গুনধর ইউনিয়ন বার্তা

গুনধর ইউনিয়ন বার্তা গুণধর ইউনিয়নের সকল খবরাখবর পেতেPageলাইক দিয়ে রাখুন গুনধর ইউনিয়ন বার্তা কে। ধন্যবাদ

04/06/2025

কিশোরগঞ্জের যত গরুর হাট আছে সবচেয়ে বেশি
কর দিতে হয় মরিচ খালি বাজারে,,
বিষয়টা খুবই দুঃখজনক।

আসল সত্য বাহিরে আসলো উরদিঘী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায়, যে সকল বিদ্যোৎসাহী লোকজন অবদান রেখেছেন, তারমধ্যে আমার পিতা জনাব ম...
09/05/2025

আসল সত্য বাহিরে আসলো

উরদিঘী দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠায়, যে সকল বিদ্যোৎসাহী লোকজন অবদান রেখেছেন, তারমধ্যে আমার পিতা জনাব মরহুম ফজলুর রহমান মাস্টার ও একজন। প্রতিষ্ঠাকালীন কমিটিতে তিনি কোষাধ্যক্ষের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন। এমনকি উরদিঘী মাদ্রাসার প্রথম রেজুলেশন উনার হাতে লেখা, যার মাধ্যমে শিক্ষক নিয়োগ সহ যাবতীয় গুরুত্বপূর্ণ কাজের আনুষ্ঠান পথচলা শুরু হয় ১৯৭৬ সালে।
পরবর্তীতে ১৯৯৪ সালেও সেক্রেটারি পদমর্যাদার বোর্ড সদস্য হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন।

কিন্তু বড় দুঃখের বিষয় কে বা কাহারা আমার বাবার নামটা মুছে দেওয়ার হীন চেষ্টায় কেটে দিয়েছেন, কিন্তু অপরাধী তাড়াহুড়া করতে গিয়ে , আমার বাবা জনাব ফজলুর রহমান মাস্টার সাহেবের সিগনেচার মুছে দিতে ভুলে গেছিলো।
আমার বাবা সহ সকলের জন্য দোয়া চাই, আল্লাহ সকলের অবদান কবুল করুন ।

গঠনটি আমাদের জানিয়েছে অর্থ মাদ্রাসার সভাপতি

এত দ্বারা জানানো যাচ্ছে যে গুনধর ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন ,সম্মানিত ইমাম/ খতিব/ মোয়াজ্জেন- দের জন্য বিশেষ ভাতা/ ...
09/05/2025

এত দ্বারা জানানো যাচ্ছে যে
গুনধর ইউনিয়নের চেয়ারম্যান জানিয়েছেন ,

সম্মানিত ইমাম/ খতিব/ মোয়াজ্জেন- দের জন্য
বিশেষ ভাতা/ হাদিয়া সুযোগ প্রদান প্রসঙ্গে........।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়। ইফা কর্তৃক বাংলাদেশের সকল মসজিদের দায়িত্বশীলদের কে সরকারি ভাতা ও হাদিয়া প্রদান করিবেন। ইনশাআল্লাহ

সকল মসজিদের দায়িত্বশীলগণ ইমাম/ খতিব / মোয়াজ্জেনগণ, স্ব স্ব ইউনিয়ন/ ইসলামিক ফাউন্ডেশন কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো।
সকল ইমাম ও মুয়াজ্জিন পক্ষে থেকে অসংখ্য ধন্যবাদ

বি. দ্র. ইমামদের সুবিধার্থে দয়া করে এটি শেয়ার করুন।

03/05/2025

ফেকবুকে আসলেই যত দুঃখের স্টাটাস, ঠকে যাওয়া মানুষে ভরা।
যারা ঠকায় ওরা ফেসবুক চালায়না????

20/04/2025

মরিছখালী টু কিশোরগঞ্জ
অটোরিকশা ভাড়া বাড়ানো হয়েছে সমিতি থেকে।
কিন্তু সমিতি টা কোথায়, সভাপতি কে, কবে প্রতিষ্ঠিত হয়ছে??

