রোজী প্রকাশনী

রোজী প্রকাশনী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from রোজী প্রকাশনী, Book & Magazine Distributor, মোমেনবাগ চৌরাস্তা, কোনাপাড়া, যাত্রাবাড়ী ঢাকা ।, Konapara.

আমি মজিবুর রহমান। আমি শুরু থেকে এখন পর্যন্ত এই পেজটি নিয়ন্ত্রণ করছি (এখন ২০২৫ সাল চলছে)। ২০১০ সাল থেকে আমি বই মার্কেটিং-এ নিয়োজিত। আমি প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য বই সরবরাহকারী । ইংরেজিতে আমার পরিচয় Book marketing representative (বই বিপণন প্রতিনিধি)

03/07/2025

📢 বই পৌঁছানোর সেবা — শর্তসাপেক্ষে!
📚 শুধুমাত্র ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার জন্য

আমি যখন বই মার্কেটিং করি, তখন আমাকে কেউ কেউ জিজ্ঞাসা করে — আমি কি বই পৌঁছিয়ে দিয়ে থাকি ?

হ্যাঁ, আমি শর্তসাপেক্ষে বই পৌঁছিয়ে দিয়ে থাকি। বর্তমানে আমি কেবল আমার আশপাশের জেলার মধ্যে সীমিত ।

🔸 বর্তমান সীমিত জেলা:
📍 শুধুমাত্র নারায়ণগঞ্জ ও ঢাকা জেলা ।

🔸 যা যা প্রয়োজন:
✔️ আমার যাওয়া আসার খরচ (অগ্রিম)
✔️ আমার যাতায়াত + সময় + শ্রম + মাল বহনের ঝামেলা সহ খরচ ।

পরামর্শঃ
🎯আমার থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই গ্রহণ করাই সবচেয়ে ভালো হবে ।
⚠️ তবে কিছু প্রতিষ্ঠানে জরুরি প্রয়োজন থাকলে আমি ব্যক্তিগতভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। একে আমি বিশেষ সেবা হিসেবে দেখি।

🧠 বিশ্বাসযোগ্যতা ও নিশ্চয়তা:
আমি নিজেকে একজন বিশেষ ব্যক্তি হিসেবে দেখে থাকি, আপনি যদি চান আমার সম্পর্কে যাচাই-বাছাই করতে পারেন ।
💬 টাকা লেনদেন বা বই সংগ্রহের আগে ব্যক্তি যাচাই করা সচেতন ও বুদ্ধিমত্তার পরিচয় ।
❓ যদি আপনার কোনো জিজ্ঞাসা বা দ্বিধা থাকে, নির্দ্বিধায় আমাকে জানাতে পারেন ।
কারণ আমি বিশ্বাস করি— নিশ্চয়তা খোঁজা হলো বুদ্ধিমানের কাজ ।
💡 আপনার প্রতিষ্ঠানে সৌজন্য সংখ্যা বই (ফ্রি স্যাম্পল বই) আমি আগে পৌঁছে দিয়েছি । তাই আপনি নিশ্চিন্তে আমার প্রতি বিশ্বাস রাখতে পারেন।
🔎 আমার কাজ সম্পর্কে জানার জন্য আপনি এই ফেসবুক পেজ দেখতে পারেন । আশা করছি এই পেজ দেখে আপনার মনে হতে পারে, আমি কখনো কখনো ব্যস্ত থাকি, কারণ বই পৌঁছানো আমার মূল কাজ না, বরং সময় পেলে আমি আমার তরফ থেকে অতিরিক্ত সেবা দিয়ে থাকি ।
📦 বই পৌঁছাতে সময়ের প্রয়োজন । যদি কখনো কোম্পানি থেকে কারোর মাধ্যমে তা সম্ভব হয়—তবেই আপনার প্রতিষ্ঠানে বই পৌঁছিয়ে দেওয়া যেতে পারে । তাই আপনার জন্য উত্তম কাজ হলো বই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে গ্রহন করা । বর্তমানে কোরিয়ার সার্ভিসগুলো এক দুই দিনের মধ্যে বই ডেলিভারি দিয়ে থাকে । সরাসরি এসে আমাদের প্রধান অফিস অথবা শাখা অফিস থেকে বই নিয়ে যেতে পারবেন ।
সঠিক পন্য হাতে পাওয়ার নিশ্চয়তার জন্য আমাকে কল করুন এই নম্বরে: 01777938188 । আপনার শর্ত শুনতে আমি রাজী ।

🙏 সকলকে ধন্যবাদ,
— Mojibur Rahman

🔹 কাওমী ও অন্যান্য মাদ্রাসার জন্য বই নির্বাচন সংক্রান্ত একটি বার্তা নিচে দেওয়া হলো 🔹 👇👇 📚 আপলোড করা বুক লিষ্টের ছবিতে প...
19/06/2025

🔹 কাওমী ও অন্যান্য মাদ্রাসার জন্য বই নির্বাচন সংক্রান্ত একটি বার্তা নিচে দেওয়া হলো 🔹 👇👇

