Nishat Meem

Nishat Meem Alhamdulillah for everything

একদিন ফিরে আসবে– হারানো ঘুম, শান্তি, আরাম।কিন্তু আর কখনও ফিরে আসবে না– সন্তানের শৈশব।আর থাকবে না– সকালে তার ময়লা কাঁথা-ক...
18/06/2025

একদিন ফিরে আসবে
– হারানো ঘুম, শান্তি, আরাম।
কিন্তু আর কখনও ফিরে আসবে না
– সন্তানের শৈশব।

আর থাকবে না
– সকালে তার ময়লা কাঁথা-কাপড় ধোয়ার ব্যস্ততা,
– শখ করে খেলনা কেনা,
– দাঁতহীন হাসিতে কামড় দেওয়া,
– চুল টানা,
– আলাদা খাবারের ঝামেলা,
– ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনা গুছানোর কাজ।

আর হবে না
– নতুন খেলনার আবদার,
– হাতে করে তাকে গোসল করানো,
– খালি বুক জড়িয়ে ঘুমানো।

কারণ, সন্তান বড় হয়ে যাবে।

যে যন্ত্রণা ও রক্ত-ঘামের বিনিময়ে তাকে জন্ম দিয়েছিলাম,
– সেই দিনের ব্যথা কেবল স্মৃতি হয়ে থাকবে।
– সেলাই হওয়া শরীর, আর সেই প্রথম আলিঙ্গন… সবটাই অতীত।

কত শত দিন, মাস, বছর কেটে যাবে।
সে একদিন নিজের সংগ্রামে ব্যস্ত হয়ে উঠবে।
আমার কোল ছেড়ে নিজের জীবন গড়বে।

যে মুখটা বুলিও বলতে পারতো না,
– তার সাথে আর ‘মা’ বলে ডাকাডাকি হবে না।
– কথা হবে না আগের মতো।

তখন আমাদের
– তাকে ঘিরে থাকা সব ব্যস্ততাকেই বিদায় জানাতে হবে।
কারণ,
– সে নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে।

শৈশবটা তার মনে থাকবে না হয়তো,
কিন্তু আমাদের স্মৃতিতে সে থাকবে চিরকাল।

আমি ক্লান্ত হয়ে পড়ি,আমার মেজাজ নষ্ট হয়ে যায়, আমি ভুল করি !কিছুদিন আমি নিজেকে খুঁজে পেতে লড়াই করি ।  কিন্তু যতই কষ্ট...
15/06/2025

আমি ক্লান্ত হয়ে পড়ি,আমার মেজাজ নষ্ট হয়ে যায়, আমি ভুল করি !

কিছুদিন আমি নিজেকে খুঁজে পেতে লড়াই করি । কিন্তু যতই কষ্ট হোক না কেন,
আমি প্রতিদিন তোমার কাছে আছি ।

✨ কারন আমি জানি আমার চেয়ে ভালো আর কেউ তোমাকে ভালবাসতে ও যত্ন নিতে পারবে না 🩷🥺

As soon as Daddy leaves… the snuggle session begins! 🧸💕 These moments are pure magic.
09/06/2025

As soon as Daddy leaves… the snuggle session begins! 🧸💕 These moments are pure magic.

There were nights I cried in silencewhen the world was too loud, and no one seemed to notice the strength it took just t...
09/06/2025

There were nights I cried in silence
when the world was too loud, and no one seemed to notice the strength it took just to show up.
I felt invisible, exhausted, and worn thin.
But then, a little hand would reach for mine,
a voice would call me “Mama,”
and suddenly, the weight didn’t feel as heavy.

My children didn’t just fill my arms
they filled the cracks in my heart.
They reminded me that love is louder than struggle.
That even in the hardest moments, I was never alone.

If you ask me what kept me from breaking completely,
it wasn’t a miracle.
It was them,
their hugs, their laughter, their simple belief that I was enough.

They are my why.
Always.

Sleep is optional when you have a tiny alarm clock with tiny fingers.” ⏰👶💜
09/06/2025

Sleep is optional when you have a tiny alarm clock with tiny fingers.” ⏰👶💜

"Sleeping beside them is where I find my peace."🥹
08/06/2025

"Sleeping beside them is where I find my peace."🥹

𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐏𝐫𝐢𝐧𝐭𝐞𝐝 3𝐏𝐢𝐞𝐜𝐞 𝐒𝐞𝐭𝐅𝐚𝐛𝐫𝐢𝐜 : Cotton Silk𝐊𝐚𝐦𝐢𝐣 : 42 𝐢𝐧𝐜𝐡Orna: Silk Gorget𝐏𝐚𝐧𝐭 : 𝟑𝟗 𝐢𝐧𝐜𝐡𝐒𝐢𝐳𝐞 : 36/𝟑8/40/42/44/46
06/06/2025

