Mehendi by umme Tusha

Mehendi by umme Tusha আল্লাহু আকবর

লোক টা মজা করে বলল,আমার স্ত্রীর দুটি নামাজের ওড়না আছে,একটা নিজের টাকায় কিনেছে।আরেকটা আমি কিনে দিয়েছি।একদিন অবাক হয়ে লক্ষ...
17/06/2025

লোক টা মজা করে বলল,
আমার স্ত্রীর দুটি নামাজের ওড়না আছে,
একটা নিজের টাকায় কিনেছে।
আরেকটা আমি কিনে দিয়েছি।

একদিন অবাক হয়ে লক্ষ্য করলাম, যেদিন আমাদের দুজনের ঝগড়া হয়, সেদিন আমার কিনে দেয়া ওড়না ব্যবহারে থাকলেও, নামাজ পড়ার সময় সে আমার দেয়া ওড়নাটা খুলে, নিজের ওড়না পরে নামাজ পড়ে। অনেক কৌশল খাঁটিয়ে কারণটা বের করেছি।

স্ত্রীর বক্তব্য অনেকটা এমন।

যে আমার সাথে ঝগড়া করে, তার দেয়া ওড়না পরে নামাজ পড়ে,তাকে কেন সওয়াবের ভাগিদার বানাবো?

~শায়েখ আতিক উল্লাহ হাফি.

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণএকটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক ক...
16/06/2025

যাদের রাতে ঘুমাতে দেরি হয়, তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ
একটি কথা। এক ব্যক্তি হযরত ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) এর সাথে তর্ক করছিলো যে- 'বরকত' বলতে কিছুই নেই।

তিনি বললেন, তুমি কি ছাগল ও কুকুর দেখেছো?
লোকটি বলল, জি দেখেছি।
শায়খ লোকটিকে জিজ্ঞাসা করলেন- বলতো কুকুর আর ছাগল এর মধ্যে কে বেশি বাচ্চা দেয়?
লোকটি বললো, কুকুর।
শায়খ বললেন, এদের মধ্যে তুমি কোন জন্তুটিকে বেশি দেখতে পাও, কুকুর না ছাগল?
লোকটি বললো, ছাগল।
শায়খ ইব্রাহিম ইবনে আদহাম (রহঃ) বললেন, "ছাগলকে মানুষ খায়, কোরবানির সময় কত ছাগল কোরবান করা হয়, এরপর ও ছাগলের সংখ্যায় বেশি দেখা যায়, কমে না। এর রহস্য কি বলে মনে হয় তোমার?
লোকটি জিজ্ঞাসা করলো- কি রহস্য শায়খ?
শায়খ বললেন- একবার ভেবে দেখো, এটা কি বরকত নয়?
লোকটি বললো, তাহলে এর কারণ কি যে ছাগলের মধ্যে বরকত হয়, আর কুকুরের মধ্যে বরকত হয় না?
শায়খ বললেন, এর কারণ হলো ছাগল সন্ধ্যা হতেই ঘুমিয়ে যায়, আর ভোরে জাগ্রত হয়, এই সময়টাই হয় রহমত ও বরকত বর্ষণের মুহূর্ত। ফলে তার মধ্যে বরকত হয়। আর কুকুর সারা রাত জাগ্রত থাকে ফজরের আগে ঘুমায়। তাই সে বরকত থেকে বঞ্চিত থাকে।

একটু চিন্তার বিষয়, নবীজি (সঃ) এর সুন্নাত হলো- এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়া। শেষ রাতে জাগ্রত হয়ে তাহাজ্জুদ পড়া, কেননা আল্লাহ রাতের শেষ তৃতীয়াংশে প্রথম আসমানে নেমে এসে বান্দাদের কে দোয়া করার জন্য ক্ষমা চাওয়ার জন্য ডাকতে থাকেন।

আর আমরা? সাড়া রাত মোবাইলে, ইন্টারনেটে হারাম কাজে ব্যস্ত থেকে ঠিক এই সময়ে ঘুমিয়ে পড়ি। আর ফজরের তো খবরই নেই। আমাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা যখন শুনেন মসজিদের ফজরের আজান হচ্ছে, ঠিক তখনই তারা ঘুমাতে যান। তাদের মনে হয় হায়রে, ঘুমের সময় হয়ে গেছে। কিন্তু তাদের এটা মনে হয় না, আজানটা যখন হয়েই গেছে, নামাজটা পড়ে ঘুমিয়ে পড়ি।

অথচ রাসুলুল্লাহ (সঃ) বলেন, ফজরের কেবল দুই রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং এর মধ্যে যা আছে সবকিছুর চাইতে উত্তম, সুবহানআল্লাহ। তাহলে দুই রাকাত ফরজের কতটা মর্যাদা হতে পারে? এমন অতি মূল্যবান সময় আমরা ঘুমিয়েই কাটিয়ে দেই। তাহলে আমাদের কাজ কর্মে আল্লাহ বরকত দিবেন কিভাবে?
আবার আমরাই দোয়া করে অস্থির হয়ে যাই আর ভাবি - আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন?

