17/11/2025
“যা বলার আজই বলুন—কাল হয়তো আর সময় থাকবে না”
কখনো কি ভেবেছেন—এই পৃথিবী আসলে এক অদ্ভুত মঞ্চ? আমরা সবাই এখানে অভিনয় করি। হাসি, কাঁদি, গল্প করি। তবু কতবার যে একে অপরের কথা শোনার সুযোগ হারিয়ে ফেলি! আজকের কথা কাল ভুলে যাই, দুঃখ লুকিয়ে রাখি, আর চলে যাওয়ার পর শুধু অনুভূতি বাকি থাকে—যা কোনো শব্দে ভরাট হয় না।
হঠাৎ কেউ থেমে যায়। তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের জীবনে থেকে যায় কেবল স্মৃতি। আমরা ভাবি—আবার কথা হবে, আবার দেখা হবে। কিন্তু সেই সুযোগ আর আসে না। তাই বলি, আজ যা বলার, আজই বলে ফেলুন।
আপনি হয়তো কাউকে অবহেলা করলেন, কষ্ট দিলেন—কিন্তু কী জানেন, সেটাই হয়তো তার সঙ্গে আপনার শেষ দেখা। তখন সেই কষ্টটাই শেষ কষ্ট হয়ে থাকে। আমরা ভাবি, সময় আছে, ক্ষমা করার সময় আছে, ফেরার সময় আছে। অথচ সত্য হলো—সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না।
অদ্ভুত এক ব্যাপার হলো—যখন কেউ মারা যায়, তার জানাজায় শত শত মানুষ ভিড় করে। কিন্তু সে জীবিত থাকতে, কষ্টের সময় পাশে দাঁড়ায় কয়জন? তখন আমরা বলি—“জানতাম না, সে এত কষ্টে ছিল।” কেন যেন জীবিত মানুষের দুঃখ বুঝতে আমাদের কষ্ট হয়, অথচ মৃত্যুর পর শোক দেখানো খুব সহজ হয়ে যায়।
তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন—প্রিয় মানুষগুলোকে আগলে রাখবেন। ছোট্ট ভালোবাসা, একটু সহানুভূতি, সামান্য সময়—এসবই ভবিষ্যতে বড় সমর্থন হয়ে দাঁড়ায়।
কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ
খারাপ ব্যবহার করে থাকলে দেরি না করে বলুন—“ক্ষমা করবেন।”
ভুল হলে স্বীকার করুন, ক্ষমা চাইতে লজ্জা পাবেন না।
কারো গল্প মন দিয়ে শুনুন, কথা না কেটে। শুধু শোনা অনেক সমস্যার অর্ধেক সমাধান করে।
সময় দিন। ব্যস্ততা কখনোই সম্পর্কের বিকল্প হতে পারে না।
ছোট ছোট ভালোবাসা দেখান—ফোন করুন, একটি মেসেজ দিন, একসাথে চা খান। এসব ছোট্ট মুহূর্তই একদিন বড় স্মৃতি হয়ে থাকে।
জীবন জটিল নয়, আমরা নিজেরাই অভ্যাস দিয়ে একে জটিল করি। বড় কিছু না, বরং ছোট ছোট কাজই মানুষকে ছুঁয়ে যায়—মিষ্টি কথা, সহানুভূতি আর সামান্য সময়।
মনে রাখবেন, কারো জন্য চোখ বন্ধ করা সহজ, কিন্তু সবসময় ভালো থাকা কঠিন। সেই কঠিন কাজটাই করুন—সাথে থাকুন, খেয়াল রাখুন, হাসিতে শামিল হোন।
কিছু বাস্তব অনুশীলন শুরু করুন
আজই কাউকে ফোন করুন বা মেসেজ দিন, তার নাম নিয়ে ভালো কোনো স্মৃতি মনে করিয়ে দিন।
আগামী সাত দিনের মধ্যে অন্তত একজনকে ক্ষমা করুন, যাকে আপনি কষ্ট দিয়েছেন।
সপ্তাহে অন্তত একবার কারো উপকার করুন—ছোট হোক বা বড়, তার কাছে সেটা দিনের আলো হয়ে উঠতে পারে।
কাউকে আর হয়তো দেখতে পাবেন না—তবু যতদিন আছেন, যতটা পারেন ভালোবাসা দিয়ে যান।