গুনধর ইউনিয়ন বার্তা

গুনধর ইউনিয়ন বার্তা গুণধর ইউনিয়নের সকল খবরাখবর পেতেPageলাইক দিয়ে রাখুন গুনধর ইউনিয়ন বার্তা কে। ধন্যবাদ

(নজর রাখুন) দরি-গাংগাটিয়া ওরফে নয়াহাটি গ্রামের,  সাবেক মূতি ডাকাতের ছেলে, হাতে দারালো অস্ত্র নিয়ে,  নিকলী থানাধীন ধীরুয়া...
31/08/2025

(নজর রাখুন)
দরি-গাংগাটিয়া ওরফে নয়াহাটি গ্রামের,
সাবেক মূতি ডাকাতের ছেলে, হাতে দারালো অস্ত্র নিয়ে,
নিকলী থানাধীন ধীরুয়াইল গ্রামে প্রকাশ্যে এই এলাকার রানিং মেম্বার যিনি দলমত নির্বিশেষে টানা ৩ বারের মেম্বার
ও বর্তমান রানিং মেম্বার তার উপর হামলা করার পায়তারা করতেছে....

ঘটনার সূত্রপাত হয়
আনুমানিক সময় রাত বারোটায়
মহন নামের ছেলেটি শামুক মারতে গেলে।
তার উপর মরণগাথি হামলা চালায় মেম্বারসহ বেশ কয়েকজন মিলে।
এরকম অভিযোগ তুলে মোহন একটি লাইভে তার স্বীকারোক্তি প্রকাশ করেছে।

যা কিছু হয়ে জাক খেলা দেখতে হবে,,,জয়কার ফুটবল মাঠে
22/08/2025

যা কিছু হয়ে জাক খেলা
দেখতে হবে,,,জয়কার ফুটবল মাঠে

22/08/2025
22/08/2025

কিশোরগঞ্জের বৌলাই মাদক ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, বাড়ি ঘরে আ*গু*ন

✨ আলহামদুলিল্লাহ ✨গুণধর ইউনিয়ন শাখার জামাত ইসলাম উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স...
18/08/2025

✨ আলহামদুলিল্লাহ ✨
গুণধর ইউনিয়ন শাখার জামাত ইসলাম উদ্যোগে একটি সাঁকো নির্মাণ করা হয়েছে। এই সাঁকো দিয়ে প্রতিদিন শত শত স্কুল, কলেজ ও মাদরাসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসী যাতায়াত করছে। শিক্ষার্থীদের জন্য এ যেন এক বিশাল সুবিধা ও কল্যাণের দ্বার উন্মোচিত হলো।
🤲 আল্লাহ এই কাজের সাথে জড়িত সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

আমাদের সচিব মোঃ মোস্তফা কামাল মাহিন বদলি হয়েছে। এখন আমাদের ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসেবে তোফায়েল আহমেদ দায়িত্ব গ্রহণ ...
17/08/2025

আমাদের সচিব মোঃ মোস্তফা কামাল মাহিন বদলি হয়েছে।

এখন আমাদের ইউনিয়ন পরিষদে নতুন সচিব হিসেবে তোফায়েল আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন।

আমরা তাঁকে আন্তরিকভাবে স্বাগত জানাই এবং তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বোচ্চ সফলতা কামনা করি।

হৃদয়বিদারক ঘটনা দক্ষিণ আশতকা, ৬নং, ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 😥
30/07/2025

হৃদয়বিদারক ঘটনা
দক্ষিণ আশতকা, ৬নং, ওয়ার্ডে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 😥

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন..সবাই সতর্ক থাকুন বাচ্চাদের নজরে রাখুন. দক্ষিণ আশতকা নিবাসী  মোঃ রতন মিয়ার মেয়ে মা...
30/07/2025

ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন..
সবাই সতর্ক থাকুন বাচ্চাদের নজরে রাখুন.

