Life Sope

Life Sope নিঃশব্দে নিজেকে গড়ি, স্বপ্নকে সত্যি করি।
নেতিবাচকতায় না থেমে, ইতিবাচকতায় এগিয়ে চলি।

📢 ২০২৫ সালের নতুন করোনাভাইরাস – "NB.1.8.1 (Nimbus)" – আপনি কতটুকু জানেন? 😷✍️ উপস্থাপনায়: LIFESCOPE২০২৫ সালে আবার আলোচনা...
16/06/2025

📢 ২০২৫ সালের নতুন করোনাভাইরাস – "NB.1.8.1 (Nimbus)" – আপনি কতটুকু জানেন? 😷
✍️ উপস্থাপনায়: LIFESCOPE

২০২৫ সালে আবার আলোচনায় এসেছে নতুন এক করোনাভাইরাস – NB.1.8.1, যাকে অনেকেই বলছেন “Nimbus”। এটি Omicron-এর একটি সাব-ভ্যারিয়েন্ট, যা বর্তমানে চীন, ইউরোপ, আমেরিকা সহ অনেক দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। 🌍

🔍 এই ভাইরাসে কী আছে নতুন?
✅ দ্রুত সংক্রমণ ঘটে
✅ গলা ব্যথা, অনেক সময় “রেজর ব্লেড থ্রোট”–এর মতো অনুভূতি
✅ মাথা ব্যথা, কাশি, ক্লান্তি – সাধারণ উপসর্গ
✅ মৃত্যুহার বা তীব্রতা এখনো বেশি নয়
✅ WHO একে "Variant Under Monitoring" হিসেবে পর্যবেক্ষণ করছে

💉 ভ্যাকসিন ও চিকিৎসা:
💠 বর্তমান ভ্যাকসিন (Pfizer, Moderna) এখনও কার্যকর
💠 বুস্টার ডোজ নেওয়া নিরাপদ
💠 হালকা উপসর্গে বিশ্রাম, তরল খাবার, লোযেঞ্জ ও পেইনকিলার যথেষ্ট

😷 আপনি কী করতে পারেন?
✔️ জনসমাগমে মাস্ক ব্যবহার করুন
✔️ হাত ধোয়ার অভ্যাস বজায় রাখুন
✔️ উপসর্গ দেখা দিলে ঘরে বিশ্রাম নিন এবং প্রয়োজনে করোনা পরীক্ষা করুন
✔️ উচ্চ ঝুঁকির ব্যক্তিরা অবশ্যই বুস্টার ডোজ গ্রহণ করুন

🌐 এখন আমরা জানি কীভাবে ভাইরাসের মোকাবিলা করতে হয়। ভয় নয়, সতর্কতাই আমাদের রক্ষাকবচ।
নিজের এবং পরিবারের সুরক্ষা সবার আগে। 🛡️

🔁 পোস্টটি শেয়ার করে সবাইকে সচেতন করুন।
📌 পেজে লাইক দিয়ে স্বাস্থ্যবিষয়ক আরও আপডেট পেতে থাকুন।


✍️ লেখা: LIFESCOPE টিম
📲 Stay Safe, Stay Smart.
#স্বাস্থ্যবার্তা

14/06/2025

✨ মুসলিম ভাই-বোনদের প্রতি রইলো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।ত্যাগ, ভালোবাসা ও মানবতার এই উৎসব হোক শান্তি ও সম্প্রীতির বার্...
07/06/2025

✨ মুসলিম ভাই-বোনদের প্রতি রইলো পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ত্যাগ, ভালোবাসা ও মানবতার এই উৎসব হোক শান্তি ও সম্প্রীতির বার্তা।
Prince Journey-এর পক্ষ থেকে সবাইকে জানাই —
ঈদ মোবারক! 🌙🕌




🔖
🔖
🔖
🔖

06/06/2025

তোর চোখে দেখেছি আলোর পথ,
শরীর নয়, আমি খুঁজেছি মনের সত্ত্ব।
হাত ধরিনি কারণ ভয় ছিল,
হয়তো সম্মান হারাবে তুই একটুখানি ছোঁয়াতেই…
ভালোবেসেছি তোকে নিজের থেকেও বেশি,
তাই তো ছুঁইনি—কারণ তুই আমার 'রানী'।" 👑💖

চোখের কোণে কিছু জল, হৃদয়ে চাপা ব্যথা, কে বোঝে সেই কবির মন, যে লিখে নীরব কথা। নদীর ধারে বসে সে, ভাবনায় ডুবে থাকে, ভাঙা স্...
26/05/2025

