আয়ানের আম্মু ব্লগ 001

আয়ানের আম্মু ব্লগ 001 আমি আয়ানের আম্মু ,আমার সকল চেষ্টা আমার ছেলেকে নিয়ে।চেষ্টা করি রান্না ভিডিও, ও ফ্যানি কিছু করার।
(15)

বৃষ্টির আগমনীআকাশ জুড়ে মেঘের ছায়া,নীরবতা ভরা এক আশার মায়া।শীতল হাওয়া বয়ে যায় ধীরে,প্রকৃতি যেন কিছু বলে নীরবে ঘিরে।...
24/05/2025

বৃষ্টির আগমনী

আকাশ জুড়ে মেঘের ছায়া,
নীরবতা ভরা এক আশার মায়া।
শীতল হাওয়া বয়ে যায় ধীরে,
প্রকৃতি যেন কিছু বলে নীরবে ঘিরে।

গাছের পাতা হেলে পড়ে চুপে,
প্রতিটি ডাল অপেক্ষায় রূপে।
পৃথিবী চায় এক বৃষ্টির ছোঁয়া,
আকাশ যেন রাখে সে আশা বয়ে।

প্রতিটি ফুল, প্রতিটি পত্র,
তৃষ্ণার্ত চোখে চায় নরম বত্র।
বাতাসে বাজে এক মিষ্টি সুর,
যেন বৃষ্টির ছায়া খুবই দূর।

আমি দাঁড়িয়ে থাকি সেই ক্ষণে,
শান্তি মেশা প্রকৃতির গোপনে।
এই মুহূর্তে লুকানো এক গান,
যার নাম — বর্ষার প্রথম আহ্বান।

নতুন মাছ কৈ মাছ,,,,  #পাকুন্দিয়া  #কিশোরগন্জ,,,
21/05/2025

নতুন মাছ কৈ মাছ,,,,
#পাকুন্দিয়া #কিশোরগন্জ,,,

11/05/2025

ঝড় হচ্ছে কিশোরগঞ্জ
তিনজনে মৃত্যু বজ্রপাতে। হে আল্লাহ হেফাজতে রক্ষা করো।

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।উত্তরা আ...
08/05/2025

প্রতিদিন অফিস এ যাওয়ার সময় দেখি, একজন ভদ্র মহিলা নোহা গাড়ীর পিছনের ঢালা ওপেন করে থ্রি পিস, ওড়না এসব বিক্রি করেন।

উত্তরা আজমপুর রেল গেট পার হলেই দেখা যায় তিনি ক্রেতাদের সাথে ব্যস্ত সময় পার করছেন।

ওনার সাথে কথা বলার কৌতূহল থাকলেও ওনার ব্যস্ততার কারণে সেই সুযোগ হয় না।

আজকে অবশেষে কথা বলার সুযোগ হলো, জানতে পারলাম অনেক কিছু।
ওনি ওই জায়গাতে কাপড় বিক্রি করার কারণ হলো, ওখানে একটা স্কুল আছে, চাইল্ড হ্যাভেন ইন্টারন্যাশনাল স্কুল।

ওই স্কুলে তার একটা ছেলে পড়ে, ছেলেকে স্কুলে নিয়ে আসেন এবং এই সময়টাতে তিনি কাপড় বিক্রি করেন।

অনেক ভাবিরা কিন্তু শরমে শেষ হয়ে যেতো। মনে আছে আমিও আমার স্কুলে, আমাদের গাছের পেয়ারা বিক্রি করতে নিয়ে যেতাম। এটা কিছুটা চ্যালেঞ্জিংও বটে।
রিপা আপুকে নিয়ে লেখার কারণ হলো, ওনারা বেশ স্বচ্ছল, ওনাদের এই গাড়ীটা ছাড়াও আরো ২ টা গাড়ী আছে। রিপা আপু জানালো ছেলেদের পড়াশোনা সংসারের খরচ মিলে মাসে লাখ টাকা ছাড়িয়ে যায়।
আর এটা ওনার কাপড় বিক্রির টাকা থেকেই উঠে আসে।
কি দারুণ তাই না?

