15/08/2025
সহজ জীবন জটিল করি
জীবনটা আসলে খুব সহজ
-সকাল মানে সূর্য ওঠা,
রাত মানে ঘুম।
ভালোবাসা মানে বিশ্বাস,
আর সম্পর্ক মানে বোঝাপড়া।
কিন্তু আমরা কী করি?
সন্দেহে বিশ্বাস নষ্ট করি,
চাওয়া-না-পাওয়ার হিসাব মিলাই,
আর অন্যের মতো হওয়ার প্রতিযোগিতায় নিজেকে ভুলে যাই।
আসলে জীবনটা বড় নয়,
ছোট ছোট ভালো লাগার জায়গাগুলো সংরক্ষণ করতে জানতে হয়