Mst Mim

Mst Mim ইনশাআল্লাহ 💝
(5)

কিছু স্থায়ী নয়, কেউ স্থায়ী নয়।সূর্য ডুবে যায়, সময় পেরিয়ে গেলে চাঁদও হারিয়ে যায়।মানুষ তো ঠুনকো মাত্র।
22/11/2025

কিছু স্থায়ী নয়, কেউ স্থায়ী নয়।
সূর্য ডুবে যায়, সময় পেরিয়ে গেলে চাঁদও হারিয়ে যায়।
মানুষ তো ঠুনকো মাত্র।

Shout out to my newest followers! Excited to have you onboard! Payer Ahmad, Bidyuth Dev, Abdul Hai Khan, Pradeep Walia, ...
19/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Payer Ahmad, Bidyuth Dev, Abdul Hai Khan, Pradeep Walia, Md Rinku Arman, Monu Sardar, S M Akmul Hasan, Ra Sultana, Nusrat Jahan Taniya

“যা বলার আজই বলুন—কাল হয়তো আর সময় থাকবে না”কখনো কি ভেবেছেন—এই পৃথিবী আসলে এক অদ্ভুত মঞ্চ? আমরা সবাই এখানে অভিনয় করি। হাস...
17/11/2025

“যা বলার আজই বলুন—কাল হয়তো আর সময় থাকবে না”
কখনো কি ভেবেছেন—এই পৃথিবী আসলে এক অদ্ভুত মঞ্চ? আমরা সবাই এখানে অভিনয় করি। হাসি, কাঁদি, গল্প করি। তবু কতবার যে একে অপরের কথা শোনার সুযোগ হারিয়ে ফেলি! আজকের কথা কাল ভুলে যাই, দুঃখ লুকিয়ে রাখি, আর চলে যাওয়ার পর শুধু অনুভূতি বাকি থাকে—যা কোনো শব্দে ভরাট হয় না।
হঠাৎ কেউ থেমে যায়। তার জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের জীবনে থেকে যায় কেবল স্মৃতি। আমরা ভাবি—আবার কথা হবে, আবার দেখা হবে। কিন্তু সেই সুযোগ আর আসে না। তাই বলি, আজ যা বলার, আজই বলে ফেলুন।
আপনি হয়তো কাউকে অবহেলা করলেন, কষ্ট দিলেন—কিন্তু কী জানেন, সেটাই হয়তো তার সঙ্গে আপনার শেষ দেখা। তখন সেই কষ্টটাই শেষ কষ্ট হয়ে থাকে। আমরা ভাবি, সময় আছে, ক্ষমা করার সময় আছে, ফেরার সময় আছে। অথচ সত্য হলো—সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না।
অদ্ভুত এক ব্যাপার হলো—যখন কেউ মারা যায়, তার জানাজায় শত শত মানুষ ভিড় করে। কিন্তু সে জীবিত থাকতে, কষ্টের সময় পাশে দাঁড়ায় কয়জন? তখন আমরা বলি—“জানতাম না, সে এত কষ্টে ছিল।” কেন যেন জীবিত মানুষের দুঃখ বুঝতে আমাদের কষ্ট হয়, অথচ মৃত্যুর পর শোক দেখানো খুব সহজ হয়ে যায়।
তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন—প্রিয় মানুষগুলোকে আগলে রাখবেন। ছোট্ট ভালোবাসা, একটু সহানুভূতি, সামান্য সময়—এসবই ভবিষ্যতে বড় সমর্থন হয়ে দাঁড়ায়।
কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ কাজ
খারাপ ব্যবহার করে থাকলে দেরি না করে বলুন—“ক্ষমা করবেন।”
ভুল হলে স্বীকার করুন, ক্ষমা চাইতে লজ্জা পাবেন না।
কারো গল্প মন দিয়ে শুনুন, কথা না কেটে। শুধু শোনা অনেক সমস্যার অর্ধেক সমাধান করে।
সময় দিন। ব্যস্ততা কখনোই সম্পর্কের বিকল্প হতে পারে না।
ছোট ছোট ভালোবাসা দেখান—ফোন করুন, একটি মেসেজ দিন, একসাথে চা খান। এসব ছোট্ট মুহূর্তই একদিন বড় স্মৃতি হয়ে থাকে।
জীবন জটিল নয়, আমরা নিজেরাই অভ্যাস দিয়ে একে জটিল করি। বড় কিছু না, বরং ছোট ছোট কাজই মানুষকে ছুঁয়ে যায়—মিষ্টি কথা, সহানুভূতি আর সামান্য সময়।
মনে রাখবেন, কারো জন্য চোখ বন্ধ করা সহজ, কিন্তু সবসময় ভালো থাকা কঠিন। সেই কঠিন কাজটাই করুন—সাথে থাকুন, খেয়াল রাখুন, হাসিতে শামিল হোন।
কিছু বাস্তব অনুশীলন শুরু করুন
আজই কাউকে ফোন করুন বা মেসেজ দিন, তার নাম নিয়ে ভালো কোনো স্মৃতি মনে করিয়ে দিন।
আগামী সাত দিনের মধ্যে অন্তত একজনকে ক্ষমা করুন, যাকে আপনি কষ্ট দিয়েছেন।
সপ্তাহে অন্তত একবার কারো উপকার করুন—ছোট হোক বা বড়, তার কাছে সেটা দিনের আলো হয়ে উঠতে পারে।
কাউকে আর হয়তো দেখতে পাবেন না—তবু যতদিন আছেন, যতটা পারেন ভালোবাসা দিয়ে যান।

15/11/2025

Good morning 💝💝

রাত আসে, রাত মুছে যায়।মস্তিষ্ক থেকে অতীত কি মুছে ফেলা সম্ভব হয়!
14/11/2025

রাত আসে, রাত মুছে যায়।
মস্তিষ্ক থেকে অতীত কি মুছে ফেলা সম্ভব হয়!

মানুষ তার স্বপ্নের সমান সফল।যে মানুষ যত বেশি স্বপ্ন দেখে ও সেই অনুযায়ী কাজ করে, সে ততটাই এগিয়ে যেতে থাকে।
13/11/2025

মানুষ তার স্বপ্নের সমান সফল।
যে মানুষ যত বেশি স্বপ্ন দেখে ও সেই অনুযায়ী কাজ করে, সে ততটাই এগিয়ে যেতে থাকে।

শুভ দুপুর 💝
13/11/2025

শুভ দুপুর 💝

শুভ সকাল 💝
13/11/2025

শুভ সকাল 💝

মিষ্টি 🥰
12/11/2025

মিষ্টি 🥰

Shout out to my newest followers! Excited to have you onboard! Dhm Shahid, Khokan Dev, MD Laiju, Jahangir Sarkar, Sisay ...
12/11/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Dhm Shahid, Khokan Dev, MD Laiju, Jahangir Sarkar, Sisay Boos, Tapas Payra, অর্ণব আর্ট, Sujata Biswas

শুভ দুপুর 💝💝
11/11/2025

শুভ দুপুর 💝💝

Address

Kishoreganj
TARAIL

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Mim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share