কিন্তু যখন আমাদের হাতে মোবাইল ছিল না, তখন সময়টা এমন ছিল না। আগের দিনের মানুষ সন্ধ্যার একটু পর পর সাত আটটার দিকে ঘুমিয়ে যেত। স্বামী স্ত্রী রাতে ঘুমানোর আগে অনেক গল্প করতেন। অনেক লম্বা একটা সময় ঘুমানোর পরে তাদের ভোর পাঁচটার দিকে উঠতে কোন সমস্যা হতো না। ভোর বেলায় তারা খেতে খামারে কাজ করতে চলে যেত। দুপুরের মধ্যেই কাজ শেষ করে বাড়ি ফিরত। তারপর বউ বাচ্চাদের সাথে সময় কাঁটাতে পারতো। কিন্তু এখন আমাদের আর সেই সুযোগ হয় না। ঘুমের সময় ছাড়া আমরা আর কেউ বাসায় থাকি না। শুধু কাজ আর কাজ। আমাদের সামাজিক বন্ধন ঠুনকো হয়ে যাচ্ছে। নারীরা তাদের সঙ্গীর কাছে সময় ভিক্ষা চাইছেন, পুরুষেরাও তাদের নারীর কাছে। কিন্তু কেউ কাউকে সময় দিতে পারছেন না।

তাই আসুন আমরা এখনই নিজেকে পরিবর্তন করি, আল্লাহর বিধান সমূহকে যথাযথভাবে গুরুত্বের সাথে পালন করি। তাহলে আশা করা যায়, তিনি আমাদের দোয়া কবুল করবেন এবং কাজকর্মে বরকত দিবেন, ইনশাআল্লাহ।
মহান আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমীন 🤲
©️

মন্দ থেকে পরিবর্তন হয়ে ভালো হওয়ার পিছনে রয়েছে দীর্ঘ সাধনা তবে এই পরিবর্তন চমৎকার 🥀🥀
16/06/2025

মন্দ থেকে পরিবর্তন হয়ে ভালো হওয়ার পিছনে রয়েছে দীর্ঘ সাধনা তবে এই পরিবর্তন চমৎকার 🥀🥀

15/06/2025

খুব মনে পড়ে
ইয়া আর রহমান 🥀😭

15/06/2025

আব্বু 🥀
এই ডাকটাই যেন কত মায়া মোহাব্বত ও অভিমান নিয়ে ডাকা নাম 🖤

প্রতিটা মেয়ের জন্য বাবার ছায়া যে কি এটা আমি জীবনেও উপলব্ধি করতে পারিনি হয়ত পারবও না,,
সব বাবার জন্যই তার কন্যা সন্তান খুবই আদরের কিন্তু আমি আমার বাবার মা হিসেবেই বেশি পরিচিত হই,, 🌸

ছোট থেকেই ওনি বলে আসছেন আমি নাকি ওনার মা, 🌺

আর সেই মা হয়ে আমি আমার বাবাকে যে পরিমাণ কষ্ট আঘাত দিয়েছি,,
আমি জীবনেও তার ঋণ চাইলেও দিতে পারবনা,, 😭

আমি একটা জিনিস মনে মনে আবদার করলে যেকোনো হালতে তা এনে দেওয়ার নাম বাবা,
অথচ আমি কিছু দিতে চাইলে কত অজুহাত দিয়ে বারণ করে দেওয়ার নাম বাবা 🥀

মানুষের জীবনের চরম কিছু মূহুর্ত আসে, যা মানুষ কে সারাজীবনের জন্য ভেঙ্গে দিয়ে যায়,
কিন্তু সেই মুহূর্তেও এতো আঘত পাওয়ার পর এতো অসুস্থতার পরও নিজের মেয়েকে চুল পরিমান আঘাত পেতে না দেওয়া ও আগলে রাখার সর্বোচ্চ চেষ্টার নাম হলো বাবা,, 🤍

শত কষ্ট লুকিয়ে একটি মুচকি হাসি দেওয়ার নাম হলো বাবা,, 🤍

২০২৪ সালটা যেন আমার জীবন থেকে চির তরে মুছে যায় 😭

আমি আবার আমার বাবার সেই মা হতে চাই তার মুখের দিকে থাকিয়ে আমি একটি ওমরা হজের সওয়াব পেতে চাই 🥹

আমি হয়ত জীবনেও পারবনা তোমার চোখে চোখ রেখে মাফ চাইতে আব্বু,
জীবনে আমার কারণে এতো আঘাত পাওয়ার পরও আমাকে আগলে রেখেছো আব্বু,,
যদি কখনো পারেন আমি অন্তর থেকে মাফ চাচ্ছি আব্বু,🌿

আমাকে যেভাবে আগলে রেখেছেন আমাকেও সে সুযোগ দিয়েন আব্বু,
যেন আমরাও চেষ্টা করতে পারি আপনাদের বৃদ্ধ নামক শৈশব জীবনটাকেও সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি 🌹

