনী সাজিয়েছে। বাতাসের মৃদু স্পর্শ, ঢেউয়ের ছন্দময় গুঞ্জন আর নীল আকাশের প্রশান্তি যেন আত্মার গভীরে এক নতুন অধ্যায়ের সূচনা করে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে বসে আমি আজ ভাবছি—জীবনের যাত্রাও তো এমনই! কখনো প্রশান্ত, কখনো উত্তাল; কখনো আলোয় ভরা, কখনো অন্ধকারের ছায়ায় আচ্ছন্ন। কিন্তু সমুদ্রের মতোই আমাদেরও চলতে হয় অবিরাম, শিখতে হয় প্রতিটি ঢেউয়ের কাছ থেকে, গ্রহণ করতে হয় জীবনের অনিবার্য পরিবর্তন।

আজকের এই বিকেল আমাকে মনে করিয়ে দিল—যেখানেই থাকি, যেভাবেই থাকি, জীবনের সৌন্দর্য উপলব্ধি করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃতি আমাদের শেখায় — স্থিরতা নয়, প্রবাহই জীবনের প্রকৃত স্বরূপ।

গাঢ় অন্ধকার থেকে আমরা এ-পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি।বীজের ভেতর থেকে কী ক’রে অরণ্য জন্ম নেয়,-জলের কণার থেকে জেগে ওঠে নভো...
03/04/2025

গাঢ় অন্ধকার থেকে আমরা এ-পৃথিবীর আজকের মুহূর্তে এসেছি।
বীজের ভেতর থেকে কী ক’রে অরণ্য জন্ম নেয়,-
জলের কণার থেকে জেগে ওঠে নভোনীল মহান সাগর,
কী ক’রে এ-প্রকৃতিতে—পৃথিবীতে, আহা,
ছায়াচ্ছন্ন দৃষ্টি নিয়ে মানব প্রথম এসেছিল

বসন্ত মানে দখিণে সমীরণফুরফুরে ফাগুন হাওয়া-বসন্ত মানে নীলাকাশের বুকে!মেঘ-বালিকার আসা যাওয়া।বসন্ত মানে গাছের ডালে ডালেকো...
02/04/2025

বসন্ত মানে দখিণে সমীরণ
ফুরফুরে ফাগুন হাওয়া-
বসন্ত মানে নীলাকাশের বুকে!
মেঘ-বালিকার আসা যাওয়া।

বসন্ত মানে গাছের ডালে ডালে
কোকিলের মধুর গান,
বসন্ত মানে রঙিন প্রকৃতি
আনন্দে ভরে মন, প্রাণ।

বসন্ত মানে রঙিন স্বপ্ন
ভালবাসার মধুমাস,
বসন্ত মানে মনোরম আবহাওয়া
ঝিরঝিরে মিষ্টি সুবাস।

কখন আসছ তুমি – পূর্ণেন্দু পত্রীসকল দুয়ার খোলা আছেনিমন্ত্রণ-লিপি গাছে গাছেগাঢ় চুম্বনের মত আকাশ নদীর খুব কাছেরোদে ঝলোমলো।ক...
01/04/2025

কখন আসছ তুমি
– পূর্ণেন্দু পত্রী

সকল দুয়ার খোলা আছে
নিমন্ত্রণ-লিপি গাছে গাছে
গাঢ় চুম্বনের মত আকাশ নদীর খুব কাছে
রোদে ঝলোমলো।
কখন আসছ তুমি বলো?
বেলা যায়, দেরী হয়ে যায়
বাসি ফুল বাগানে শুকায়
অন্যান্য সমস্ত লোক আড়ম্বরপূর্ণ হেঁটে যায়
দূরের উৎসবে।
তোমার কি আরো দেরী হবে?
আজ ছিল বড় পুণ্যতিথি
সব ঘরে আত্মীয় অতিথি
পুরনো কাপড় ছেড়ে নতুন বসনে বনবীথি
সেজেছে নবীনা
জানি না তা তুমি জান কিনা।
একা আছি, শূন্যতায় আছি
বুকে ওড়ে বিতৃষ্ণার মাছি
মনের সংলাপ থেকে যা কিছু বাসনায় বাছি
জলে টলোমলো।
কখন আসছ তুমি বলো?

সবুজের নিরব প্রকৃতি জোরে আজ দেখতে পেলাম ঝিঙে ❀ ফুলের গাছ, গন্ধ, সৌরভ। একাকিত্বের শহরে একটা গাছ, একটা ফুলের মায়া কতটুকু ধ...
30/03/2025

সবুজের নিরব প্রকৃতি জোরে আজ দেখতে পেলাম ঝিঙে ❀ ফুলের গাছ, গন্ধ, সৌরভ। একাকিত্বের শহরে একটা গাছ, একটা ফুলের মায়া কতটুকু ধনী হতে পারে তার অম্লান বদনেই বলে দিচ্ছে। তার উপমা কিংবা নির্মোহ নির্মোক আকর্ষণ আদ্রতা ভেজা প্রকৃতির মায়াকান্নায় কালি ও কলমে দাগ কেটে যায়। তাই তোমার ভালোবাসার পরশ পাঠক কে উৎসর্গ করলাম।

_____________ ফুলের মায়া ঝিঙে ফুল

যদি তুমি পুরুষ হও, তাহলে মনে রেখো। এই পৃথিবীতে একজনই আছে যে তোমাকে ঈর্ষা করে না। বরং সে চায় তুমি সবকিছুতেই তার চেয়ে ভা...
29/03/2025

যদি তুমি পুরুষ হও, তাহলে মনে রেখো। এই পৃথিবীতে একজনই আছে যে তোমাকে ঈর্ষা করে না। বরং সে চায় তুমি সবকিছুতেই তার চেয়ে ভালো হও। সে তোমার বাবা। যখন সে মারা যাবে, তখন তুমি তোমার জীবনের সেরা মানুষটিকে হারাবে। বাবার মতন ছায়া আর কেউ হয়না।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-hafiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share