আজ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ সুন্দর ভাবে সফল হয়েছে, মরিচ খালি বাজার, গুনধর,করিমগঞ্জ,কিশোরগঞ্জ।
12/04/2025

আজ ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল সমাবেশ সুন্দর ভাবে সফল হয়েছে, মরিচ খালি বাজার, গুনধর,করিমগঞ্জ,কিশোরগঞ্জ।

সবাই শেয়ার করুন 🙏
11/04/2025

সবাই শেয়ার করুন 🙏

গুনধর ইউনিয়ন এর সকল অবিভাবকদের জানানো যাচ্ছে যে,,,,,আপনার সন্তানদের জন্ম নিবন্ধন আপনি নিজে, অফিসে এসে নিজ পরিবারের মোবাই...
09/04/2025

গুনধর ইউনিয়ন এর সকল অবিভাবকদের জানানো যাচ্ছে যে,,,,,
আপনার সন্তানদের জন্ম নিবন্ধন আপনি নিজে, অফিসে এসে নিজ পরিবারের মোবাইল নাম্বার দিয়ে করুন।
৩য় কোন পক্ষ দিয়ে জন্ম নিবন্ধন করালে ভবিষ্যতে ওটিপি জনিত সমস্যার কারণে হারানো জন্ম নিবন্ধন তুলতে না পারলে
তার দায়ভার পরিষদ নিবে না।
সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে জন্ম নিবন্ধন করুন।
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ফ্রি জন্ম নিবন্ধন করুন। কোন মিথ্যার আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন।
আদেশক্রমে অর্থ ইউনিয়নের চেয়ারম্যান।
ধন্যবাদ

বয়স্ক ভাতা ও বিধবা ভাতা নতুন নিয়মে অনলাইন করুন।
09/04/2025

বয়স্ক ভাতা ও বিধবা ভাতা নতুন নিয়মে অনলাইন করুন।

জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন করুন, ৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফ্রি এবং এক বছরের মধ্যে বাধ্যতামূলক।
09/04/2025

জন্মের সাথে সাথে জন্ম নিবন্ধন করুন,
৭ থেকে ৪৫ দিনের মধ্যে ফ্রি
এবং এক বছরের মধ্যে বাধ্যতামূলক।

আলহামদুলিল্লাহ, ৭/৪/২৫ তারিখ গুনধর ইউনিয়ন প্যানের  চ্যেয়ারমেন জনাব মো: চান মিয়া মতবিনিময় ও পরামর্শ সভা আয়োজন করেন ।উক্ত ...
08/04/2025

আলহামদুলিল্লাহ, ৭/৪/২৫ তারিখ
গুনধর ইউনিয়ন প্যানের চ্যেয়ারমেন জনাব মো: চান মিয়া মতবিনিময় ও পরামর্শ সভা আয়োজন করেন ।
উক্ত সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ও আমন্ত্রণ জানানো হয়। তার দায়িত্ব সৎ ও ইনসাফের সাথে পালনের তৌফিক কামনা করছি ইনশাআল্লাহ।।

আলহামদুলিল্লাহ আমাদের গুনধর ইউনিয়নেবহুদিন ধরে মানব কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।(গুনধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গা...
29/03/2025

আলহামদুলিল্লাহ আমাদের গুনধর ইউনিয়নে
বহুদিন ধরে মানব কল্যাণে নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে।
(গুনধর ইউনিয়ন স্টুডেন্ট অর্গানাইজেশন) সংগঠনটি এবারেও গরিবদের মাঝে সামান্য উপহার বিলিয়ে দিচ্ছে।
আল্লাহ সকলের পরিশ্রম ও দান কে কবুল করুক।
গোপন সূত্রে জানা গেছে
যা যা থাকছে,,
১কেজি পোলার চাল
১ কেজি পেয়াজ৫০০ গ্রাম সয়াবিন তেল৫০০ গ্রাম সাদা চিনি
১ পেকেট সেমাই
২ টা দুধের পেকেট
কিসমিস

Address

Kishoreganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when গুনধর ইউনিয়ন বার্তা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গুনধর ইউনিয়ন বার্তা:

Share