The Diary

The Diary The poetry of earth is never death.

14/05/2025

"Patience" it just not a word.

12/05/2025

জীবনের মূল সিক্রেটটাই হচ্ছে, সাতবার ধাক্কা খেয়ে পড়ে গিয়ে অষ্টমবার উঠে দাঁড়ানো।

11/05/2025

এ ব্যস্ত দুনিয়ার চক্রে, আমাদের অজুহাতের অন্ত কোথায়!?

11/05/2025

আমরা নিজেরা যখন ভালো হবার চেষ্টা করি, তখন আমাদের চারপাশের সবকিছুই ভালো হয়ে ওঠে।

- দ্য আলকেমিস্ট থেকে

10/05/2025

স্বপ্ন অনেক বড়, কাজ সবই বাকি! সময় খুবই কম!!

10/05/2025

আমরা জানি আমরা কখনও তা পাবো না। আমরা জানি আমরা তা পারবো না। তবুও মোরা সপ্ন বুনি। বুকের মাঝে কোথা হতে যেন এক ছোট্ট ক্ষীণ আশা এসে বাসা বুনে। আমরা ভাবি হয়তো আমরা পারবো। আমাদের এই জীবন যেন আটকে গিয়েছে কেবল এই পাওয়া আর না পাওয়ার জালে। আমরাও ভাবছি কেবল এই বুঝি জীবন। বস্তুত আমরা যে বিচ্যুত! আমাদের কি সে খেয়াল আছে। হয়তো নেই। থাকবোই বা কি করে আমরা যে এই দুনিয়ার জালে আবদ্ধ।

08/05/2025

সফলাতা আমাদের কাছে তখনই ধরা দেবে যখন আমাদের হতাশা গুলো জেদ'এ পরিণত হবে৷

01/05/2025

আমরা কখনো কখনো নিজেকে তীব্রভাবে সঠিক প্রমাণ করতে গিয়ে অন্যের ক্ষতি করে বসি। মাঝে মাঝে এটা আমাদের বিশ্বাসের সীমানাও অতিক্রম করে ফেলে।

30/04/2025

জীবন খুবই বিচিত্রময়। আর আপনাকে এই বিচিত্রিতা পাঠ করতে শিখতে হবে। অন্যথায় আপনিও ঝরে যাবেন শুকনো সেই পাতার মতো। ডুবে যাবেন হতাশা আর দুশ্চিন্তার সাগরে।

26/04/2025

Yesterday is a history! Tomorrow is a mystery! But today is a gift. That is why it is called present!

25/04/2025

সময় হয়তো কখনও পাওয়া যায় না! খুঁজে বের করে নিতে হয়।

25/04/2025

আপনার ধারণার হয়তো কোনো ভিত্তি'ই নেই। তাই ধারণা না করাই উত্তম।

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Diary:

Share