Mou's diray

Mou's diray নিজের জন্য বাঁচি � বাঁচার জন্য লড়াই করি😌

29/03/2025

জীবনে যতবার যত বড় ভুল করেছি, সেই ভুলের স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুল টা আমারই ছিলো, আমি অনুতপ্ত হয়েছি।

আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না, ধীরেধীরে বদলেছি। আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানো প্রায় ছেড়ে দিয়েছি।

ইদানীং স্পষ্ট থাকতেই পছন্দ করছি। সবকিছুর সাথে পানির মত মিশে যাওয়ার চেষ্টা করছি। কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। যেভাবে সবাই চায়, যা সবাই চায়। আমি শুধু চুপচাপ সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি, নিতে চাচ্ছি।

20/03/2025

প্রেম টেমের প্রতি আর ইচ্ছা জাগে না এখন। বন্ধুত্ব কিংবা এটাচমেন্টের প্রতিও না। কারো সাথে কোনো প্রকার সম্পর্ক রক্ষা করাটাই এখন প্যারা মনে হয়। পাই না ঘন্টার পর ঘন্টা কথা বলার এনার্জি! আমার এখন মনে হয়, নির্দিষ্ট কারো চ্যাটে বা সাথে সময় কাটানোর চেয়ে- ফেসবুক ফিড, ভিডিও বা ইউটিউবে সময় কাটানো ভালো। সাহিত্য পড়ে সময় কাটানো ভালো। সিনেমা, সিরিজ কিংবা ড্রামা দেখে সময় কাটানো ভালো। নিজের সময়, প্রায়োরিটি নির্দিষ্ট একজনকে দেওয়ার চেয়ে নিজেকেই দেওয়া ভালো। ফোকাসটাও নিজের কিংবা ক্যারিয়ারের প্রতি রাখা ভালো। মানুষ আসে, মানুষ হারায়! দিনশেষে আমাদের জীবনে কেবল আমরাই থেকে যাই।
©️

অপেক্ষা একটা অনুভূতি। চাওয়া এবং পাওয়ার মাঝে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে জমিয়ে রাখা একটা অনুভূতি। হুমায়ূন আহমেদ এর অপেক্ষা ...
10/03/2025

অপেক্ষা একটা অনুভূতি। চাওয়া এবং পাওয়ার মাঝে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে জমিয়ে রাখা একটা অনুভূতি। হুমায়ূন আহমেদ এর অপেক্ষা ঠিক তাই। মানুষ বাঁচে অপেক্ষায়,আর অপেক্ষা বাঁচে আশায়,। কিছু কিছু বই বা সিনেমা আয়োজন করে উপভোগ করতে হয় অপেক্ষা বইটি এমনি একটি বই, প্রতিটি মানুষের এই বইটা একবার হলেও পড়া উচিত, নাহলে খুব বেশি অন্যায় হবে বইটির সাথে,, প্রতিটি চরিএ নিজস্ব অপেক্ষা নিয়ে বেঁচে আছে এই জগতে। কারো অপেক্ষার পালা ফুরোয়,কারো ফুরোয় না।
এই অপেক্ষাকে এতটা বছর মনের মধ্যে আগলে রাখার জন্য, ইমন ও সুপ্রভাকে আদরে জড়িয়ে রাখার জন্য, সুরাইয়ার জীবনযুদ্ধ অংশীদার হওয়ার জন্য সকল পাঠক ও শুভাকাঙ্ক্ষীকে অসংখ্য ধন্যবাদ।
এমন অপেক্ষা যেন আপনার জীবনে কখনো না আসে।💌❤️
বই: অপেক্ষা,
হুমায়ুন আহমেদ।✨

17/02/2025

আম্মু ছাড়া কেউ কোন দিন বলেনি কী খাবি? কী রাঁধবো? মায়েরা যে বলে, আমি দুনিয়া থেকে চলে গেলে কেউ চার আনার দামও দেবেনা, এটা মনে হয় সত্যিই বলে। ভেবে দেখলাম সারা দুনিয়ায় রাগ দেখানোর জায়গাও ওই একটাই, আম্মু । টাকা লাগবে? আম্মু কে বলি । জামা, জুতা লাগবে ? আম্মু কে বলি । মন খারাপ? আম্মু কে ডাকি। মেজাজ খারাপ? আম্মুকে ডাকি। চশমা হারিয়ে গেছে? আম্মুকে ডাকি। তোমাকে ভালোবাসি আম্মু। 🥰 মায়েরা ভালো থাকুক সবসময়। আমিন!🥰