আমাদের প্রজন্মের সবাই ছুটছি চাকরির পিছনে, চাকরি করে কত টাকা পাই? আজকে ২০ টাকা বাঁচানোর জন্য তিন কিলোমিটার হেঁটে বাসায় আসলাম।

© সার্জেন্ট জুয়েল

🛑আইন মেনে চলুন। রাস্তায় ধান শুকানো, খড় শুকানো নিষেধ। মনে রাখবেন একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ রাস্তায় প্রতিবন্ধক...
08/05/2025

🛑আইন মেনে চলুন। রাস্তায় ধান শুকানো, খড় শুকানো নিষেধ।

মনে রাখবেন একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না। কারণ রাস্তায় প্রতিবন্ধকতা সড়ক দূর্ঘটনার কারণ। রাস্তা যানবাহন ব্যাবহারের জন্য তৈরি। তাই যান চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এমন কোন কাজ করবেন না।
(সংগৃহীত)

দুপুরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো। চারিদিকে ঠান্ডা বাতাস। আমার বাসায় ঝড়ো বাতাস বয়ে যায় বৃষ্টি হলেই। চারিদিকে খোলা পরিবেশ তো...
06/05/2025

দুপুরে বেশ কিছুক্ষণ বৃষ্টি হলো। চারিদিকে ঠান্ডা বাতাস। আমার বাসায় ঝড়ো বাতাস বয়ে যায় বৃষ্টি হলেই। চারিদিকে খোলা পরিবেশ তো তাই।

সাবিত জোরে জোরে বললো ""আম্মু বাতাস""
আমি ওকে কোলে নিয়ে পূর্ব দিকের ঘরটার জানালা খুলে ওকে ডিভান এ বসালাম। সে জানালার গ্রিল ধরে হা করে বাইরে তাকিয়ে গাড়ি দেখছে।

তখনই আমার চোখে পড়লো এক জোড়া মানুষ।
দুজনে বারান্দার ফ্লোরে বসে গল্প করছে। কিছুক্ষণ তাদের দিকে তাকিয়েছিলাম। তাদের দেখে মনে হলো তারা সুখী দম্পতি।
স্বামী স্ত্রীর হাঁটুতে মাথা রেখে গল্প করছে আর স্ত্রী স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
কিছুক্ষণ পর স্ত্রী একটু নড়ে চড়ে বসে স্বামীর কাঁধে মাথা রেখে বসে আছে।
ওদের হাস্যোজ্জ্বল চেহেরা স্পষ্ট দেখা যাচ্ছিলো আমার জানালা থেকে।

যদিও তখন তাদের দিকে তাকিয়ে থাকা টা আমার কাছে অস্বস্তি লাগছিলো। কিন্তু ওদের দেখে অজান্তেই নিজের মনে এক গাল হাসলাম।
শহরের বন্দী জীবনে এক টুকরো প্রেমের গল্পের সাক্ষী হতে পেরে ভালোই লাগলো।

পাবনায় বজ্রপাতে ফেঁটে দুই ভাগ মেহগনি গাছ।ছবিঃ আজকের পত্রিকা
06/05/2025

পাবনায় বজ্রপাতে ফেঁটে দুই ভাগ মেহগনি গাছ।
ছবিঃ আজকের পত্রিকা

06/05/2025

তথ্য বিভ্রান্তঃ বজ্রপাতে তাৎক্ষনিক ২ জন মারা গেছে, একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন,সে মারা যায়নি। যদিও ৩জনের মৃত্যুর বিষয়টি ছড়িয়ে পড়েছে.

06/05/2025

চরটেকি মা*রা যাওয়া ৩ শিক্ষার্থীদের পরিচয়😭

চরটেকী নামাপাড়ার ফকির বাড়ি নিবাসী
মোঃ বাদল মিয়ার মেয়ে,
মোঃ জালাল উদ্দিনের মেয়ে এবং
মোঃ বোরহান উদ্দিনের মেয়ে
চরটেকী গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় ভিপি আব্দুল হাকিম এর বাড়ির সামনে বজ্রপাতর স্বীকার হয়।
সবাই নবম শ্রেণীর শিক্ষার্থী।।

01/05/2025

টঙ্গীতে বজ্রপাতে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু ..

18/04/2025

আসসালামু আলাইকুম শুভ রাএি

Address

Kishorganj
Kishorganj
01

Telephone

+8801860952484

Website

Alerts

Be the first to know and let us send you an email when আয়ানের আম্মু ব্লগ 001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category