thoughts of RatuL

thoughts of RatuL সকল প্রশংসা আল্লাহর

02/06/2025
26/05/2025

আজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়

18/05/2025
আমাদের এলাকায় এই ফুল টার নামকাঠ গোলাপ।
13/05/2025

আমাদের এলাকায় এই ফুল টার নাম
কাঠ গোলাপ।

13/05/2025

#ভাইরালভিডিওシ

13/05/2025
10/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধ বিরতি
আলহামদুলিল্লাহ ❤️❤️

10/05/2025

ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে সবাই ইন্টারেস্টড, পাকিস্তান ভারতকে উড়িয়ে দিবে, ভারত পাকিস্তানকে ঘুরিয়ে দিবে, ভারতের এত্তগুলা যুদ্ধ বিমান ✈️ পাকিস্তান এর এতগুলো মিসাইল🚀
এত এত সেনা হুংকার এত এত মৃত্যু
আমাদের শুনতে ভালোই লাগছে তাইনা!
কি নির্বোধ আমরা,
অথচ একটি বুলেট কোন একটা সৈনিকের নিরবতা ও সৈনিকের ফেমিলি ধ্বংস হয়ে যাওয়া।
আর আমরা মজা নিচ্ছি এসব দেখে আপসোস 🌎

ভারত পাকিস্তান আমাদের প্রতিবেশী রাষ্ট্র,
তাদের হাতে রয়েছে পারমানবিক বোমা
যা ধ্বংস করে দিতে পারে পুরো দক্ষিণ এশিয়ার মানব ইতিহাস। আমরা কি কখনো এটা ভেবে দেখিছি পরমাণু শক্তি দর দুটি রাষ্ট্রের যুদ্ধ মানে
আমরা কেউ নিরাপদ নই।
যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনেনা।

যুদ্ধ থেমে যাখ শান্তির বার্তা পৌঁছে যাখ পৃথিবী জুড়ে।
🕊️🌿

অবশেষে অনেক নাটকীয়তার পর পাক-ভারত যুদ্ধ শুরু হলো। ভারত পাকিস্তানে আক্রমণের ৫ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু...
08/05/2025

অবশেষে অনেক নাটকীয়তার পর পাক-ভারত যুদ্ধ শুরু হলো। ভারত পাকিস্তানে আক্রমণের ৫ মিনিটের মধ্যেই পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করে। এটি যুদ্ধের ইতিহাস এক বিরল ঘটনা!
হামলা পাল্টা হামলার পরপর উভয় দেশের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ভারত হামলা করে হাড়ে হাড়ে বুঝতে পেরেছে কি যে ভুল করেছে। ভারত অতিদ্রুত প্রতিআক্রমণের শিকার হবে, তা আশা করেনি।
১. মিডিয়ার তথ্যানুযায়ী পাক বাহিনী ভারতের দুটি যুদ্ধবিমান, ১টি হেলিকপ্টার, ৪টি নজরদারী ড্রোন ধ্বংস করেছে। ২২ ভারতীয় সেনা মারা গেছে। তবে পাকিস্তান ব্লুমবার্গকে জানিয়েছে যে, তারা ৫টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করেছে এবং কিছু ভারতীয় সেনাকে গ্রেফতার করেছে।
২. ভারত পাকিস্তানের ১টি এফ১৬ যুদ্ধ বিমান ধ্বংস করেছে। ৭ পাক সেনা ও এক শিশু মারা গেছে।
৩. ভারত হামলা চালিয়েছে তিন জায়গায় ৯ বার, পাকিস্থান হামলা চালিয়েছে ৫ জায়গায় ১৫ বার।
৪. ভারত শহীদ করেছে একটি মসজিদ। পাকিস্তান ধ্বংস করে শ্রীনগরের ভারতীয় এক এয়ারবেইজ।
৫. ভারত ৯টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, পাকিস্তান ক্রুজ ও ব্যালিস্টিক ১৫টি ছুড়েছে।
৬. ভারত পাকিস্তানের একটি বাড়ি ধ্বংস করেছে, পাকিস্তান ৪টি ভারতীয় সেনা ছাউনি ধ্বংস করেছে।
বর্তমান অবস্থা: ভারতীয়রা পাক সীমান্তের অভ্যন্তরে ঢুকতে পারেনি। তবে দেড় শতাধিক পাক সেনা জম্মুর ভিতরে প্রবেশ করে স্থালাভিযান শুরু করেছে।
তথ্যসূত্র: আল জাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া

02/05/2025

১৮ লক্ষ টাকার পলিথিনের ঘর😱
শেষ পর্যন্ত দেখুন মিস করবেননা
#ভাইরালভিডিওシ #কিশোরগঞ্জ
#কৃষি

01/05/2025

স্টার সেটআপ না পাওয়ায়
অনলাইন লাইব কুইজ জিতেও পুরুষ্কার হিসেবে স্টার গুলো পেলামনা😭

 #নারিকেল গাছে ফলন হচ্ছে না? ফুল ঝরে পড়ছে? জেনে নিন সমাধান! আপনার গাছ হয়তো 🥲 পুষ্টির অভাব, পানির ঘাটতি বা পোকামাকড়ের আক...
30/04/2025

#নারিকেল গাছে ফলন হচ্ছে না? ফুল ঝরে পড়ছে? জেনে নিন সমাধান!

আপনার গাছ হয়তো 🥲 পুষ্টির অভাব, পানির ঘাটতি বা পোকামাকড়ের আক্রমণে কষ্ট পাচ্ছে!

🌴সঠিক সময়ে সঠিক সার ব্যবহারই দিতে পারে গাছকে প্রাণ!
৮-১০ বছরের গাছের জন্য বছরে ২ বার সার দিন –
📅 এপ্রিলে/মে ও সেপ্টেম্বর/অক্টোবরে
🔹 ইউরিয়া: ৮০০ গ্রাম
🔹 টিএসপি: ৪০০ গ্রাম
🔹 এমওপি: ৭৫০ গ্রাম
🔹 সালফার: ১০০ গ্রাম
🔹 জিংক সালফেট: ৫০ গ্রাম
🔹 বোরিক এসিড: ২৫ গ্রাম
🔹 পঁচা গোবর: ১৫ কেজি

➡️ #সার দেওয়ার নিয়ম:
গাছের গোড়া থেকে ১-১.২ মিটার দূরে, গোলাকার বেসিন তৈরি করে সার দিন
➡️পরে হালকা সেচ দিতে ভুলবেন না 💧

🪴 গাছের শাখা-প্রশাখা:
একটি সুস্থ নারিকেল গাছে থাকা উচিত ৩০টির বেশি ডাল/ডগা 🌿
⛔তাই নিয়মিত ডাল কাটা বন্ধ করুন

# রোগ ও পোকা দমন:
নিয়মিত নজর রাখুন, প্রয়োজনে বায়ো-পেস্টিসাইড বা পরামর্শ অনুযায়ী স্প্রে করুন

👆এই সহজ টিপস গুলো মানলে নারিকেল গাছ হাসবে, আপনিও হাসবেন ফল দেখে! 😊🌴🥥

📢 শেয়ার করে অন্য নারকেল চাষিদেরও জানিয়ে দিন এই গোপন যত্নের ফর্মুলা!

#কিশোরগঞ্জ

Address

Kishoreganj
2300

Website

Alerts

Be the first to know and let us send you an email when thoughts of RatuL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share