
24/05/2025
বৃষ্টির আগমনী
আকাশ জুড়ে মেঘের ছায়া,
নীরবতা ভরা এক আশার মায়া।
শীতল হাওয়া বয়ে যায় ধীরে,
প্রকৃতি যেন কিছু বলে নীরবে ঘিরে।
গাছের পাতা হেলে পড়ে চুপে,
প্রতিটি ডাল অপেক্ষায় রূপে।
পৃথিবী চায় এক বৃষ্টির ছোঁয়া,
আকাশ যেন রাখে সে আশা বয়ে।
প্রতিটি ফুল, প্রতিটি পত্র,
তৃষ্ণার্ত চোখে চায় নরম বত্র।
বাতাসে বাজে এক মিষ্টি সুর,
যেন বৃষ্টির ছায়া খুবই দূর।
আমি দাঁড়িয়ে থাকি সেই ক্ষণে,
শান্তি মেশা প্রকৃতির গোপনে।
এই মুহূর্তে লুকানো এক গান,
যার নাম — বর্ষার প্রথম আহ্বান।