Tarail Bichitra TV

  • Home
  • Tarail Bichitra TV

Tarail Bichitra TV বিনোদনের জন্য
(1)

13/08/2025

তাড়াইলে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস/২০২৫ পালিত

12/08/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

12/08/2025

মনিটাইজেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা আমি ও দিপুরাজ

বন্দের নতুন মাছ ৩শ টাকা কেজি।
08/08/2025

বন্দের নতুন মাছ ৩শ টাকা কেজি।

06/08/2025

এক টুকরো কথা

ললিতার গল্পপর্ব ২৩৫ছাদেকুর রহমান রতন ললিতার লাইগ্গে একটা টাচ্ মোবাইল কিনছে মমিন্নে। অংকান এই মোবাইল কিবায় ললিতারে দিব? এ...
02/08/2025

ললিতার গল্প
পর্ব ২৩৫
ছাদেকুর রহমান রতন

ললিতার লাইগ্গে একটা টাচ্ মোবাইল কিনছে মমিন্নে। অংকান এই মোবাইল কিবায় ললিতারে দিব? এই চিন্তায় তার ঘুম অয় না। মমিন ভাবতাছে মোবাইলডে ললিতারে দিতো পারলে তো ভিডিও কলে কথা কইতো পারলোয়। আর ভিডিও কলে কথাবার্তা কইলে আরও কিস্তার সুযোগ সুবিধা অইলয়। এইদিকে ললিতাও বাটন মোবাইলে কথা কয় আর জিগায়, কোন দিন আইবাইন মমিন ভাই?
মমিন : আয়া পরাম কয়দিনের ভিতরে। তোমার লাইগ্গে একটা টাচ্ মোবাইল কিনছি সোনা। কিবায় যে পৌছায়াম তোমার হাতে চিন্তা করতাছি।
ললিতা: ও মায়া এইতা হিরেবালি চিন্তা করন লাগে? আমরা বাসার সামনের রোডে আয়া একটা কল দেইন যে। পরে আমি আগ্গয়া আনামেনে।
মমিন: আমি যে তোমার বাসায় যায়াম কেউ কিস্তা কইতো না?
ললিতা: কেলা কিতা কইবো? আমি কয়াম আমার খালাত্ব ভাই আইছে। মোবাইলের কথা কইতাম না। এইডে গোপন রাখবাইন। বুঝঝুইন?
মমিন: আমিও এইডেই কইতাছি। আমি আইলে বেশি সময় দিতাম পারতাম না কিন্তু। তাড়াতাড়ি বিদায় করবা। বুঝঝো?
ললিতা: বুঝঝি। তে আপনে যতক্ষণ থাকতো পরুইন থাকবাইন। যে সময় রওনা অইবাইন একটা কল দেইনযে। নাইলে ম্যাসেজ দিবাইন। আমি বাসা খালি কইরে রাখবাম।
মমিন: এইডে অইলে তো আরো ভালা। মজা অইবো। আহারে।
ললিতা: আপনে মোবাইল লয়া আইবাইন আমার যে কি আনন্দ লাগতাছে.....
মমিন: তে আমি আই বালা কল দেমানে। তুমি রেডি থাইক্কো। অংকান রাইক্কে দিই?
ললিতা: আচ্ছা।
ললিতা মিমনের মুহ মোবাইলের কথা ফুইন্নে আর উস্ নাই। কত্তাযে ভাবতাছে আল্লা গো আল্লাহ। বেডারে কিদ্দে খাওয়াইবো, কিবায় খাওয়াইবো, মুহ তুইল্লে দিব কিনা! নিজেও কিবায় সাজবো, কোন শাড়িডে পড়বো, ফার্লারো গেয়া কিবায় চেহারা ঠিক কইরে আনবো ইত্যাদি। তারপরে ললিতা আরও ভাবতাছে মমিন ভাই যদি আমার গায়ে হাত দেলায় এইবালায় কিবায় কিতা করাম? একটু একটু শরমও তো করবো। ফইলা ফইলা কেমন জানি লাগতাছে।
(চলবে)

28/07/2025

যৌবন কালে যেমন ভালোবাসা উঁকি দেয়, বুড়া কালে রিচ্ ডাউন হতে থাকে।

27/07/2025

আমি ভাল্লুক বলছি। আমাকে কেমন লাগছে কমেন্টস করুন।

27/07/2025

শহিদুল এর পান খাইলে বের হয় গান | মাদরাসা মার্কেট তাড়াইল।

25/07/2025

শীঘ্রই অনুষ্ঠিত হবে তাড়াইল বিচিত্রা'র ১৫তম প্রতিষ্ঠা বার্ষিকী।
উপস্থিত হবে দেশের সেরা কনটেইন ক্রিয়েটররা।

25/07/2025

আজকে ট্রাই করলাম আবার। সব সময় মন ভালো থাকে না।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Tarail Bichitra TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share