16/02/2025

বয়স টা এখন এমন দার প্রান্তে এসে দাড়িয়েছে যে কি করবো, কি করা উচিৎ কিচ্ছু মাথায় ঢুকছে না৷ হয়তো জীবনের এই একটা ফেসে এসে মানুষ আটকে যায়। সিদ্ধান্তহীনতা যে কতটা কষ্ট দিতে পারে তা এই সময় না আসলে বুঝা মুশকিল ছিলো।
নিজের দিকে ফোকাস দিবো নাকি ক্যারিয়ার নাকি ফ্যামেলি। মনে হয় সবাইকে ভালো রাখার,সবার দায়িত্ব নেওয়া যেনো আমারই প্রধান কাজ হয়ে দাড়িয়েছে। এই স্বার্থপর দুনিয়ায় সবাই নিজ নিজ চিন্তায় ব্যস্ত সেখানে আমারই কেন সবার সুখের কাছে হেরে যেতে হচ্ছে! আমার কাছে কোন উত্তর নেই!:)

15/02/2025

মৌনতা সবসময় সম্মতির লক্ষণ হয়না। অনেক সময় মৌনতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্মসমর্পণের লক্ষণ, প্রচণ্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণ।

Heard words are loud but those unheard are the loudest at times!!

14/02/2025

হারামের বিলাসিতা দেখে আপসোস করবেন না, বরং শুকরিয়া আদায় করুন, আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছেন..। আলহামদুলিল্লাহ

14/02/2025

নিজের মতো করে বাঁচো !!
কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে জঘন্য, কারো কাছে তার সবটুকুই তুমি! একটা কথা মনে রেখো, গাঁধার নাম ঘোড়া রাখলেও সেটা গাঁধা থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না।

কারণ আলুর ব্যাপারী তো আর সোনা চিনবে না! তুমি নেকা তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী। আসলে এর কোনটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যেরকমটা তারা ডিজার্ভ করে।

দিন শেষে তুমি তুমিই! একটু একটু ভালো একটু একটু মন্দ! সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাই ভালোই আছে, শুধু তুমি ছাড়া!🌸🥀

12/02/2025

'ফ্যামিলি প্রবলেম' যাদের আছে,তারা ভিতরে ভিতরে শেষ! কাউকে বলতে পারেনা, কাউকে বুঝাইতে পারেনা,নিজে মানতে পারেনা! চোখের সামনে সব দেখে কিন্তু কিছুই করার থাকেনা! তাদের দেখে কেউ বুঝেও না তাদের জীবনে কি চলে!
ফ্যামিলি প্রবলেমে থাকা মানুষ সব চেপে গিয়ে অন্য সবাই কে বলে 'ভালো আছি আলহামদুলিল্লাহ!'

12/02/2025

জীবন কখনো একরঙা হয় না, প্রতিটি মুহূর্তে থাকে আলো-অন্ধকারের খেলা।
কষ্ট আসবে, কিন্তু তা শুধুমাত্র আমাদের শক্তি বাড়ায়, বাঁচার ইচ্ছাকে আরও জোরালো করে তোলে।
কখনো মনে হয় পৃথিবী থেমে গেছে, কিন্তু সেই থেমে যাওয়া সময়টাই আমাদের নতুন পথের সূচনা।
যত বড় কষ্টই হোক না কেন, জীবনের লড়াই শেষ নয়—এটি তো শুধু এক নতুন অধ্যায়।

এটি জীবন এবং কষ্টের মাঝে শক্তি ও সাহস খোঁজার একটি চেষ্টা।

31/01/2025

সুরা ইউসুফ কতো সুন্দর!

এটা আমাদের শেখায়; কাছের মানুষগুলো বিশ্বাসঘাতকতা করতে পারে, ভাঙা হৃদয় ভালোবাসা দিয়ে সারিয়ে তুলতে পারে, কষ্টের পর সচ্ছলতা আসে, দুঃখী হওয়া আর অকৃতজ্ঞ হওয়া সমান নয় এবং ধৈর্যশীল মানুষদের শেষ পরিনতি সুন্দর হয়!

সুবহানআল্লাহ!🖤

Address

Kuliarchar, Kishorganj
Kishoreganj

Alerts

Be the first to know and let us send you an email when Mou's diray posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share