📚 আপলোড করা বুক লিষ্টের ছবিতে প্রি-প্লে শ্রেণির বইগুলোর ভিতরে প্রাণীর ছবি রয়েছে, যা অধিকাংশ কাওমী মাদ্রাসার জন্য উপযোগী না । আমার এই কথাগুলো শুধু প্রি-প্লে এর আর্ট কার্ডের বইগুলোর জন্য তবে, প্লে ও নার্সারি, নার্সারি ও শিশু শ্রেণির বইগুলোর জন্য না । আপলোড করা ছবিটি কয়েক বছর আগের বুক লিষ্ট । ২০২৫ শিক্ষাবর্ষের জন্য আমাদের কাছে ১ম শ্রেণীর মাদ্রাসার বইগুলো আছে ।

কিছু মাদ্রাসা শিশু শ্রেণী বড় হওয়ায় আমরা নার্সারীর বইগুলোর ভিতরে নার্সারি ও শিশু দুইটি শ্রেণী উল্লেখ করেছি।
অন্যদিকে, কাওমী মাদ্রাসার শিক্ষার্থীরা কুরআন মুখস্থসহ বিভিন্ন পাঠ্যসূচি পালন করে থাকে, ফলে তাদের উপর অতিরিক্ত চাপ পড়ে, এজন্য এই বিষয়গুলো বিবেচনা করে আমরা বইগুলো প্রস্তুত করি, যাতে প্রতিটি মাদ্রাসা নিজের চাহিদা ও পরিবেশ অনুযায়ী বই নির্বাচন করতে পারে, তাই একটি বইতে 'প্লে ও নার্সারী' দুইটি শ্রেণী উল্লেখ করেছি ।

✅ আপনারা প্লে শ্রেণির বই নার্সারিতে ব্যবহার করতে পারবেন, আবার নিজের প্রয়োজন ও সুবিধা অনুযায়ী পছন্দ মতো পড়াগুলো বেছে নিয়ে নিজেরা সিলেবাস তৈরি করে পড়াতে পারবেন।

আমাদের লক্ষ্য—সবার জন্য উপযোগী, সুন্দর ও গ্রহণযোগ্য বই প্রদান করা।

📞 কোনো মতামত বা পরামর্শ থাকলে জানাতে পারেন। আমরা সবসময় আপনাদের পাশে আছি।

স্কুলের জন্য পুরানো বুক লিষ্ট । শীঘ্রই নতুন বছরের বুক লিষ্ট পাবেন, কেননা বইয়ের সাইজ পরিবর্তন হবে ।
19/06/2025

স্কুলের জন্য পুরানো বুক লিষ্ট । শীঘ্রই নতুন বছরের বুক লিষ্ট পাবেন, কেননা বইয়ের সাইজ পরিবর্তন হবে ।

17/06/2025

📢আমি মজিবুর রহমান — একজন অভিজ্ঞ Book Marketing Representative (বই বিপণন প্রতিনিধি)।
২০১০ সাল থেকে বই মার্কেটিং পেশার সঙ্গে যুক্ত আছি এবং ২০২৫ সাল পর্যন্ত আমি এই পেজটি মোবাইলের মাধ্যমে নিজেই পরিচালনা করছি। 📚

🔹 ফেসবুক পেজের মাধ্যমে বইয়ের মার্কেটিং আরো বিস্তার করতে চাই ।
🔹 মোবাইল দিয়েই পেজটি নিয়ন্ত্রণ ও পরিচালনা করছি।
🔹 শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছি।

এই পেজ থেকে আপনি পেতে পারেন:
✔ নতুন বইয়ের আপডেট
✔ বই অর্ডার সংক্রান্ত তথ্য
✔ শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উপযোগী বইয়ের পরামর্শ

আমি কাজ করি প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় বই সরবরাহে। দীর্ঘদিনের অভিজ্ঞতা, সময়মতো বই পৌঁছানো এবং দায়িত্বশীল আচরণ, এই তিনটি জিনিসই আমাকে অন্যদের থেকে আলাদা করেছে।

✅ বই সরবরাহে নির্ভরযোগ্যতা
✅ অভিজ্ঞতা ও পেশাদারিত্ব
✅ প্রতিষ্ঠানের প্রয়োজন মেটাতে সর্বাত্মক চেষ্টা

🌍 ব্যক্তিগত আগ্রহ:
আমি বিদেশে স্থায়ীভাবে বসবাস করার জন্য আগ্রহী, তাই বড় দেশগুলো বেছে রেখেছি । জীবনের নিশ্চয়তা এবং কল্যাণকর উদ্দেশ্যের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি । ভৌগলিক অবস্থান ও বিশালতার কারণে রাশিয়াকে সবার উপরে রেখেছি ।
[অতীতে কেউ কেউ নিজের সন্তানের ভবিষ্যতের জন্য এমন সিদ্ধান্ত নিয়েছিল]