চোখের কোণে কিছু জল, হৃদয়ে চাপা ব্যথা, কে বোঝে সেই কবির মন, যে লিখে নীরব কথা। নদীর ধারে বসে সে, ভাবনায় ডুবে থাকে, ভাঙা স্বপ্নের সুর যেন, কাগজে ছন্দ রাখে। এই ছবির গল্পটা বলো তো, কার মনে বাজে সুর? তোমার কলমে ঝরে পড়ুক, বিষাদের কোনো দূর। কমেন্টে লেখো তোমার ছন্দ, ছুঁয়ে যাক সকালের মন, কাব্যের ভাষায় হারিয়ে যাক, এই একাকী জীবন।

"অশ্লীলতা ও হয়রানির বিরুদ্ধে আমাদের জবাব—একসাথে দাঁড়ানো!" ✊❌আজকের ডিজিটাল যুগে সবচেয়ে ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে — অশ্লী...
10/05/2025

"অশ্লীলতা ও হয়রানির বিরুদ্ধে আমাদের জবাব—একসাথে দাঁড়ানো!" ✊❌

আজকের ডিজিটাল যুগে সবচেয়ে ভয়ানক অস্ত্র হয়ে দাঁড়িয়েছে — অশ্লীলতা ছড়ানো আর মানুষকে হয়রানি করা। কারও অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ছড়ানো, বাজে মন্তব্য, মেয়েদের ইনবক্সে অশ্লীল মেসেজ — এগুলো শুধু অনৈতিক না, আইনগতভাবেও অপরাধ।

আমরা চুপ থাকবো না। আমরা ভয় পাবো না। আমরা প্রতিবাদ করবো, পাশে দাঁড়াবো — কারণ একজন চুপ থাকলে, পরবর্তীতে শিকার হতে পারো তুমিও।

Prince Jarni পাশে আছে তাদের জন্য, যারা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চায়। তুমি কি আছো আমাদের সাথে?

আজ থেকে "প্রিন্স জারনি" পেজের পক্ষ থেকে শুরু হচ্ছে —  **⭐ Digital Cleanup Mission ⭐**আমাদের চারপাশে প্রতিদিনই কিছু অসৎ ম...
25/04/2025

আজ থেকে "প্রিন্স জারনি" পেজের পক্ষ থেকে শুরু হচ্ছে —
**⭐ Digital Cleanup Mission ⭐**

আমাদের চারপাশে প্রতিদিনই কিছু অসৎ মানুষ ফেসবুকে অশ্লীল ভিডিও শেয়ার করছে, মেয়েদের হয়রানি করছে, ফেক আইডি খুলে প্রতারণা করছে।
এইসব অন্যায়ের বিরুদ্ধে এবার আমরা চুপ করে থাকবো না!

**"প্রিন্স জারনি" আজ থেকে প্রতিদিন** এই ধরনের কনটেন্ট, আইডি বা পেজ শনাক্ত করে রিপোর্ট করবে এবং আপনাদের শেখাবে কিভাবে তারাও রিপোর্ট করে প্রতিরোধ গড়ে তুলতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে আমাদের লক্ষ্য:
✔️ ফেসবুকে নিরাপদ এবং পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা
✔️ হয়রানিমুক্ত ডিজিটাল সমাজ গঠন
✔️ মানুষকে সচেতন করা ও একসাথে রুখে দাঁড়ানো

**তুমি যদি এই ভালো কাজে সঙ্গী হতে চাও** –
এই পেজে যুক্ত থাকো, পোস্ট শেয়ার করো, আর জয়েন করো -এ।

**একসাথে বলি: রিপোর্ট করো, নিরাপদ থাকো!**
** #প্রিন্স_জারনি**

কুরবানি কে সামনে রেখে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলাম🤲🤲১৫০০$ প্রজেক্ট 💪💪💪💵💵১$=১২১.৩৯ টাকা💵💵১৫০০*১২১.৩৯=১৮২,০৮৫ টাকা💵💵
18/04/2025

কুরবানি কে সামনে রেখে নতুন প্রজেক্ট নিয়ে কাজ শুরু করলাম🤲🤲

১৫০০$ প্রজেক্ট 💪💪💪💵💵

১$=১২১.৩৯ টাকা💵💵

১৫০০*১২১.৩৯=১৮২,০৮৫ টাকা💵💵

Address

Kishoreganj, Dhaka
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life Sope posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share