দক্ষিণ আশতকা নিবাসী মোঃ রতন মিয়ার মেয়ে মায়মুনা( বয়স প্রায় ৮ বছর)
একলাছ উদ্দিনের মেয়ে সায়ফা ( বয়স প্রায় ৭ বছর) পানিতে পড়ে মৃত্যুবরন করেন। 😭😭
এই দুইজন শিশুর আকষ্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
মরহুমদের মা, বাবা আত্মীয় স্বজনদেরকে আল্লাহ তায়ালা সবরে জামিল দান করুন।

10/07/2025

করিমগঞ্জ উপজেলায় পাশের হার অনুযায়ী আসনবিন্যাস:
উরদিঘী দাখিল মাদ্রাসা ৮৪.৫৭ % জিপিএ ১

উরদিঘী উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৯.০২% জি পি এ ১

১। করিমগঞ্জ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় - ৮৫.৯৮%
২। ভাটিয়া উচ্চ বিদ্যালয় - ৬৭.৬৯%
৩। পিটুয়া উচ্চ বিদ্যালয় - ৬৭.৬৮%
৪। দেহুন্দা উচ্চ বিদ্যালয় - ৬৪%

শামসুন্নাহার ওসমান গনি শিক্ষা নিকেতন ৫৯.৭৮ জি পি এ ৩
দেহুন্দা উচ্চ বিদ্যালয় পাসের হার ৬৪% জি পি এ ৩
ভাটিয়া উচ্চ বিদ্যালয় পাসের হার ৬৭.৬৯% জি পি এ ৩
পিটুয়া উচ্চ বিদ্যালয় পাসের হার ৬৭.৬৮% জি পি এ ৮
চাতল উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৮.৪২% জি পি এ ১
গুনধর উচ্চ বিদ্যালয় পাশের হার ৪১.৪৯% জি পি এ ৩
ন্যামততপুর স্কুল এন্ড কলেজ পাসের হার ৪৯.৫৮% জি পি এ ৩
বালিয়া উচ্চ বিদ্যালয় পাসের হার ৫০% জি পি এ ০
করিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় পাসের হার ৫৯.০২% জি পি এ ৩
করিমগঞ্জ পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় পাসের হার ৮৫.৯৮% জি পি এ ১১
হাত্রাপাড়া উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৩.৭৫%জি পি এ ১
গুজাদিয়া আঃ হেকিম উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৭.৩৭% জি পি এ ০
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় পাসের হার ৪২.০২% জি পি এ ১
গুজাদিয়া শিমুলতলা উচ্চ বিদ্যালয় পাসের হার ৫২.৯৪% জি পি এ ০
জঙ্গলবাড়ী উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৬.% জি পি এ ২
ইচ্ছাগঞ্জ উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৭.৫০% জি পি এ ০
কান্দাইল উচ্চ বিদ্যালয় পাসের হার ৪৮% জি পি এ ১
নানশ্রী স্কুল এন্ড কলেজ পাসের হার ৪০% জি পি এ ০

04/06/2025

কিশোরগঞ্জের যত গরুর হাট আছে সবচেয়ে বেশি
কর দিতে হয় মরিচ খালি বাজারে,,
বিষয়টা খুবই দুঃখজনক।

আসল সত্য বাহিরে আসলো উরদিঘী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায়, যে সকল বিদ্যোৎসাহী লোকজন অবদান রেখেছেন, তারমধ্যে আমার পিতা জনাব ম...
09/05/2025

আসল সত্য বাহিরে আসলো

উরদিঘী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায়, যে সকল বিদ্যোৎসাহী লোকজন অবদান রেখেছেন, তারমধ্যে আমার পিতা জনাব মরহুম ফজলুর রহমান মাস্টার ও একজন। প্রতিষ্ঠাকালীন কমিটিতে তিনি কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এমনকি উরদিঘী মাদ্রাসার প্রথম রেজুলেশন উনার হাতে লেখা, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের আনুষ্ঠান পথচলা শুরু হয় ১৯৭৬ সালে।
পরবর্তীতে ১৯৯৪ সালেও সেক্রেটারি পদমর্যাদার বোর্ড সদস্য হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।

কিন্তু বড় দুঃখের বিষয় কে বা কাহারা আমার বাবার নামটা মুছে দেওয়ার হীন চেষ্টায় কেটে দিয়েছেন, কিন্তু অপরাধী তাড়াহুড়া করতে গিয়ে , আমার বাবা জনাব ফজলুর রহমান মাস্টার সাহেবের সিগনেচার মুছে দিতে ভুলে গেছিলো।
আমার বাবা সহ সকলের জন্য দোয়া চাই, আল্লাহ সকলের অবদান কবুল করুন ।

গঠনটি আমাদের জানিয়েছে অর্থ মাদ্রাসার সভাপতি

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুনধর ইউনিয়ন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুনধর ইউনিয়ন বার্তা:

Share