28/09/2025
বিকেল নামছিল ধীরে ধীরে।
আকাশের রঙটা অদ্ভুত হয়ে গিয়েছিল, লালচে আর ফিকে।
আমি বারান্দায় বসে ছিলাম।
মনে হচ্ছিল, অনেকদিন কারো সঙ্গে কথা বলা হয় না।
কথা বলার মানুষ থাকলেও কথা থাকে না।
শব্দগুলো হারিয়ে গেছে।
শুধু চুপচাপ বসে থাকার ভেতরেও কেমন একটা কষ্ট জমে ওঠে।
যেন বুকের ভেতর হাওয়া আটকে আছে।
মুক্তি নেই, সান্ত্বনা নেই—তবু বেঁচে থাকতে হয়।