05/05/2025
৮ মিলিয়ন আমেরিকান পুরুষদের অনলি ফ্যান একাউন্ট আছে আর ১.৮ মিলিয়ন মেয়ে অনলি ফ্যানে জড়িত। ক্রিয়েটরদের মধ্যে ৭০% মেয়ে। শখের আমেরিকা। পর্ন ইনডাস্ট্রি ধ্বসে পড়ায় নতুন পাপের রাস্তা বের করছে। যৌনতাকে কীভাবে ব্যাখ্যা করবেন?
ওইখানে পতিতাবৃত্তি, যৌনকার্জ খুব কম বয়স থেকে জড়ানো যায়। আমাদের মত ৩০ বছর পর্যন্ত ভার্জিন থাকে না। তাহলে ভার্চুয়ালে কেন এত আকৃষ্ট হচ্ছে?
উত্তর , বিকৃত মস্তিষ্ক। টাকা যেমন সুখের একটা অংশ, সব সুখ না। যৌনতাও জীবনের অংশ। পুরো জীবন না। কিন্তু পশ্চিমে যৌনতায় আসল জীবন। যৌনতা এমন জিনিস , এটাকে যত বেরী দিয়ে রাখা যায় তত ভালো। ছেড়ে দিলে লাগামহীন হয়ে যায়।
বাংলাদেশেও দেখা যাচ্ছে সে ট্রেন্ড। এখানে ওইখানে বাচ্চা পাওয়া যায়। রুম ডেইট যেমন কমন বিষয়। সেক্স চ্যাটিং, ন্যুডের চালাচালি যেন ভাত খাওয়ার মত।
একটা পুরুষ যার মাথায় সারাক্ষণ যৌনতা ঘুরে সে আজকাল ভালো পুরুষ, একটা মেয়ে নিতম্ব আর স্তন দেখিয়ে বেড়াতে পারলে সে মেয়ে আসল মেয়ে।
আজকাল মানুষ আর কুকুরের মধ্যে পার্থক্য নাই। মানুষকে আলাদা করে প্রিন্সিপাল। সেটাই আজকাল মানুষের মধ্যে নাই।
উন্নত রাষ্ট্র পশ্চিমা আইডিওলজির ভূমি আব্বো আমেরিকা যদি নারী স্বাধীনতার এত উন্নয়ন করে থাকে তাহলে সেখানে ১৮ লক্ষ নারী পতিতাবৃত্তি কেন বেছে নিচ্ছে? নারীকে পতিতা বানানো এর থেকে সস্তা আর কী হতে পারে?
STEM সেক্টর+ডাক্তারি+শিক্ষাবিদ যত মেয়ে আছে তার থেকে বেশি মেয়ে onlyfan এ জড়িত।
আমেরিকার STEM সেক্টরে ৩ লাখ মেয়ে মাত্র জড়িত। ২৯% টোটাল সেক্টরের। সেখানে পর্ন ক্রিয়েটর ৭০% মেয়ে, প্রায় ১৮ লাখ। আর অনলি ফ্যান নতুন আসছে ২০১৬ সালে। আগামী পাঁচ বছর পর মিনিমাম ২ কোটি আমিরিকান মেয়ে অনলি ফ্যানে জড়িত হবে।
আমাকে বলেন কোথায় হলো নারী স্বাধীনতা? পতিতাবৃত্তি নারী স্বাধীনতা?
এসব মেয়েরা নিজের অজান্তেই নিজেকে পুরুষের কাছে কুকুরের মতো বাধ্যগত পোষা প্রাণী বানিয়ে ফেলেছে যে তা বুঝতে পারছে না।
আমাদের মেয়েরাও পশ্চিমা ফাঁদে পা দিচ্ছে, যেমনটা দিয়েছিল পশ্চিমের মেয়েরা ১৯৫০-৬০ এর দশকে। ফলাফল, মেয়েদের আবাস্থল হচ্ছে ভার্চুয়াল ব্রোথেলে।
আফসোস, আফসোস , আফসোস।
© এম.জে.বাবু