📖 আপনার প্রয়োজনীয় বই খুঁজে পেতে আমার সাথে যোগাযোগ করুন । আমার মোবাইলে নম্বর 01777-938188

বিশ্বস্ততা, দায়িত্ববোধ এবং অভিজ্ঞতার উপর ভর করে আমি আপনাদের পাশে আছি।

#পাবলিকেশন #লাইব্রেরী #শিক্ষাপ্রতিষ্ঠান #স্কুল

#মাদ্রাসা #স্কুলবই

#মাদ্রাসাবই #পাবলিশার

📚 ক্যাটাগরি আপডেট নোটিশ 📚  প্রিয় শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানগণ,  আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি আপডেট করা হয়েছে! নিচে...
15/06/2025

📚 ক্যাটাগরি আপডেট নোটিশ 📚

প্রিয় শিক্ষকবৃন্দ ও প্রতিষ্ঠান প্রধানগণ,
আমাদের ফেসবুক পেজের ক্যাটাগরি আপডেট করা হয়েছে! নিচের ফটোতে দেখানো ৩টি নতুন ক্যাটাগরি সিলেক্ট করেছি, যা আমাদের সেবাকে আরও স্পষ্টভাবে উপস্থাপন করবে:

✅ Publisher
✅ Library
✅ Book and Magazine Distributor

কেন এই পরিবর্তন?
আগের ক্যাটাগরি শুধু "Library" আমাদের প্রকৃত সেবা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারছিল না। নতুন ক্যাটাগরিগুলো আমাদের কাজের সাথে বেশি সামঞ্জস্যপূর্ণ।

📌 আপনার মতামত গুরুত্বপূর্ণ!
এই ক্যাটাগরি সিলেকশন সম্পর্কে আপনার পরামর্শ জানান কমেন্টে।

#বইপ্রকাশনী #প্রকাশনা #প্রিন্টিং #বইকোম্পানি

#ফেসবুকক্যাটাগরি #ব্যবসামত #মতামতদিন

#স্কুল #লাইব্রেরী #পাবলিকেশন

12/06/2025

২০২৫ শিক্ষাবর্ষের মাদ্রাসা বইগুলোর মূল্য তালিকা:-

প্লে ও নার্সারি শ্রেণির জন্য:

১. আমার বাংলা পড়া (১২০ টাকা)

২. আমার ধারাপাত ও গণিত শেখা (১২০ টাকা)

৩. My book ABC (১০০ টাকা)

৪. আমার আরবি শিক্ষা (১২০ টাকা)

নার্সারি ও শিশু শ্রেনীর জন্য:

১. ছোটদের বাংলা পড়া (১৪০ টাকা)

২. ছোটদের ধারাপাত ও গণিত শেখা (১২০ টাকা)

৩. Child’s English ABC (১৪০ টাকা)

৪. ছোটদের আরবি শিক্ষা (১২০ টাকা)

৫. ছোটদের সাধারণ জ্ঞান (১২০ টাকা)

প্রথম শ্রেণীর জন্য:

১. আদর্শ বাংলা পড়া (১৪০ টাকা)

২. আদর্শ প্রাথমিক গণিত জ্যামিতি ও মানসাঙ্ক (১৪০ টাকা)

৩. Chotader Active English (১৪০ টাকা)

৪. ছোটদের তথ্যকোষ সাধারণ জ্ঞানের বই (১৪০ টাকা)

২০১৮ সাল থেকে এই পেজটির পোষ্ট দেওয়া শুরু করলেও বইয়ের সাথে সম্পর্কিত গুণগত কন্টেন্টের অভাবে পেজটির লাইক ও ফলোয়ার বৃদ্ধ...
12/06/2025

২০১৮ সাল থেকে এই পেজটির পোষ্ট দেওয়া শুরু করলেও বইয়ের সাথে সম্পর্কিত গুণগত কন্টেন্টের অভাবে পেজটির লাইক ও ফলোয়ার বৃদ্ধি পায়নি।

06/06/2025

অনেকদিন চুপচাপ থাকার পর, অবশেষে আমরা আবারও ফিরে এসেছি Facebook পেজে। 💙
📢 আমরা ফিরে এসেছি! নতুন উদ্যমে, নতুন পরিকল্পনা, নতুন বই নিয়ে! 📚

প্রিয় প্রাতিষ্ঠানিক বই ক্রেতা বৃন্দ,

অনেকদিনের বিরতির পর আবারও রোজী প্রকাশনীর পেজে হাজির হয়েছি আমরা! 🎉 আগামী দিনগুলোতে স্কুল ও মাদ্রাসার জন্য উচ্চমানের বই শেয়ার করার জন্য আমরা প্রস্তুত।

#বই #স্কুল #মাদ্রাসা #শিক্ষক

#প্রধানশিক্ষক #রোজীপ্রকাশনী

Address

মোমেনবাগ চৌরাস্তা, কোনাপাড়া, যাত্রাবাড়ী ঢাকা ।
Konapara
1362

Website

Alerts

Be the first to know and let us send you an email when রোজী প্রকাশনী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share