Abdullah Al Muaj99

Abdullah Al Muaj99 ❤️Cricket ❤️
(1)

জুম্মা মোবারক! 🌙✨আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে তোমার জীবনে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন।নেক কাজ, ভালো দোয়া আর ইব...
18/07/2025

জুম্মা মোবারক! 🌙✨
আল্লাহ তাআলা এই পবিত্র জুমার দিনে তোমার জীবনে শান্তি, রহমত আর বরকত নাজিল করুন।
নেক কাজ, ভালো দোয়া আর ইবাদতের মাধ্যমে কাটুক আজকের দিনটা। 🤲🕋

"জুমার দিনে একটি ঘন্টা আছে, যেই সময়ে দোয়া কবুল হয়।" – (সহীহ মুসলিম)
তাই হৃদয় থেকে দোয়া করো, আল্লাহ শুনছেন! 🤍

– মুয়াজ
#জুম্মা_মোবারক

 #মুয়াঝ_ভাই    #রাতেরগগল্পেরল্প নাম: রাতের রহস্যময় আওয়াজ✍️ লেখক: মুয়াজএকদিন গভীর রাতে, সবকিছু নিস্তব্ধ। গ্রামের মানু...
17/07/2025

#মুয়াঝ_ভাই #রাতেরগগল্পেরল্প নাম: রাতের রহস্যময় আওয়াজ

✍️ লেখক: মুয়াজ

একদিন গভীর রাতে, সবকিছু নিস্তব্ধ। গ্রামের মানুষ ঘুমিয়ে পড়েছে। শুধু জোনাকি পোকা আর কিছু দূরে শিয়ালের ডাক মাঝে মাঝে শোনা যায়।

রাত তখন প্রায় ২টা। হঠাৎ করে মুয়াজের ঘুম ভেঙে যায়। মনে হলো, ঘরের বাইরে কেউ হেঁটে যাচ্ছে। সে কান পেতে শুনল—“টুপ টুপ” করে শব্দ হচ্ছে।

মুয়াজ আস্তে করে দরজা খুলে বাইরে তাকালো। কিন্তু কেউ নেই।
তারপর আবার ঘরে ফিরে এল। কিন্তু ঘুম আর আসছে না।

কিছুক্ষণ পর আবার সেই শব্দ—এইবার যেন অনেক কাছে!
সে একটা লাঠি হাতে নিয়ে বাইরে বেরিয়ে গেল। অন্ধকার চারদিক। কুয়াশা জমে গেছে ঘাসে।

তখনি দেখল—একটা ছায়া দৌড়ে পুকুরের পাশে চলে গেল!
মুয়াজ সাহস করে ছুটে গেল তার পেছনে। কিন্তু ছায়া হঠাৎ অদৃশ্য হয়ে গেল!

পরদিন সকালে গ্রামের বড়রা বলল—
“এমন আওয়াজ আগেও কয়েকজন শুনেছে… পুকুরের পাশে নাকি আগে কেউ ডুবে গিয়েছিল… হয়ত তার আত্মা…”

মুয়াজ আর কোনো দিন রাতে সেই আওয়াজ শোনেনি। কিন্তু তার মনে আজও প্রশ্ন জেগে আছে—
“সেই ছায়াটা আসলে কে ছিল

Part 3 ---গল্প: ড্রোন অ্যাটাক ও হাঁসের শেষ প্রতিশোধ!পুকুরে বড় জয়ের পর মুয়াঝ একটু আত্মবিশ্বাসে ভরে উঠলো। ভাবলো,“এই হাঁসে...
28/06/2025

Part 3

---

গল্প: ড্রোন অ্যাটাক ও হাঁসের শেষ প্রতিশোধ!