𝐃𝐢𝐠𝐢𝐭𝐚𝐥 𝐏𝐫𝐢𝐧𝐭𝐞𝐝 3𝐏𝐢𝐞𝐜𝐞 𝐒𝐞𝐭

𝐅𝐚𝐛𝐫𝐢𝐜 : Cotton Silk
𝐊𝐚𝐦𝐢𝐣 : 42 𝐢𝐧𝐜𝐡
Orna: Silk Gorget
𝐏𝐚𝐧𝐭 : 𝟑𝟗 𝐢𝐧𝐜𝐡
𝐒𝐢𝐳𝐞 : 36/𝟑8/40/42/44/46

I always do the best ❤️I always try to do the best ❤️
05/06/2025

I always do the best ❤️
I always try to do the best ❤️

Welcome to my daily routine, where every moment is valuable.❤️🥰😍
28/05/2025

Welcome to my daily routine, where every moment is valuable.❤️🥰😍

📣📣বাচ্চার উপরে রাগ কখন একদম কন্ট্রোল হয়না কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া – আসলে কাকে বলছি আমরা?বাড়ির নানা চাপ, দায়িত্ব, আর প...
28/05/2025

📣📣বাচ্চার উপরে রাগ কখন একদম কন্ট্রোল হয়না কিংবা বাচ্চার উপর রাগ ঝাড়া – আসলে কাকে বলছি আমরা?

বাড়ির নানা চাপ, দায়িত্ব, আর পরিবারের প্রত্যাশা যখন মাত্রা ছাড়িয়ে যায়, তখন ভেতরে জমে থাকা হতাশা, ক্ষোভ বা ক্লান্তি প্রায়ই ভুল জায়গায় বেরিয়ে পড়ে – আমাদের সবচেয়ে প্রিয় মানুষটার উপর, আমাদের সন্তানের উপর।

সন্তানটা যখন একটু দুষ্টুমি করে, কিছু না বুঝে কথা বলে বা খেলা নিয়ে ব্যস্ত থাকে – তখন আমরা হয়তো রেগে উঠি। চিৎকার করি, রাগ ঝেড়ে দিই, হয়তো কখনও কড়া ভাষায় কথা বলি। কিন্তু ও কি আসলে এর যোগ্য? সত্যি কি ওরই উপর রাগ?

না, সত্যিটা হলো – এই রাগ, এই চাপ আমরা বহন করছি অন্যদের কারণে। স্বামী বা স্ত্রীর কোনো কথা কষ্ট দিয়েছে, পরিবারের কারো চাপ আমাদের দম বন্ধ করে দিচ্ছে – আর আমরা সে চাপটা বাচ্চার উপর ফেলছি। কারণ ও তো কিছু বলবে না, ও তো আমাদের ভালোবাসে, ওর ছোট মন বুঝে না মা কেন হঠাৎ এত রেগে গেলো।

কিন্তু একবার ভেবে দেখেন তো, যখন আমাদের মন ভালো থাকে তখন কি বাচ্চার কোনো দুষ্টামিতে আমরা রেগে যাই?

বাচ্চারা আসলে তাদের বয়স অনুযায়ী কাজ করে কিন্তু আমরা অন্যের দেওয়া কষ্ট, হতাশা গুলো ঝেড়ে ফেলি বাচ্চার উপর!!

পরিবারের সবাইকে বলবো, বিশেষ করে বাচ্চার বাবাদের বলবো, বাচ্চার মা'য়ের যত্ন নিন, ভালোবাসুন, ছুটির দিনে ঘুরতে নিয়ে যান, সময় পেলে ঘরের কাজে সাহায্য করুন দেখবেন মা'য়ের মন সবসময় ফুরফুরে থাকবে...

মা বাবা ভালো থাকলে বাচ্চার উপর রাগ দেখানোও কমবে, সংসারেও শান্তি আসবে!❤️❤️

দিনশেষে আপনারা চান ঘরে শান্তি, সেই শান্তির জন্য একটু তো এফোর্ট আপনাকেও দিতে হবে তাই না??

Shirt and Gown Couple Dressশার্ট এবং ওয়ান পিস গাউন।ফেব্রিক্সঃ সুতি কাপড়।কামিজের বডি ফ্রী সাইজ।কামিজের লং-৫০ ইঞ্চি।কামিজে...
21/05/2025

Shirt and Gown Couple Dress

শার্ট এবং ওয়ান পিস গাউন।
ফেব্রিক্সঃ সুতি কাপড়।
কামিজের বডি ফ্রী সাইজ।
কামিজের লং-৫০ ইঞ্চি।
কামিজের গের-১০০ ইঞ্চি।
শার্টের সাইজ: ৪০-৪২-৪৪

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nishat Meem posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share