আমাদের জন্য দোয়া করিয়েন আব্বু আম্মু 🌿
যদিও কখনো মুখে বলতে পারিনি মনে মনে বহুবার বলেছি ভালোবাসি অনেক বেশি আব্বু আম্মু 😭
আমাদের কখনো একা করে দিয়েন না 😭

রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি ছাগিরা 🥀

জীবনের ভালো সব অভিজ্ঞতা গুলোর মাঝে এই দিনের কাজ গুলোও ছিল অন্যতম অভিজ্ঞতার মাঝে একটি 🥀🖤মেডিক্যালের সার্জারী ক্লাস রুমে ব...
13/06/2025

জীবনের ভালো সব অভিজ্ঞতা গুলোর মাঝে এই দিনের কাজ গুলোও ছিল অন্যতম অভিজ্ঞতার মাঝে একটি 🥀🖤

মেডিক্যালের সার্জারী ক্লাস রুমে বসে একটানা ৬ ঘন্টা কাজ করতে হয়েছিল,, 🥹

তবে সব কষ্টের মাঝে আমাদের মেডিক্যালের ইন্টার্ন আপু গুলো এতো বেশি ফ্রেন্ডলি ও লাভিং ছিল 🥰

যা বলার মত না বিশেষ করে নিজু আপু ও জাফরিন আপু ওদের কে তো কখনোই ভুলে যাওয়ার মত না মাশা আল্লাহ 🥹😍

দোয়া করি আল্লাহ যেন ওনাদের নেক হায়াত দান করুক আমিন 🖤🥀

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।একট...
11/06/2025

ডায়ালাসিস করার সময় লাল নল থেকে শরীর থেকে রক্ত বের করা হয়, তারপর যন্ত্র দিয়ে পাশ করে আবার নীল নল দিয়ে শরীরে ঢুকানো হয়।

একটি ডায়লাইসিস প্রত্রিুয়া প্রায় ৪ ঘন্টা স্থায়ী হয়, এবং রোগীদের সপ্তাহে ২ থেকে ৩ বার এই প্রক্রিয়া পুনরাবৃত্তি করতে হয়।

বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি তবে,,

যাদের কিডনি সুস্থ তাদের একই কাজ প্রতিদিন ৩৬ বার অটোমেটিকভাবে হয়ে যায়, কোন ব্যথা ছাড়াই এবং সম্পূর্ণ শিথিলতার সাথে।

তুমি জানো না আল্লাহ আমাদের উপর যখন তখন কত নেয়ামত বর্ষণ করছেন। তাই সবসময় আল্লাহ ধন্যবাদ দিন।

অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবেন।

জাহেলের কথা হজম করা ‘আকলের সাদকা’।🌿🥀— আতীক উল্লাহ🖤
11/06/2025

জাহেলের কথা হজম করা ‘আকলের সাদকা’।🌿🥀

— আতীক উল্লাহ🖤

পুরস্কার হিসেবে আপু স্বামী চেয়েছিলেন🥴 আমিও মজার ছলে সিভি চেয়েছিলাম  ! !! 😬 এমন সিভি কখনোই কল্পনা করিনি😬😂
10/06/2025

পুরস্কার হিসেবে আপু স্বামী চেয়েছিলেন🥴

আমিও মজার ছলে সিভি চেয়েছিলাম ! !! 😬

এমন সিভি কখনোই কল্পনা করিনি😬😂

এক অবিবাহিত আপুর স্বপ্ন,,,,❤️❤️❤️আমার শখের পুরুষ হবে বাস্তবের মতো। একদম বাস্তববাদী।কারণ, স্বপ্ন দিয়ে জীবন চলে না। জীবন চ...
10/06/2025

এক অবিবাহিত আপুর স্বপ্ন,,,,❤️❤️❤️
আমার শখের পুরুষ হবে বাস্তবের মতো। একদম বাস্তববাদী।
কারণ, স্বপ্ন দিয়ে জীবন চলে না। জীবন চলে বাস্তব দিয়ে। তবে সে সকল কঠিন বাস্তবতা কে স্বপ্নের মতো করে মাড়িয়ে নিবে।
আমাকে প্রতিটি কাজে সঙ্গ দিবে। আমি হতাশ হলে বলবে,,লা তাহযান,,, হতাশ হয়ো না। আমি ভীত হলে বলবে,, লা তা-খাফ,,, ভয় পেয়ো না। পরিস্থিতি বিগড়ে গেলে বলবে,, লা তা-গাদাব,,রাগান্বিত হয়ো না,,। আফসোস করলে বলবে,, লা তাস-খাত,, রবের ফয়সালার উপর অসন্তুষ্ট হয়ো না। যে আমার কষ্ট দেখে বলবে,, ইন্না মাআল উসরি ইউসরা,,, নিশ্চয়ই দুঃখের পরে আছে সুখ। আমি নিঃসঙ্গ হলে বলবে, মেঁ হু না? আমি আছি না? ❤️❤️❤️

10/06/2025

Address

New Town
Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mehendi by umme Tusha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share