পুকুরে বড় জয়ের পর মুয়াঝ একটু আত্মবিশ্বাসে ভরে উঠলো। ভাবলো,
“এই হাঁসেরা আর আমার সামনে দাঁড়াতে পারবে না।”

কিন্তু হাঁসেরা কোনো কিছুতেই চুপ থাকেনি। তারা গোপনে এলেকার সবচেয়ে আধুনিক ড্রোন কিনে ফেলল! 🎮🚁

একদিন মুয়াঝ যখন পুকুরের ধারে শিথিল হয়ে বসে ছিল, হঠাৎ আকাশ থেকে ড্রোনের আওয়াজ আসতে শুরু করল।

ড্রোন থেকে হঠাৎ পানি আর পেঁয়াজ স্প্রে ছিটিয়ে পড়ল মুয়াঝর দিকে!

মুয়াঝ: “আরে বাবা, এটা তো পুরো অ্যাকশন সিনেমা!” 😲

তবে মুয়াঝ জিতবে না বলে তো দেয়নি। সে বুদ্ধি করে তার মোবাইল থেকে ‘হাসির সাউন্ড’ চালিয়ে দিল।

ড্রোনের ওপর থাকা হাঁসেরা সেই হাসির আওয়ানে মুচকি হাসতে হাসতে হতবাক হয়ে পড়ল, আর ড্রোন পুরো অদৃশ্য হয়ে গেল! 😆

শেষে হাঁসেরা মুয়াঝকে ডাকল—
“তুমি আমাদের গ্যাং-এর হিরো, আর আমরা তোমার ফ্যান!”

আর মুয়াঝ বলল,
“তাহলে এবার সবাই মিলে খেলা করি, হাঁস বনাম মুয়াঝ!” 🏏🦆

---

    ---📢 🔥 হাসির দমক! 🔥🦆 মুয়াঝ বনাম হাঁসের হ্যাকার গ্যাং – পার্ট ২: পুকুরের প্রতিশোধ 😆গতবার পুকুরে গিয়ে হাঁসের গ্যাংয়ে...
28/06/2025



---

📢 🔥 হাসির দমক! 🔥

🦆 মুয়াঝ বনাম হাঁসের হ্যাকার গ্যাং – পার্ট ২: পুকুরের প্রতিশোধ 😆

গতবার পুকুরে গিয়ে হাঁসের গ্যাংয়ের হাতে মুয়াঝ ভাই যে মার খাইছিলো, তা কি ভোলা যায়?

কিন্তু এবার মুয়াঝ ফিরেছে...
তেল মেখে, পেঁয়াজ স্প্রে নিয়ে, হাঁস ধোলাই মিশনে! 😎

হাঁসেরা বিস্কুট খেতে খেতে যখন মজা নিচ্ছে, তখন মুয়াঝ পানিতে ফেলে দিল প্লাস্টিক হাঁস!
বুড়ো হাঁস বুঝলো, “এই ঘ্রাণ কিছু চেনা চেনা লাগছে…” 😨
আর যায় কোথায়! পুরো হাঁস বাহিনী ক্যাঁক ক্যাঁক করে উঠলো —
“আবার সেই মুয়াঝ!” 😱

কিন্তু এবার হাঁস নয়, মুয়াঝ জিতলো!
স্প্রে ছুঁড়তেই হাঁসেরা পালিয়ে গিয়ে বললো,
“ভুল হইছে ভাই, আর কখনো বলি না!”

পুকুর এখন মুয়াঝ ভাইয়ের রাজত্ব!
আর হাঁসেরা গাছের ডালে বসে শ্লোগান দেয় —
👉 “মুয়াঝ ভাই জিন্দাবাদ!”
👉 “ক্যাঁক ক্যাঁক মানে সালাম!” 😂

---

👉 কেমন লাগলো এই দম ফাটানো গল্প?
🤣 হাসতে হাসতে পড়ে গেলে, শেয়ার দিতে ভুলবা না!
#মুয়াঝ_ভাই #হাঁসের_গ্যাং #পুকুর_পার্ট২ #হাসির_গল্প #কিশোরগঞ্জ_স্টাইল

Kishoreganj railway station
05/06/2025

Kishoreganj railway station

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdullah Al Muaj99 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share