29/03/2025
জীবনে যতবার যত বড় ভুল করেছি, সেই ভুলের স্বীকারোক্তি আমি নির্দ্বিধায় দিয়েছি বিনয়ের সাথে। যখনই অনুধাবন করেছি ভুল টা আমারই ছিলো, আমি অনুতপ্ত হয়েছি।
আমি শুরু থেকেই এরকম ছিলাম তা না, ধীরেধীরে বদলেছি। আমি যখন দেখলাম নিজেকে সঠিক প্রমাণ করার চেয়ে ভুল মেনে নেওয়া সহজ, তখন থেকে আমি নিজেকে সঠিক দেখানো প্রায় ছেড়ে দিয়েছি।
ইদানীং স্পষ্ট থাকতেই পছন্দ করছি। সবকিছুর সাথে পানির মত মিশে যাওয়ার চেষ্টা করছি। কোনো আপত্তি নেই, কোনো অসুবিধে নেই। যেভাবে সবাই চায়, যা সবাই চায়। আমি শুধু চুপচাপ সবকিছুর সাথে মানিয়ে নিচ্ছি, নিতে চাচ্ছি।